ETV Bharat / state

কর্ণাটক ‘ব্যান’ করলেও বাংলায় রমরমা ! স্যালাইন কাণ্ডে কাঠগড়ায় সরকার - DOCTOR FORUM SLAMS WB GOVT

পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের এলআর স্যালাইনের উপর ‘নিষেধাজ্ঞা’ জারি করেছিল কর্ণাটক সরকার ৷ অথচ পশ্চিমবঙ্গে তারই রমরমা ব্যবহার হয়েছে ৷ স্বাস্থ্য দফতরকে কাঠগড়ায় তুললেন চিকিৎসকরা ।

Doctor Forum Blame WB State Government
স্যালাইন কাণ্ডে কাঠগড়ায় সরকার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2025, 5:47 PM IST

Updated : Jan 14, 2025, 8:12 PM IST

শিলিগুড়ি, 14 জানুয়ারি: পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ । একই সঙ্গে, মাস কয়েক আগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অভিযুক্ত সংস্থার স্যালাইন ব্যবহার করায় প্রসূতি মৃত্যুর অভিযোগ করলেন খোদ হাসপাতালেরই চিকিৎসক ও প্রাক্তনীরা । ওই বিষাক্ত স্যালাইন ব্যবহার করায় রাজ্য স্বাস্থ্য দফতরকে কাঠগড়ায় তুলল জুনিয়র ডাক্তারদের ফোরামও ।

মেদিনীপুরে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন রিংগার ল্যাকটেট ব্যবহার করায় এক প্রসূতির মৃত্যু হয় । পাশাপাশি দু'জন প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে । ওই ঘটনার পরই তোলপাড় রাজ্য-রাজনীতি । এবার একই অভিযোগ উঠল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধেও ।

স্যালাইন কাণ্ডে কাঠগড়ায় সরকার (ইটিভি ভারত)

এদিন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ । মঙ্গলবার শিলিগুড়ি থানায় ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি । তিনি বলেন, ‘‘এই সংস্থাকে যখন অন্য আরেকটি রাজ্য কালো তালিকাভুক্ত করেছিল, তাহলে কেন এই রাজ্যের সরকার ওই সংস্থার স্যালাইন ব্যবহার করছিল । এই ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে । ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য দফতরের আধিকারিক ও অধিকর্তাদের তদন্তের আওতায় আনা উচিত ।’’ শুধু তাই নয়, ওই ঘটনায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি করেন তিনি ।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগের চিকিৎসক তথা প্রাক্তন ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, ‘‘গত বছর মার্চ ও এপ্রিল মাস নাগাদ আচমকা পাঁচ প্রসূতির মৃত্যু হয় । সেইসময় আমরা আশঙ্কা করে ওই এলআর পরিবর্তন করি । তাতে ভালো ফল মেলে । বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য দফতরকে জানানো হয় । এরপর এলআর ব্যবহার বন্ধ করে সাধারণ স্যালাইন চালু করা হয় ।’’

ঘটনায় সরব হয়েছেন হাসপাতালের প্রাক্তনী শহরিয়ার আলমও । তিনি বলেন, ‘‘কর্ণাটক সরকার ওই সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে । সেটা জেনেও এই রাজ্যে ওই সংস্থার স্যালাইন ব্যবহার করা হয়েছে । আমরা খবর পেয়েছি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও ওই স্যালাইন ব্যবহার করায় রোগীদের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে ।’’

জুনিয়র ডাক্তার ফোরামের অনিকেত মাহাতো বলেন, ‘‘মেদিনীপুরের এই ঘটনার পর আজকে সব প্রকাশ্যে এসেছে । কিন্তু তদন্ত করলে দেখা যাবে রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজেও একই ঘটনা ঘটেছে । আমরা চাই ওই সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করার পাশাপাশি স্বাস্থ্য দফতরের আধিকারিকদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হোক ।’’

আরও পড়ুন

শিলিগুড়ি, 14 জানুয়ারি: পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ । একই সঙ্গে, মাস কয়েক আগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অভিযুক্ত সংস্থার স্যালাইন ব্যবহার করায় প্রসূতি মৃত্যুর অভিযোগ করলেন খোদ হাসপাতালেরই চিকিৎসক ও প্রাক্তনীরা । ওই বিষাক্ত স্যালাইন ব্যবহার করায় রাজ্য স্বাস্থ্য দফতরকে কাঠগড়ায় তুলল জুনিয়র ডাক্তারদের ফোরামও ।

মেদিনীপুরে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন রিংগার ল্যাকটেট ব্যবহার করায় এক প্রসূতির মৃত্যু হয় । পাশাপাশি দু'জন প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে । ওই ঘটনার পরই তোলপাড় রাজ্য-রাজনীতি । এবার একই অভিযোগ উঠল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধেও ।

স্যালাইন কাণ্ডে কাঠগড়ায় সরকার (ইটিভি ভারত)

এদিন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ । মঙ্গলবার শিলিগুড়ি থানায় ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি । তিনি বলেন, ‘‘এই সংস্থাকে যখন অন্য আরেকটি রাজ্য কালো তালিকাভুক্ত করেছিল, তাহলে কেন এই রাজ্যের সরকার ওই সংস্থার স্যালাইন ব্যবহার করছিল । এই ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে । ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য দফতরের আধিকারিক ও অধিকর্তাদের তদন্তের আওতায় আনা উচিত ।’’ শুধু তাই নয়, ওই ঘটনায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি করেন তিনি ।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগের চিকিৎসক তথা প্রাক্তন ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, ‘‘গত বছর মার্চ ও এপ্রিল মাস নাগাদ আচমকা পাঁচ প্রসূতির মৃত্যু হয় । সেইসময় আমরা আশঙ্কা করে ওই এলআর পরিবর্তন করি । তাতে ভালো ফল মেলে । বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য দফতরকে জানানো হয় । এরপর এলআর ব্যবহার বন্ধ করে সাধারণ স্যালাইন চালু করা হয় ।’’

ঘটনায় সরব হয়েছেন হাসপাতালের প্রাক্তনী শহরিয়ার আলমও । তিনি বলেন, ‘‘কর্ণাটক সরকার ওই সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে । সেটা জেনেও এই রাজ্যে ওই সংস্থার স্যালাইন ব্যবহার করা হয়েছে । আমরা খবর পেয়েছি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও ওই স্যালাইন ব্যবহার করায় রোগীদের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে ।’’

জুনিয়র ডাক্তার ফোরামের অনিকেত মাহাতো বলেন, ‘‘মেদিনীপুরের এই ঘটনার পর আজকে সব প্রকাশ্যে এসেছে । কিন্তু তদন্ত করলে দেখা যাবে রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজেও একই ঘটনা ঘটেছে । আমরা চাই ওই সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করার পাশাপাশি স্বাস্থ্য দফতরের আধিকারিকদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হোক ।’’

আরও পড়ুন

Last Updated : Jan 14, 2025, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.