ETV Bharat / state

ধর্ষণের অভিযোগে গ্রেফতার জলপাইগুড়ির রাজগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর - SUB INSPECTOR ACCUSED OF RAPE

এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে ৷ এদিকে নির্যাতিতার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি অভিযোগ রয়েছে এবং তদন্ত চলছে ৷

SI arrested in Jalpaiguri
জলপাইগুড়িতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এসআই (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2025, 6:09 PM IST

জলপাইগুড়ি, 14 জানুয়ারি: ধর্ষণের অভিযোগে জলপাইগুড়ির রাজগঞ্জ থানায় গ্রেফতার হলেন এক সাব-ইন্সপেক্টর ৷ তিনি অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ৷ ধর্ষণের অভিযোগে পুলিশ আধিকারিকের গ্রেফতার হওয়ার ঘটনায় পুলিশ মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৷

অভিযুক্ত এসআই-কে গ্রেফতার করে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠায় জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ ৷ অভিযুক্ত এসআই-এর বিরুদ্ধে মহিলা থানার পুলিশ বিএনএস-এর 351(2), 64(2) ধারায় মামলা রুজু করেছে ৷

অভিযোগ, গত 10 ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় রাজগঞ্জ থানা-সংলগ্ন ভাড়া বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ করেন অভিযুক্ত রাজগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর ৷ ওই নির্যাতিতা মহিলা শিলিগুড়ির বাসিন্দা ৷ শনিবার গভীর রাতে শিলিগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা ৷ ধর্ষণের অভিযোগের ঘটনাটি জলপাইগুড়ি জেলার অন্তর্গত, তাই শিলিগুড়ি মহিলা থানা অভিযোগটি গ্রহণ করে জলপাইগুড়ি জেলার মহিলা থানাকে পাঠিয়ে দেয় ৷

এরপর জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত এসআই-কে গ্রেফতার করে ৷ আজ অভিযুক্তকে আদালতে তোলা হয় ৷ এদিকে শিলিগুড়ির নির্যাতিতার আইনজীবী সন্দীপ মণ্ডল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেন, পুলিশ নির্যাতিতা মহিলাকে হেনস্থা করেছে ৷

অভিযোগ, "একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে আমার মক্কেলকে হেনস্থা করা হয়েছে ৷ পুলিশ অফিসার আমার মক্কেলকে রাজগঞ্জ থানায় ডেকে পাঠান এবং তার পরে তাঁর ভাড়াবাড়িতে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেন ৷ আমরা অভিযুক্ত এসআই-এর শাস্তি চাই ৷" এদিকে পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী নির্যাতিতা মহিলার বিরুদ্ধে এর আগেও বেশ কিছু অভিযোগ উঠেছে ৷ সেই মামলাগুলির তদন্ত চলছে ৷ এদিকে এদিন আদালতে তোলার সময় অভিযুক্ত এসআই নিজেকে নির্দোষ বলে দাবি করেন ৷

জলপাইগুড়ি, 14 জানুয়ারি: ধর্ষণের অভিযোগে জলপাইগুড়ির রাজগঞ্জ থানায় গ্রেফতার হলেন এক সাব-ইন্সপেক্টর ৷ তিনি অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ৷ ধর্ষণের অভিযোগে পুলিশ আধিকারিকের গ্রেফতার হওয়ার ঘটনায় পুলিশ মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৷

অভিযুক্ত এসআই-কে গ্রেফতার করে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠায় জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ ৷ অভিযুক্ত এসআই-এর বিরুদ্ধে মহিলা থানার পুলিশ বিএনএস-এর 351(2), 64(2) ধারায় মামলা রুজু করেছে ৷

অভিযোগ, গত 10 ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় রাজগঞ্জ থানা-সংলগ্ন ভাড়া বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ করেন অভিযুক্ত রাজগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর ৷ ওই নির্যাতিতা মহিলা শিলিগুড়ির বাসিন্দা ৷ শনিবার গভীর রাতে শিলিগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা ৷ ধর্ষণের অভিযোগের ঘটনাটি জলপাইগুড়ি জেলার অন্তর্গত, তাই শিলিগুড়ি মহিলা থানা অভিযোগটি গ্রহণ করে জলপাইগুড়ি জেলার মহিলা থানাকে পাঠিয়ে দেয় ৷

এরপর জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত এসআই-কে গ্রেফতার করে ৷ আজ অভিযুক্তকে আদালতে তোলা হয় ৷ এদিকে শিলিগুড়ির নির্যাতিতার আইনজীবী সন্দীপ মণ্ডল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেন, পুলিশ নির্যাতিতা মহিলাকে হেনস্থা করেছে ৷

অভিযোগ, "একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে আমার মক্কেলকে হেনস্থা করা হয়েছে ৷ পুলিশ অফিসার আমার মক্কেলকে রাজগঞ্জ থানায় ডেকে পাঠান এবং তার পরে তাঁর ভাড়াবাড়িতে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেন ৷ আমরা অভিযুক্ত এসআই-এর শাস্তি চাই ৷" এদিকে পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী নির্যাতিতা মহিলার বিরুদ্ধে এর আগেও বেশ কিছু অভিযোগ উঠেছে ৷ সেই মামলাগুলির তদন্ত চলছে ৷ এদিকে এদিন আদালতে তোলার সময় অভিযুক্ত এসআই নিজেকে নির্দোষ বলে দাবি করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.