ETV Bharat / state

Abhishek Banerjee: ডায়মন্ড হারবারে সাম্প্রদায়িক রাজনীতি করতে দেব না, নাম না-করে নওশাদকে জবাব অভিষেকের - অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee slams Nawshad Siddique: শুক্রবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ 24 পরগনার ফলতায় শুক্রবার বিজয়া সম্মিলনীতে যোগ দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেখান থেকেই তিনি নাম না করে জবাব দেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে৷ তাঁর কথায়, ডায়মন্ড হারবারে সাম্প্রদায়িক রাজনীতি করতে দেব না ৷

Abhishek Banerjee-Nawshad Siddique
Abhishek Banerjee-Nawshad Siddique
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 8:26 PM IST

কলকাতা, 10 নভেম্বর: সম্প্রতি ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী । শুক্রবার দক্ষিণ 24 পরগনার ফলতায় গিয়ে তাঁকে পালটা জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

2024 সালে লোকসভা নির্বাচন ৷ ভোট ঘোষণা হতে আর কয়েকমাস বাকি ৷ কিন্তু এখন থেকেই ডায়মন্ড হারবার নিয়ে পরিকল্পনা সাজাতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি । কারণ, সেখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ডকে হারাতে মরিয়া বিরোধীরা ৷ নওশাদকে সামনে রেখে একটা মহাজোটের ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে খবর ।

সেই পরিস্থিতিতে এ দিন তাঁর নিজের নির্বাচনী ক্ষেত্রে দাঁড়িয়ে নাম না করে নওশাদকে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বললেন, ‘‘টাকা নিয়ে সেটিং করে, ধর্মে ধর্মে বিভেদ তৈরি করা একজন জনপ্রতিনিধির কাজ নয় । তাঁদের কাজ মানুষের পাশে দাঁড়ানো ।’’

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘শুনছি কেউ কেউ চাইছেন ডায়মন্ড হারবার থেকে দাঁড়াতে । সে দাঁড়াক । গুজরাত, উত্তরপ্রদেশ থেকে এসেও চাইলে কেউ দাঁড়াতে পারেন । এটা তো গণতন্ত্র । শুধু আপনারা ঐক্যবদ্ধ থাকুন । 3 লক্ষ 21 হাজারের ব্যবধান এবার চার লক্ষে নিয়ে যান । ফলতার ব্যবধান এবার 45 হাজার থেকে 70 হাজার করতে হবে আপনাদেরই । ওরা যেই দাঁড়াক, ভোকাট্টা হয়ে যাবে, উড়ে যাবে । আমি যতদিন আছি, ডায়মন্ড হারবারে কোনোদিন সাম্প্রদায়িক রাজনীতি করতে দেব না ।’’

তিনি আরও বলেন, ‘‘ডায়মন্ড হারবারের মাটিতে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে চেয়েছিল আজকে তাদের কি করুণ পরিণতি হয়েছে একবার খোঁজ নিয়ে দেখুন । তাঁদের নাম আজ কেউ আর মুখে আনে না । যাঁরা এসব কথা বলছেন, তাঁদের জবাবও ডায়মন্ড হারবারের মানুষই দেবেন ।’’

এ দিন নিজের সংসদীয় ক্ষেত্রে দাঁড়িয়ে ইডি দফতরে হাজিরা থেকে উন্নয়ন, সব প্রসঙ্গই তুলেছেন অভিষেক । বৃহস্পতিবার কথার পুনরাবৃত্তি করে এ দিনও তিনি জানিয়েছেন, তিনি চাইলে গতকাল আইনজীবী মারফত নথি পাঠিয়ে দিয়েই দায়িত্ব এড়াতে পারতেন । কিন্তু তিনি তা করেননি । বরং তিনি তদন্তে সহযোগিতা করতে চেয়েছেন ।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, বারবার নিজের অবস্থান বদলের মানুষ তিনি নন, তিন বছর আগে তিনি যেকথা বলেছেন, আজও একই কথা বলছেন । অভিষেকের কথায়, কয়লা কেলেঙ্কারিতে তাঁর বিরুদ্ধে কিছু না করতে পেরেই তাঁকে এবং তাঁর পরিবারকে নিয়োগ দুর্নীতি মামলায় হেনস্তা করার চেষ্টা হচ্ছে ।

আরও পড়ুন:

  1. 'আমার লুকোনোর কিছু নেই', 6000 পাতার রিপোর্ট জমা করে বললেন অভিষেক
  2. মহুয়ার সমর্থনে এগিয়ে এসে প্রতিহিংসার তত্ত্ব সামনে আনলেন অভিষেক
  3. বাংলায় দুর্গাপুজো হয় না বলেও উদ্বোধনে আসছেন, নাম না করে অমিত শাহকে নিশানা অভিষেকের

কলকাতা, 10 নভেম্বর: সম্প্রতি ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী । শুক্রবার দক্ষিণ 24 পরগনার ফলতায় গিয়ে তাঁকে পালটা জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

2024 সালে লোকসভা নির্বাচন ৷ ভোট ঘোষণা হতে আর কয়েকমাস বাকি ৷ কিন্তু এখন থেকেই ডায়মন্ড হারবার নিয়ে পরিকল্পনা সাজাতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি । কারণ, সেখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ডকে হারাতে মরিয়া বিরোধীরা ৷ নওশাদকে সামনে রেখে একটা মহাজোটের ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে খবর ।

সেই পরিস্থিতিতে এ দিন তাঁর নিজের নির্বাচনী ক্ষেত্রে দাঁড়িয়ে নাম না করে নওশাদকে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বললেন, ‘‘টাকা নিয়ে সেটিং করে, ধর্মে ধর্মে বিভেদ তৈরি করা একজন জনপ্রতিনিধির কাজ নয় । তাঁদের কাজ মানুষের পাশে দাঁড়ানো ।’’

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘শুনছি কেউ কেউ চাইছেন ডায়মন্ড হারবার থেকে দাঁড়াতে । সে দাঁড়াক । গুজরাত, উত্তরপ্রদেশ থেকে এসেও চাইলে কেউ দাঁড়াতে পারেন । এটা তো গণতন্ত্র । শুধু আপনারা ঐক্যবদ্ধ থাকুন । 3 লক্ষ 21 হাজারের ব্যবধান এবার চার লক্ষে নিয়ে যান । ফলতার ব্যবধান এবার 45 হাজার থেকে 70 হাজার করতে হবে আপনাদেরই । ওরা যেই দাঁড়াক, ভোকাট্টা হয়ে যাবে, উড়ে যাবে । আমি যতদিন আছি, ডায়মন্ড হারবারে কোনোদিন সাম্প্রদায়িক রাজনীতি করতে দেব না ।’’

তিনি আরও বলেন, ‘‘ডায়মন্ড হারবারের মাটিতে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে চেয়েছিল আজকে তাদের কি করুণ পরিণতি হয়েছে একবার খোঁজ নিয়ে দেখুন । তাঁদের নাম আজ কেউ আর মুখে আনে না । যাঁরা এসব কথা বলছেন, তাঁদের জবাবও ডায়মন্ড হারবারের মানুষই দেবেন ।’’

এ দিন নিজের সংসদীয় ক্ষেত্রে দাঁড়িয়ে ইডি দফতরে হাজিরা থেকে উন্নয়ন, সব প্রসঙ্গই তুলেছেন অভিষেক । বৃহস্পতিবার কথার পুনরাবৃত্তি করে এ দিনও তিনি জানিয়েছেন, তিনি চাইলে গতকাল আইনজীবী মারফত নথি পাঠিয়ে দিয়েই দায়িত্ব এড়াতে পারতেন । কিন্তু তিনি তা করেননি । বরং তিনি তদন্তে সহযোগিতা করতে চেয়েছেন ।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, বারবার নিজের অবস্থান বদলের মানুষ তিনি নন, তিন বছর আগে তিনি যেকথা বলেছেন, আজও একই কথা বলছেন । অভিষেকের কথায়, কয়লা কেলেঙ্কারিতে তাঁর বিরুদ্ধে কিছু না করতে পেরেই তাঁকে এবং তাঁর পরিবারকে নিয়োগ দুর্নীতি মামলায় হেনস্তা করার চেষ্টা হচ্ছে ।

আরও পড়ুন:

  1. 'আমার লুকোনোর কিছু নেই', 6000 পাতার রিপোর্ট জমা করে বললেন অভিষেক
  2. মহুয়ার সমর্থনে এগিয়ে এসে প্রতিহিংসার তত্ত্ব সামনে আনলেন অভিষেক
  3. বাংলায় দুর্গাপুজো হয় না বলেও উদ্বোধনে আসছেন, নাম না করে অমিত শাহকে নিশানা অভিষেকের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.