কলকাতা, 26 নভেম্বর : সংবিধান দিবস পালনের অনুষ্ঠানে মঙ্গলবার বিধানসভায় আমন্ত্রিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সেখানে তাঁর উদ্দেশে 'জয় বাংলা' ও 'জয় হিন্দ' স্লোগান দেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা ৷ বিধানসভার ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন ৷
বিধানসভার অধিবেশন কক্ষে আলোচনায় অংশ নেন রাজ্যপাল ৷ নিজের বক্তব্যও রাখেন ৷ তিনি যখন বিধানসভা থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন তৃণমূল বিধায়করা রাজ্যপালকে লক্ষ্য করে স্লোগান দেন ৷
রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত সর্বজনবিদিত । আজ বিধানসভায় সংবিধান দিবস পালন অধিবেশনেও তার অন্যথা হল না । রাজ্যপাল প্রথমে বিধানসভার বাইরে সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্মেদকরের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন । সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলেও তাঁর দিকে ফিরেও তাকাননি রাজ্যপাল ।
বিধানসভার অধিবেশন কক্ষে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের চেয়ারে বসে সংবিধান দিবস উপলক্ষে বক্তব্য রাখেন রাজ্যপাল । মোদি সরকারের প্রশংসাও করেন তিনি । বক্তব্যের কিছু জায়গায় রাজ্য সরকারের সমালোচনায় সরব হন । যা ভালোভাবে নিতে পারেননি বিধানসভার অধিবেশন কক্ষে সে সময় উপস্থিত তৃণমূল কংগ্রেসের বিধায়করা । বক্তব্য শেষের পর সবাইকে হাত জোর করে নমস্কার জানিয়ে বিধানসভার অধিবেশন কক্ষ ছাড়েন রাজ্যপাল । সেই সময় সৌজন্য দেখিয়ে বিধানসভার মূল ফটক পর্যন্ত রাজ্যপালকে এগিয়ে দেন মুখ্যমন্ত্রী ।
রাজ্যপাল অধিবেশন কক্ষ ছাড়ার সময় তৃণমূলের বিধায়কদের একাংশ 'জয় বাংলা' ও 'জয় হিন্দ' ধ্বনি দেন ।