ETV Bharat / state

TMC on Manipur Issue: মণিপুর নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে পারে তৃণমূল, প্রস্তুত বিজেপিও - তৃণমূল

তৃণমূল পরিষদীয় দলের সূত্রে খবর, বিধানসভায় মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব বা আলোচনার বিষয়ে দলের তরফে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি । তবে সম্ভাবনা একেবারেই উড়িয়েও দিচ্ছেন না তৃণমূল নেতৃত্ব । পাশাপাশি মানসিকভাবে প্রস্তুত রয়েছে বিজেপি পরিষদীয় দল ।

Etv Bharat
মণিপুর নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে পারে তৃণমূল
author img

By

Published : Jul 22, 2023, 9:40 PM IST

Updated : Jul 22, 2023, 10:58 PM IST

কলকাতা, 22 জুলাই: বিধানসভায় বাদল অধিবেশনে মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব আনতে পারে রাজ্যের শাসকদল তৃণমূল । যদিও তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি দলের অন্দরে। পাশাপাশি বিধানসভা সূত্রে খবর, আগামী মঙ্গলবার বিধানসভায় বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক হবে । মনে করা হচ্ছে সেই বৈঠকেই মণিপুর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে । একইসঙ্গে, যদি সিদ্ধান্ত গৃহীত হয় তবে অধিবেশনের আলোচ্য সূচিতে সেই বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হবে ওইদিনই । যদিও বিজেপি আদৌ এবিষয়ে কতটা সম্মতি জানাবে তা নিয়ে প্রশ্ন থাকছেই ।

এদিনই রাজভবনের তরফে বিধানসভার অধিবেশন নিয়ে সবুজ সংকেত মিলেছে । এরপরই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করে বিধানসভার অধ্যক্ষ জানান, আগামী সোমবার থেকে বিধানসভার বাদল অধিবেশন বসবে । কিন্তু এত তাড়াতাড়ি বিধায়ক এবং বিরোধীদলকে জানানো কী করে সম্ভব ? মাঝে মাত্র একদিন । তাও রবিবার । শনিবার বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা জানান, এখনও বিজেপির কাছে অধিবেশনের বিষয়ে বিধানসভার সচিবালয় বা অধ্যক্ষের দফতর থেকে কোনও তথ্য আসেনি । কিছুই জানানো হয়নি তাঁদের এমনই দাবি করেছেন মনোজ টিগ্গা।

অন্যদিকে, তৃণমূল পরিষদীয় দলের সূত্রে খবর, বিধানসভায় মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব বা আলোচনার বিষয়ে দলের তরফে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি । তবে সেই চিন্তা-ভাবনা যে দলের অন্দরে রয়েছে, সে বিষয়ে অবশ্য ইঙ্গিত দিয়েছেন পরিষদীয় দলের একাংশ । উল্লেখ্য, এদিন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়কে পাশে নিয়েই সাংবাদিক বৈঠক করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় । সেই সময়ই মণিপুর নিয়ে আলোচনা বা কোনও প্রস্তাব চলতি অধিবেশনে আনা হচ্ছে কি না, তা নিয়ে অধ্যক্ষকে প্রশ্ন করা হলেও, কোনও সদুত্তর তিনি দেননি । একই সঙ্গে, যেহেতু বিধানসভার বিজনেস নিয়ে কোনও সুনির্দিষ্ট নকশা এখনও তৈরি হয়নি, সেক্ষেত্রে এই মুহূর্তেই অধিবেশনের আলোচ্য সূচি নিয়ে কোনও প্রকাশ্যে মন্তব্য করতে চাননি শাসকদলের কেউই । তবে মঙ্গলবার এই চিত্রটি স্পষ্ট হবে বলেই জানাচ্ছে তৃণমূল ।

আরও পড়ুন: অধিবেশন শুরুর অনুমতি মিলতেই বিরোধীদের হাজির থাকার অনুরোধ স্পিকারের

তৃণমূল মণিপুর নিয়ে যাই ভাবুক, বিজেপি যে মানসিকভাবে প্রস্তুত তা মনোজ টিগ্গার কথা থেকেই স্পষ্ট । বিধানসভার অধিবেশন কবে থেকে বসছে তা তিনি জানেন না বলে দাবি করেও মনোজ জানান, শাসকদল যদি মণিপুর নিয়ে কোনও প্রস্তাব আনে বিধানসভায়, তবে তারাও পালটা বাংলার নারী নির্যাতনের প্রসঙ্গ উত্থাপন করবেন । তবে সবটাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করেই ঠিক করবে বিজেপি পরিষদীয় দল, এমনটাই জানিয়েছেন মনোজ টিজ্ঞা।

কলকাতা, 22 জুলাই: বিধানসভায় বাদল অধিবেশনে মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব আনতে পারে রাজ্যের শাসকদল তৃণমূল । যদিও তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি দলের অন্দরে। পাশাপাশি বিধানসভা সূত্রে খবর, আগামী মঙ্গলবার বিধানসভায় বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক হবে । মনে করা হচ্ছে সেই বৈঠকেই মণিপুর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে । একইসঙ্গে, যদি সিদ্ধান্ত গৃহীত হয় তবে অধিবেশনের আলোচ্য সূচিতে সেই বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হবে ওইদিনই । যদিও বিজেপি আদৌ এবিষয়ে কতটা সম্মতি জানাবে তা নিয়ে প্রশ্ন থাকছেই ।

এদিনই রাজভবনের তরফে বিধানসভার অধিবেশন নিয়ে সবুজ সংকেত মিলেছে । এরপরই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করে বিধানসভার অধ্যক্ষ জানান, আগামী সোমবার থেকে বিধানসভার বাদল অধিবেশন বসবে । কিন্তু এত তাড়াতাড়ি বিধায়ক এবং বিরোধীদলকে জানানো কী করে সম্ভব ? মাঝে মাত্র একদিন । তাও রবিবার । শনিবার বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা জানান, এখনও বিজেপির কাছে অধিবেশনের বিষয়ে বিধানসভার সচিবালয় বা অধ্যক্ষের দফতর থেকে কোনও তথ্য আসেনি । কিছুই জানানো হয়নি তাঁদের এমনই দাবি করেছেন মনোজ টিগ্গা।

অন্যদিকে, তৃণমূল পরিষদীয় দলের সূত্রে খবর, বিধানসভায় মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব বা আলোচনার বিষয়ে দলের তরফে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি । তবে সেই চিন্তা-ভাবনা যে দলের অন্দরে রয়েছে, সে বিষয়ে অবশ্য ইঙ্গিত দিয়েছেন পরিষদীয় দলের একাংশ । উল্লেখ্য, এদিন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়কে পাশে নিয়েই সাংবাদিক বৈঠক করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় । সেই সময়ই মণিপুর নিয়ে আলোচনা বা কোনও প্রস্তাব চলতি অধিবেশনে আনা হচ্ছে কি না, তা নিয়ে অধ্যক্ষকে প্রশ্ন করা হলেও, কোনও সদুত্তর তিনি দেননি । একই সঙ্গে, যেহেতু বিধানসভার বিজনেস নিয়ে কোনও সুনির্দিষ্ট নকশা এখনও তৈরি হয়নি, সেক্ষেত্রে এই মুহূর্তেই অধিবেশনের আলোচ্য সূচি নিয়ে কোনও প্রকাশ্যে মন্তব্য করতে চাননি শাসকদলের কেউই । তবে মঙ্গলবার এই চিত্রটি স্পষ্ট হবে বলেই জানাচ্ছে তৃণমূল ।

আরও পড়ুন: অধিবেশন শুরুর অনুমতি মিলতেই বিরোধীদের হাজির থাকার অনুরোধ স্পিকারের

তৃণমূল মণিপুর নিয়ে যাই ভাবুক, বিজেপি যে মানসিকভাবে প্রস্তুত তা মনোজ টিগ্গার কথা থেকেই স্পষ্ট । বিধানসভার অধিবেশন কবে থেকে বসছে তা তিনি জানেন না বলে দাবি করেও মনোজ জানান, শাসকদল যদি মণিপুর নিয়ে কোনও প্রস্তাব আনে বিধানসভায়, তবে তারাও পালটা বাংলার নারী নির্যাতনের প্রসঙ্গ উত্থাপন করবেন । তবে সবটাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করেই ঠিক করবে বিজেপি পরিষদীয় দল, এমনটাই জানিয়েছেন মনোজ টিজ্ঞা।

Last Updated : Jul 22, 2023, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.