কলকাতা, 12 ডিসেম্বর : বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় মুখ্যসচিব ও ডিজিকে তলব করে স্বরাষ্ট্রমন্ত্রক । দিল্লি যাবেন না বলে গতকালই স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । আজ একই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে চিঠি পাঠালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । মুখ্যসচিব ও ডিজিপিকে তলব করা সংবিধান বিরুদ্ধ বলে চিঠিতে দাবি করেছেন তিনি ।
সফরের প্রথম দিনেই হেস্টিংসে জেপি নাড্ডাকে কালো পতাকা দেখানো হয়। এনিয়ে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এর পরের দিন ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে যাওয়ার পথে হামলার মুখে পড়ে নাড্ডার কনভয়। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনায় রাজ্যপালের কাছে রিপোর্ট তলব করে স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিপিকে তলব করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক । 14 ডিসেম্বরের মধ্যে সাক্ষাৎ করতে বলা হয়েছিল । কিন্তু গতকালই চিঠি দিয়ে মুখ্যসচিব জানিয়ে দিয়েছেন, তাঁদের পক্ষে দেখা করা সম্ভব নয় ।
তিনি আরও জানিয়েছেন, জেপি নাড্ডার জন্য রাজ্য সরকার যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করেছিল । ঘটনা নিয়ে তদন্ত চলছে । এরই মধ্যে আজ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে একটি চিঠি পাঠিয়েছেন । চিঠিতে তিনি লিখেছেন, "সংবিধান ও গণতন্ত্র মানা হচ্ছে না । রাজ্যের অধিকারে অযথা নাক গলানো হচ্ছে । নাড্ডা জেড ক্যাটেগরির নিরাপত্তা পান । তাঁর জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল ।" কেমন নিরাপত্তার বন্দোবস্ত ছিল সেকথাও চিঠিতে উল্লেখ করেছেন তিনি ।
এছাড়াও আরও গুরুতর অভিযোগ তুলেছেন তিনি । বিজেপি নেতা রাকেশ সিংকে উদ্দেশ্য করে তিনি জানিয়েছেন, নাড্ডার কনভয়ে দুষ্কৃতী ছিল । রাজ্যের শাসক শিবির একের পর এক চিঠি দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে নাড্ডার কনভয়ে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ অমূলক ।