ETV Bharat / state

Mahua Moitra: মানহানির মামলায় সংবাদমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার মহুয়ার - তৃণমূল কংগ্রেস

TMC MP Mahua Moitra Cash for Query Controversy: মানহানির মামলা থেকে সংবাদমাধ্যমের নাম প্রত্য়াহার করে নিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ মঙ্গলবার দিল্লি হাইকোর্টে তাঁর তরফে এই বিষয়টি জানানো হয়েছে ৷

Mahua Moitra
Mahua Moitra
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 4:51 PM IST

নয়াদিল্লি, 31 অক্টোবর: মানহানির মামলায় সংবাদমাধ্যমকে সংযুক্ত করতে চান না তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ মঙ্গলবার তাঁর তরফে দিল্লি হাইকোর্টে পেশ করা আবেদনে জানানো হয়েছে ৷ ওই আবেদন করা হয়েছে তাঁর বিরুদ্ধে মিথ্যে ও মানহানিকর খবর প্রকাশ সংক্রান্ত একটি মামলায় ৷

এ দিন এই মামলায় দিল্লি হাইকোর্টের বিচারপতি শচীন দত্তের সামনে মহুয়া মৈত্রের আইনজীবী জানান, এই মামলায় তিনি কোনও অন্তর্বর্তী রক্ষাকবচের জন্য জোর দিচ্ছেন না ৷ তবে মামলায় প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করা 20টি নামের মধ্যে 3 থেকে 20 নম্বর পর্যন্ত যেসব নাম রয়েছে, সেগুলিকে প্রত্যাহার করা হচ্ছে ৷ যে নামগুলি প্রত্যাহার করা হয়েছে, তার মধ্য়ে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, গুগল ও ইউটিউবও রয়েছে ৷

তবে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় আনন্দ দেহদ্রাইয়ের নাম থাকছে ৷ এমনটাই আদালতে জানিয়েছেন কৃষ্ণনগরের সাংসদের আইনজীবী ৷ উল্লেখ্য, মহুয়ার বিরুদ্ধে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ এনেছেন বিজেপি সাংস দ৷ তাঁর অভিযোগ, হিরানন্দানি গ্রুপের সিইও দর্শন হিরানন্দানির থেকে ঘুষ নিয়ে এই কাজ করেছেন মহুয়া ৷

এই নিয়ে নিশিকান্ত দুবে চিঠি লেখেন লোকসভার অধ্য়ক্ষ ওম বিড়লাকে ৷ তার পর বিষয়টি চলে যায় লোকসভার এথিক্স কমিটির কাছে ৷ এখন বিষয়টি সেখানে বিচারাধীন ৷ কমিটি ইতিমধ্যে নিশিকান্ত দুবে ও জয় আনন্দ দেহদ্রাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ৷ মহুয়া মৈত্রকেও তলব করা হয়েছে ৷

এদিকে এই অভিযোগের প্রেক্ষিতে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন এই তৃণমূল সাংসদ ৷ মহুয়া তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন ৷ মহুয়ার পালটা দাবি, তাঁর সম্মানহানি করতেই এই অভিযোগ করা হয়েছে ৷ সেই মামলায় মঙ্গলবার আদালত মহুয়া মৈত্রকে একটি সংশোধিত মেমো পেশ করার অনুমতি দেয় ৷ যেখানে তিনি উল্লেখ করতে পারবেন যে কাউকে মামলা থেকে তিনি বাদ দিতে চান কি না ৷ সেই মেমোতেই সংবাদমাধ্যমের নাম বাদ দেওয়ার কথা জানানো হয় মহুয়া মৈত্রের তরফে ৷

আইনজীবী অভিমন্যু ভাণ্ডারি নিশিকান্ত দুবের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ৷ তিনি যুক্তি দেন, মহুয়া মৈত্র মিথ্যাচার করেছেন ৷ কারণ, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করার পরেও মহুয়া সংশ্লিষ্ট ব্যবসায়ীকে সংসদীয় লগ ইনের তথ্য দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন । এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ডিসেম্বরে ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: তাঁর ফোন-ইমেল হ্যাকের চেষ্টা কেন্দ্রের, অ্যাপলের সতর্কীকরণ প্রকাশ্যে এনে অভিযোগ মহুয়ার

নয়াদিল্লি, 31 অক্টোবর: মানহানির মামলায় সংবাদমাধ্যমকে সংযুক্ত করতে চান না তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ মঙ্গলবার তাঁর তরফে দিল্লি হাইকোর্টে পেশ করা আবেদনে জানানো হয়েছে ৷ ওই আবেদন করা হয়েছে তাঁর বিরুদ্ধে মিথ্যে ও মানহানিকর খবর প্রকাশ সংক্রান্ত একটি মামলায় ৷

এ দিন এই মামলায় দিল্লি হাইকোর্টের বিচারপতি শচীন দত্তের সামনে মহুয়া মৈত্রের আইনজীবী জানান, এই মামলায় তিনি কোনও অন্তর্বর্তী রক্ষাকবচের জন্য জোর দিচ্ছেন না ৷ তবে মামলায় প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করা 20টি নামের মধ্যে 3 থেকে 20 নম্বর পর্যন্ত যেসব নাম রয়েছে, সেগুলিকে প্রত্যাহার করা হচ্ছে ৷ যে নামগুলি প্রত্যাহার করা হয়েছে, তার মধ্য়ে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, গুগল ও ইউটিউবও রয়েছে ৷

তবে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় আনন্দ দেহদ্রাইয়ের নাম থাকছে ৷ এমনটাই আদালতে জানিয়েছেন কৃষ্ণনগরের সাংসদের আইনজীবী ৷ উল্লেখ্য, মহুয়ার বিরুদ্ধে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ এনেছেন বিজেপি সাংস দ৷ তাঁর অভিযোগ, হিরানন্দানি গ্রুপের সিইও দর্শন হিরানন্দানির থেকে ঘুষ নিয়ে এই কাজ করেছেন মহুয়া ৷

এই নিয়ে নিশিকান্ত দুবে চিঠি লেখেন লোকসভার অধ্য়ক্ষ ওম বিড়লাকে ৷ তার পর বিষয়টি চলে যায় লোকসভার এথিক্স কমিটির কাছে ৷ এখন বিষয়টি সেখানে বিচারাধীন ৷ কমিটি ইতিমধ্যে নিশিকান্ত দুবে ও জয় আনন্দ দেহদ্রাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ৷ মহুয়া মৈত্রকেও তলব করা হয়েছে ৷

এদিকে এই অভিযোগের প্রেক্ষিতে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন এই তৃণমূল সাংসদ ৷ মহুয়া তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন ৷ মহুয়ার পালটা দাবি, তাঁর সম্মানহানি করতেই এই অভিযোগ করা হয়েছে ৷ সেই মামলায় মঙ্গলবার আদালত মহুয়া মৈত্রকে একটি সংশোধিত মেমো পেশ করার অনুমতি দেয় ৷ যেখানে তিনি উল্লেখ করতে পারবেন যে কাউকে মামলা থেকে তিনি বাদ দিতে চান কি না ৷ সেই মেমোতেই সংবাদমাধ্যমের নাম বাদ দেওয়ার কথা জানানো হয় মহুয়া মৈত্রের তরফে ৷

আইনজীবী অভিমন্যু ভাণ্ডারি নিশিকান্ত দুবের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ৷ তিনি যুক্তি দেন, মহুয়া মৈত্র মিথ্যাচার করেছেন ৷ কারণ, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করার পরেও মহুয়া সংশ্লিষ্ট ব্যবসায়ীকে সংসদীয় লগ ইনের তথ্য দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন । এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ডিসেম্বরে ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: তাঁর ফোন-ইমেল হ্যাকের চেষ্টা কেন্দ্রের, অ্যাপলের সতর্কীকরণ প্রকাশ্যে এনে অভিযোগ মহুয়ার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.