কলকাতা, 14 এপ্রিল : রাজ্যে নারী নির্যাতন নিয়ে বৃহস্পতিবার সৌগত রায়ের বক্তব্য এই ইস্যুতে চলতি বিতর্কে নয়া মাত্রা যোগ করেছে ৷ রাজনৈতিক মহলের মতে, বর্ষীয়ান তৃণমূল সাংসদের এই মন্তব্যে একদিকে তৃণমূল যেমন অস্বস্তিতে পড়েছে, তেমনই নয়া অস্ত্র পেয়ে গিয়েছে বিরোধীরা ৷ বৃহস্পতিবার দক্ষিণেশ্বরে এক কর্মসূচিতে যোগ দিয়ে সৌগত রায় বলেন, ‘‘যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে একটাও যদি ঘটনা ঘটে, সেটা আমাদের পক্ষে খুব লজ্জার হবে ৷’’ তাঁর এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷
সৌগত রায়ের এই মন্তব্যকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা ৷ আর এই পরিস্থিতিতে তৃণমূলের অন্যান্য নেতা-নেত্রীরা তাঁর মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করতে শুরু করেছেন (TMC leaders disagree with saugata roys comment on hanskhali rape) ৷ সেই তালিকায় রয়েছেন শতাব্দী রায়, কুণাল ঘোষ, জয়প্রকাশ মজুমদারের মতো নেতা-নেত্রীরা ৷ এদিন এসএসকেএম হাসপাতালে বীরভূমের জেলে তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে দেখতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় ৷ সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, "নির্যাতনের ঘটনা নারী-পুরুষ বিভেদ করার বিষয় নয় ৷ এ ধরনের যেকোনও ঘটনাই লজ্জার, অবশ্যই দুঃখজনক ।" শতাব্দী মনে করেন, নারী নির্যাতনের ঘটনার নিন্দা করতে গিয়ে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে জড়ানো ঠিক নয় । সৌগত রায়ের মন্তব্য প্রসঙ্গে তিনি পাল্টা প্রশ্ন তোলেন, "মহিলা মুখ্যমন্ত্রী কি চেয়েছেন এটা? কোনও সরকার, কোনও মন্ত্রী কি চাইবে এটা ? মানবিকতার খাতিরে কেউ চাইবে না এই ঘটনা । কোথাও চাইব না এমন ঘটনা ঘটুক । এটা লজ্জার, দুঃখের এবং কষ্টের ৷"
আরও পড়ুন : মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে একটি নারী নির্যাতনও লজ্জার, 'বেসুরো' সৌগতর মন্তব্যে তোলপাড়
তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এই প্রসঙ্গে বলতে গিয়ে পাল্টা আক্রমণের সুর চড়িয়েছেন ৷ তিনি বলেছেন, "বলছেন মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে নারী নির্যাতন লজ্জার । তাহলে কি পুরুষ মুখ্যমন্ত্রীর রাজ্যে নারী নির্যাতন সমর্থনযোগ্য? আসলে নারী নির্যাতন একটা সামাজিক ব্যাধি । আমার মনে হয় কোনও মুখ্যমন্ত্রী একে সমর্থন করবেন না ।" সৌগত রায়ের এদিনের মন্তব্য ও তার প্রেক্ষিতে বিরোধীদের সমালোচনার বিরোধিতার সুর শোনা গিয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষেও মুখেও ৷ তাঁর কথায়, "মুখ্যমন্ত্রীকে এই ধরনের ঘটনার সঙ্গে জড়িয়ে আক্রমণ করা অবাঞ্ছিত । কারণ কোনও মুখ্যমন্ত্রী এ ধরনের ঘটনাকে সমর্থন করেন বলে আমি মনে করি না । বাংলার মুখ্যমন্ত্রী বারবারই এই ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন । কাজেই তাকে এভাবে আক্রমণ বোধহয় উচিত নয় ।"
তৃণমূল কংগ্রেসের নেতারা যখন এই কথা বলছেন ঠিক তখন যথারীতি ভিন্ন সুর শোনা গিয়েছে বিরোধীদের মুখে ৷ সৌগত রায়কে সমর্থন করেছে বিজেপি ও সিপিএম ৷ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে বলেন, "সঠিক কথা বলেছেন দমদমের সাংসদ । কিন্তু নিজে যেটা মনে করেন সে কথা তিনি কেন কালিঘাটে গিয়ে বলছেন না ।" অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "প্রতিদিন একের পর এক ঘটনায় রাজ্য সরকারের সম্মান ধুলোয় মিশে যাচ্ছে । এক্ষেত্রে সৌগত রায় সবকিছু বুঝেও দলনেত্রীকে বলতে পারছেন না । এটাই তৃণমূল থাকা নেতাদের জন্য সবথেকে বড় পরিহাসের বিষয় ৷"