ETV Bharat / state

By-Election : ভবানীপুরে ভোট বিমুখ জনতাকে বুথমুখী করতে নয়া কৌশল নিচ্ছে তৃণমূল - তৃণমূলের নতুন কৌশল

এবার নির্বাচনে অবাঙালি ভোটব্যাঙ্ককে নিয়ে আলাদা করে ভাবনা চিন্তা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । একইভাবে তিনি চাইছেন, দলের মহিলা কর্মীরা বহুতলগুলিতে গিয়ে বহুতলের বাসিন্দাদের ভোটকেন্দ্রমুখী করতে আগ্রহী করে তুলুন । এক্ষেত্রে নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন একথা বলতে চাইছে না দল । বরং তাঁরা বলবেন, আপনারা নিজের ভোটাধিকার প্রয়োগ করুন ।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Sep 15, 2021, 10:06 AM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর : অতীতে যা হয়নি তাই এবার করতে চাইছে তৃণমূল কংগ্রেস । নির্বাচন হোক বা উপনির্বাচন ৷ অভিজাত ফ্ল্যাটের বাসিন্দাদের একটা বড় অংশকে ভোটের লাইনে দাঁড় করানো যায়নি । আর সে কারণেই ভবানীপুরের সমস্ত ভোটে সব সময় সমস্যা কম পোলিং পার্সেন্টেজ ৷ এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস চাইছে সেই সংস্কৃতিতে বদল আনতে । আর তাই ফ্ল্যাট তথা বহুতলকে মাথায় রেখেই ভোট কৌশল ঠিক করছে তৃণমূল । যাতে এতদিনের কম পোলিং পার্সেন্টেজের বদনাম ঘোচানো যায় । শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস জানে যদি ভবানীপুর এলাকার সমস্ত বহুতলের বাসিন্দাদের ভোট কেন্দ্রমুখী করা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড মার্জিনে জয় সম্ভব । আর সে কারণেই তৃণমূল কংগ্রেসের মহিলা ব্রিগেডকে এই কাজের বিশেষ দায়িত্ব দিয়ে ময়দানে নামাচ্ছে তৃণমূল ।

এবার নির্বাচনে অবাঙালি ভোটব্যাঙ্ককে নিয়ে আলাদা করে ভাবনা চিন্তা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । তিনি নিজেই অবাঙালি ভোটারদের নিয়ে বৃহস্পতিবার সভা করবেন বলে খবর । একইভাবে তিনি চাইছেন, দলের মহিলা কর্মীরা বহুতলগুলিতে গিয়ে বহুতলের বাসিন্দাদের ভোটকেন্দ্রমুখী করতে আগ্রহী করে তুলুন । এক্ষেত্রে নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন একথা বলতে চাইছে না দল । বরং তাঁরা বলবেন, আপনারা নিজের ভোটাধিকার প্রয়োগ করুন ।

তৃণমূলের কৌশল অনুযায়ী, দলের মহিলা ব্রিগেডকে এই বহুতলগুলিতে পাঠাবে তারা ৷ একএকটি দলে থাকবেন পাঁচজন করে মহিলা কর্মী ৷ বহুতলগুলির বাসিন্দারা সরকারি সব প্রকল্পের সুবিধা পেয়েছেন কি না, তা জানার চেষ্টা করবেন ওই মহিলারা ৷ বাসিন্দাদের অভাব অভিযোগও শুনবেন তাঁরা ৷ তৃণমূল সূত্রে খবর, শুধু বিধানসভা নির্বাচন নয়, আগামী দিনে পুরভোটেও এই তথ্যগুলি ব্যবহার করতে পারবে শাসকদল ৷

আরও পড়ুন, Bhabanipur By-Election : চাই রেকর্ড ব্যবধান, ভবানীপুরে অবাঙালি ভোটব্যাঙ্কে বাড়তি নজর তৃণমূলের

রাজ্য তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতৃত্বের কথায়, "নির্বাচন আমাদের জন্যে নতুন কিছু নয় । বরং অন্য রাজনৈতিক দলগুলির থেকে এক্ষেত্রে শাসকদল অনেক ভাল অবস্থায় আছে । আর ভবানীপুরের ক্ষেত্রে যেটা বরাবরের সমস্যা এখানে একটা বড় সংখ্যক মানুষ যে কোনও নির্বাচনেই ভোটদান প্রক্রিয়াকে এড়িয়ে যান । আমরা চাইছি, তাদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলতে । যাতে তারা ভোটদান কেন্দ্রে আসতে আগ্রহী হন । তারপর তাদের মতো করে ভোট দেবেন ৷ তাতে আমাদের কিছু বক্তব্য নেই ।

দলের আরেক শীর্ষ নেতা সুখেন্দু শেখর রায় বলেন, "ঠিক যেভাবে দুয়ারে সরকার চলছে, সেভাবেই মানুষের দুয়ারে দুয়ারে যাবে আমাদের দল ৷ মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলি শুরু করেছেন, যেগুলি চালু হবে, সেগুলি সম্পর্কে মানুষকে জানাবেন তাঁরা ৷ দুয়ারে তৃণমূলই নির্বাচনে আমাদের প্রচারে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে ৷"

আরও পড়ুন, Mamata Banerjee : মমতার বিরুদ্ধে হলফনামায় তথ্যগোপনের অভিযোগে কমিশনের দ্বারস্থ বিজেপি

ভবানীপুর বিধানসভা নির্বাচনের বিচারক মণ্ডলীর মধ্যে অন্যতম কার্তিক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মমতা যেখানে ঘরের মেয়ে সেখানে আলাদা করে প্রচারের কিছু নেই । এক্ষেত্রে মানুষের কাছে পৌঁছে সরকার বিগত সময় কী উন্নয়ন করেছে সেটা তুলে ধরার চেষ্টা করছি আমরা ৷ এই উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবেন । সেক্ষেত্রে আমরা জনতার রায় মাথা পেতে নেব । তিনি আরও জানান, এক্ষেত্রে সাধারণ নেতা-মন্ত্রীরা যেমন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন, একইভাবে দলের কর্মী সমর্থকদের নিয়ে ছোট ছোট পথসভা করা হবে । এমন কিছু পথসভায় উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অতএব এটা ভাবনার কারণ নেই, জিতে গেছি ভেবে আমরা চুপ করে বসে থাকব । বরং আমরা চাইব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের মার্জিনকে আরও বাড়িয়ে নিতে ।

কলকাতা, 15 সেপ্টেম্বর : অতীতে যা হয়নি তাই এবার করতে চাইছে তৃণমূল কংগ্রেস । নির্বাচন হোক বা উপনির্বাচন ৷ অভিজাত ফ্ল্যাটের বাসিন্দাদের একটা বড় অংশকে ভোটের লাইনে দাঁড় করানো যায়নি । আর সে কারণেই ভবানীপুরের সমস্ত ভোটে সব সময় সমস্যা কম পোলিং পার্সেন্টেজ ৷ এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস চাইছে সেই সংস্কৃতিতে বদল আনতে । আর তাই ফ্ল্যাট তথা বহুতলকে মাথায় রেখেই ভোট কৌশল ঠিক করছে তৃণমূল । যাতে এতদিনের কম পোলিং পার্সেন্টেজের বদনাম ঘোচানো যায় । শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস জানে যদি ভবানীপুর এলাকার সমস্ত বহুতলের বাসিন্দাদের ভোট কেন্দ্রমুখী করা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড মার্জিনে জয় সম্ভব । আর সে কারণেই তৃণমূল কংগ্রেসের মহিলা ব্রিগেডকে এই কাজের বিশেষ দায়িত্ব দিয়ে ময়দানে নামাচ্ছে তৃণমূল ।

এবার নির্বাচনে অবাঙালি ভোটব্যাঙ্ককে নিয়ে আলাদা করে ভাবনা চিন্তা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । তিনি নিজেই অবাঙালি ভোটারদের নিয়ে বৃহস্পতিবার সভা করবেন বলে খবর । একইভাবে তিনি চাইছেন, দলের মহিলা কর্মীরা বহুতলগুলিতে গিয়ে বহুতলের বাসিন্দাদের ভোটকেন্দ্রমুখী করতে আগ্রহী করে তুলুন । এক্ষেত্রে নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন একথা বলতে চাইছে না দল । বরং তাঁরা বলবেন, আপনারা নিজের ভোটাধিকার প্রয়োগ করুন ।

তৃণমূলের কৌশল অনুযায়ী, দলের মহিলা ব্রিগেডকে এই বহুতলগুলিতে পাঠাবে তারা ৷ একএকটি দলে থাকবেন পাঁচজন করে মহিলা কর্মী ৷ বহুতলগুলির বাসিন্দারা সরকারি সব প্রকল্পের সুবিধা পেয়েছেন কি না, তা জানার চেষ্টা করবেন ওই মহিলারা ৷ বাসিন্দাদের অভাব অভিযোগও শুনবেন তাঁরা ৷ তৃণমূল সূত্রে খবর, শুধু বিধানসভা নির্বাচন নয়, আগামী দিনে পুরভোটেও এই তথ্যগুলি ব্যবহার করতে পারবে শাসকদল ৷

আরও পড়ুন, Bhabanipur By-Election : চাই রেকর্ড ব্যবধান, ভবানীপুরে অবাঙালি ভোটব্যাঙ্কে বাড়তি নজর তৃণমূলের

রাজ্য তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতৃত্বের কথায়, "নির্বাচন আমাদের জন্যে নতুন কিছু নয় । বরং অন্য রাজনৈতিক দলগুলির থেকে এক্ষেত্রে শাসকদল অনেক ভাল অবস্থায় আছে । আর ভবানীপুরের ক্ষেত্রে যেটা বরাবরের সমস্যা এখানে একটা বড় সংখ্যক মানুষ যে কোনও নির্বাচনেই ভোটদান প্রক্রিয়াকে এড়িয়ে যান । আমরা চাইছি, তাদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলতে । যাতে তারা ভোটদান কেন্দ্রে আসতে আগ্রহী হন । তারপর তাদের মতো করে ভোট দেবেন ৷ তাতে আমাদের কিছু বক্তব্য নেই ।

দলের আরেক শীর্ষ নেতা সুখেন্দু শেখর রায় বলেন, "ঠিক যেভাবে দুয়ারে সরকার চলছে, সেভাবেই মানুষের দুয়ারে দুয়ারে যাবে আমাদের দল ৷ মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলি শুরু করেছেন, যেগুলি চালু হবে, সেগুলি সম্পর্কে মানুষকে জানাবেন তাঁরা ৷ দুয়ারে তৃণমূলই নির্বাচনে আমাদের প্রচারে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে ৷"

আরও পড়ুন, Mamata Banerjee : মমতার বিরুদ্ধে হলফনামায় তথ্যগোপনের অভিযোগে কমিশনের দ্বারস্থ বিজেপি

ভবানীপুর বিধানসভা নির্বাচনের বিচারক মণ্ডলীর মধ্যে অন্যতম কার্তিক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মমতা যেখানে ঘরের মেয়ে সেখানে আলাদা করে প্রচারের কিছু নেই । এক্ষেত্রে মানুষের কাছে পৌঁছে সরকার বিগত সময় কী উন্নয়ন করেছে সেটা তুলে ধরার চেষ্টা করছি আমরা ৷ এই উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবেন । সেক্ষেত্রে আমরা জনতার রায় মাথা পেতে নেব । তিনি আরও জানান, এক্ষেত্রে সাধারণ নেতা-মন্ত্রীরা যেমন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন, একইভাবে দলের কর্মী সমর্থকদের নিয়ে ছোট ছোট পথসভা করা হবে । এমন কিছু পথসভায় উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অতএব এটা ভাবনার কারণ নেই, জিতে গেছি ভেবে আমরা চুপ করে বসে থাকব । বরং আমরা চাইব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের মার্জিনকে আরও বাড়িয়ে নিতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.