ETV Bharat / state

পৌরনিগম অভিযানে অসুস্থ যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকার, ভরতি হাসপাতালে - Tmc leader Debojit Sarkar injured due to bjp agitation towards Kolkata Municipal corporation

পৌরনিগম অভিযান চলাকালীন BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার গুরুতর অসুস্থ হয়ে ভরতি হলেন হাসপাতালে ৷ আজ কলকাতা পৌরনিগমে যুব মোর্চা অভিযান করে । পুলিশ তখন জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে । এর জেরে অসুস্থ হয়ে পড়েন দেবজিৎ ৷

পৌরনিগম অভিযানে সংঘর্ষে জখম তৃণমূলের যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকার
author img

By

Published : Nov 13, 2019, 8:01 PM IST

কলকাতা, 13 নভেম্বর : আন্দোলন চলাকালীন BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার গুরুতর অসুস্থ হয়ে ভরতি হলেন হাসপাতালে ৷ আজ কলকাতা পৌরনিগমে যুব মোর্চা অভিযান করে । পুলিশ তখন জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে । এর জেরে অসুস্থ হয়ে পড়েন দেবজিৎ ৷ তাঁকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ দেওয়া হয়েছে অক্সিজেন ৷

হাসপাতাল সূত্রে খবর, দেবজিৎকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় ৷ স্পেশাল কেবিনে রেখে তাঁর চিকিৎসা চলছে ৷

এই সংক্রান্ত খবর : BJP-র পৌরনিগম অভিযান ঘিরে ধুন্ধুমার, আটক একাধিক নেতা

আজ যুব মোর্চার পৌরনিগম অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে ৷ চাঁদনি চকে ব্যারিকেড করে BJP ও যুবমোর্চার কর্মীদের আটকায় পুলিশ ৷ আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পালটা জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে তাঁদের আটকানোর চেষ্টা করে পুলিশ ৷ এর জেরে দেবজিৎ অসুস্থ হয়ে পড়েন । BJP-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় জখম হন ৷ তাঁদের পুলিশ আটক করে ৷

ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থ কলকাতা পৌরনিগম, এই অভিযোগ তুলে আজ পৌরনিগম অভিযান চালায় যুব মোর্চা ৷ কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে যুব মোর্চা পৌরনিগম অভিযান করে ৷

কলকাতা, 13 নভেম্বর : আন্দোলন চলাকালীন BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার গুরুতর অসুস্থ হয়ে ভরতি হলেন হাসপাতালে ৷ আজ কলকাতা পৌরনিগমে যুব মোর্চা অভিযান করে । পুলিশ তখন জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে । এর জেরে অসুস্থ হয়ে পড়েন দেবজিৎ ৷ তাঁকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ দেওয়া হয়েছে অক্সিজেন ৷

হাসপাতাল সূত্রে খবর, দেবজিৎকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় ৷ স্পেশাল কেবিনে রেখে তাঁর চিকিৎসা চলছে ৷

এই সংক্রান্ত খবর : BJP-র পৌরনিগম অভিযান ঘিরে ধুন্ধুমার, আটক একাধিক নেতা

আজ যুব মোর্চার পৌরনিগম অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে ৷ চাঁদনি চকে ব্যারিকেড করে BJP ও যুবমোর্চার কর্মীদের আটকায় পুলিশ ৷ আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পালটা জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে তাঁদের আটকানোর চেষ্টা করে পুলিশ ৷ এর জেরে দেবজিৎ অসুস্থ হয়ে পড়েন । BJP-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় জখম হন ৷ তাঁদের পুলিশ আটক করে ৷

ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থ কলকাতা পৌরনিগম, এই অভিযোগ তুলে আজ পৌরনিগম অভিযান চালায় যুব মোর্চা ৷ কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে যুব মোর্চা পৌরনিগম অভিযান করে ৷

Intro:অসুস্থ্য বিজেপি রাজ্য সভাপতি দেবজিৎ সরকার। আজ কলকাতা পৌরনিগম অভিযান জলকামান ও টি আর গ্যাসে অসুস্থ্য হয়ে পরেন তিনি। তাকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খব, তার অবস্থা অশঙ্কাজনক। তাকে স্পেশাল কেবিনে রাখা হয়েছে। তবে তার ঞ্জান হারিয়ে গিয়েছে। Body:স্টোরিConclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.