কলকাতা, 16 অক্টোবর: পশ্চিমবঙ্গে পরিবর্তনের জন্য সর্বশক্তি প্রয়োগ করার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ কিন্তু অমিত শাহের এই হুঁশিয়ারিকে ‘আত্মঘাতী পরিবর্তনের ডাক’ বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷
সোমবার তিনি বলেন, "আত্মঘাতী পরিবর্তনের ডাক দিয়েছেন অমিত শাহ । তিনি নিজের সরকারেরই পরিবর্তন চাইছেন । কারণ, সামনে লোকসভা ভোট । সামনে কোনও পঞ্চায়েত, পৌরসভা বা বিধানসভার ভোট নেই বাংলায় । সার্বিকভাবে ইন্ডিয়া জোটের কাছে বিজেপি যে পরাজিত হবে, তা আগে থেকেই বুঝতে পেরে অমিত শাহ এরকম আত্মঘাতী পরিবর্তনের ডাক দিয়েছেন । তিনি বুঝেছেন এটাই বড় ব্যাপার ।"
উল্লেখ্য, এ দিন ঝটিকা সফরে কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর উদ্বোধন করতেই তিনি এ দিন কলকাতায় এসেছিলেন ৷ ওই পুজোর থিম এবার রামমন্দির৷ উদ্বোধনের আগে সংক্ষিপ্ত ভাষণে অমিত শাহ জানান, তিনি কোনও রাজনৈতিক বার্তা দিতে আসেননি ৷ তার পরও রাজনীতির কথা শোনা যায় তাঁর ভাষণে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘কোনও রাজনীতির কথা বলতে আসিনি ৷ পশ্চিমবঙ্গে আসব, রাজনীতির কথা বলব ৷ পরিবর্তন করার সবরকম চেষ্টা করব ৷’’
একই সঙ্গে পশ্চিমবঙ্গে চলা দুর্নীতির কথাও উল্লেখ করেছেন তিনি ৷ অমিত শাহ বলেন, ‘‘বাংলার থেকে দুর্নীতি, অন্যায়, অত্যাচার দ্রুত শেষ হোক ৷ এই শক্তি মা দিন, এই প্রার্থনা করব ৷’’
অমিত শাহ যখন দুর্গাপুজোর উদ্বোধনে ব্যস্ত, সেই সময় রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ৷ প্রায় 35 মিনিট তিনি রাজভবনে ছিলেন ৷ সেই সাক্ষাৎ সেরে বের হওয়ার সময় তাঁর কাছে অমিত শাহের মন্তব্যের প্রতিক্রিয়া চাওয়া হয় ৷ তখনই তিনি আত্মঘাতী পরিবর্তনের তত্ত্ব তুলে ধরেন ৷
আরও পড়ুন: দশভূজার কাছে বাংলাকে দুর্নীতিমুক্ত করার আশীর্বাদ-প্রার্থী শাহ, ‘রামমন্দিরের’ উদ্বোধনে অমিত-বার্তা