ETV Bharat / state

TMC Plan for Nagaland : নাগাল্যান্ডে সংগঠন তৈরির চেষ্টায় তৃণমূল, জল্পনায় 12 বিধায়কের নাম - নাগাল্যান্ডে সংগঠন তৈরির চেষ্টায় তৃণমূল, জল্পনায় 12 বিধায়কের নাম

নাগাল্যান্ডে সংগঠন তৈরির চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস (tmc is planning to mark its presence in nagaland) ৷ জল্পনায় রয়েছে সেখানকার 12 জন বিধায়কের নামও ৷

TMC Plan for Nagaland
নাগাল্যান্ডে সংগঠন তৈরির চেষ্টায় তৃণমূল
author img

By

Published : Dec 6, 2021, 8:14 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর : মেঘালয়ে পর এবার তৃণমূলের নজর উত্তর-পূর্বের আরেক রাজ্য নাগাল্যান্ড ৷ সূত্রের খবর, নাগাল্যান্ডে এবার সংগঠন তৈরির চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস (tmc is planning to mark its presence in nagaland) ৷ জল্পনায় রয়েছে সেখানকার 12 জন বিধায়কের নামও ৷ যদিও এই জল্পনা খারিজ করে দিয়েছে বিজেপি ৷

রাজনৈতিকমহলে জল্পনা, তৃণমূলের নজর রয়েছে নাগাল্যান্ডের 12 জন বিধায়কের উপর ৷ তাঁরা বর্তমানে সেখানে ক্ষমতাসীন জোটের অংশ ৷ এই 12 বিধায়কের সঙ্গে নাকি গোপনে কথা চালাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর ৷ যদিও প্রকাশ্যেই নিয়ে কেউ মুখ খুলতে নারাজ। তবে তৃণমূলের তরফে নাগাল্যান্ডের মতো উত্তর-পূর্বের রাজ্যে নিজেদের শক্তি বৃদ্ধির চেষ্টা যে করা হচ্ছে সে কথা একরকম স্বীকার করে নেওয়া হয়েছে ৷ সোমবার এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব এই সংগঠন বিস্তারের পরিকল্পনার কথা স্বীকার করেছেন ৷ তবে তৃণমূলে যোগ দেওয়ার তালিকায় কোন কোন বিধায়ক আছেন, সে বিষয়ে তিনি কিছু বলেননি ৷

আরও পড়ুন : Nagaland Civilian Deaths : নাগাল্যান্ড গণহত্যার জন্য অমিত-রাজনাথকেই দায়ী করলেন সুস্মিতা

অসম, ত্রিপুরা, মেঘালয়ের পর এবার নাগাল্যান্ডেও নিজেদের উপস্থিতি জাহির করতে চাইছে তৃণমূল নেতৃত্ব। নাগাল্যান্ড বিজেপির একটি সূত্র বলছে, শাসক দল হলেও জোট সরকারের আভ্যন্তরীণ বোঝাপড়ার অভাব ও দলীয় শীর্ষ নেতৃত্বের বক্তব্যকে গুরুত্ব না দেওয়ায় দলের অন্দরে ক্ষোভের পরিবেশ তৈরি করেছে ৷ সম্ভবত সে কারণেই নাগাল্যান্ডের ক্ষমতাসীন জোটের বিধায়কদের একাংশ যোগাযোগ রাখছেন তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে ৷ এমনকি একথাও শোনা যাচ্ছে, ইতিমধ্যেই তাঁদের কয়েকজন কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে কথা বলে গিয়েছেন ৷ এই তালিকায় রয়েছে নাগাল্যান্ডের উপমুখ্যমন্ত্রী এবং স্পিকারের নামও।

যদিও নাগাল্যান্ডের বিজেপি নেতৃত্ব সরাসরি এই জল্পনাকে খারিজ করে দিয়েছে ৷ নাগাল্যান্ড বিজেপির রাজ্য সভাপতি টেমজেন ইমনা এলং বলেন, "এই ধরনের জল্পনার কোনও ভিত্তি নেই ৷ কোনও বিজেপি নেতাই কলকাতায় গিয়ে ঘাঁটি গাড়েননি ।" মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার তৃণমূলে যোগদান নিয়েও প্রথমে কংগ্রেসের মধ্যে এই মনোভাব দেখা গিয়েছিল ৷ কিন্তু পরবর্তীতে দেখা যায় সত্যিই সদলবলে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার নাগাল্যান্ডেও তৃণমূলের ঘাসফুল ফুটবে কি না, তা সময় বলবে ৷

কলকাতা, 6 ডিসেম্বর : মেঘালয়ে পর এবার তৃণমূলের নজর উত্তর-পূর্বের আরেক রাজ্য নাগাল্যান্ড ৷ সূত্রের খবর, নাগাল্যান্ডে এবার সংগঠন তৈরির চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস (tmc is planning to mark its presence in nagaland) ৷ জল্পনায় রয়েছে সেখানকার 12 জন বিধায়কের নামও ৷ যদিও এই জল্পনা খারিজ করে দিয়েছে বিজেপি ৷

রাজনৈতিকমহলে জল্পনা, তৃণমূলের নজর রয়েছে নাগাল্যান্ডের 12 জন বিধায়কের উপর ৷ তাঁরা বর্তমানে সেখানে ক্ষমতাসীন জোটের অংশ ৷ এই 12 বিধায়কের সঙ্গে নাকি গোপনে কথা চালাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর ৷ যদিও প্রকাশ্যেই নিয়ে কেউ মুখ খুলতে নারাজ। তবে তৃণমূলের তরফে নাগাল্যান্ডের মতো উত্তর-পূর্বের রাজ্যে নিজেদের শক্তি বৃদ্ধির চেষ্টা যে করা হচ্ছে সে কথা একরকম স্বীকার করে নেওয়া হয়েছে ৷ সোমবার এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব এই সংগঠন বিস্তারের পরিকল্পনার কথা স্বীকার করেছেন ৷ তবে তৃণমূলে যোগ দেওয়ার তালিকায় কোন কোন বিধায়ক আছেন, সে বিষয়ে তিনি কিছু বলেননি ৷

আরও পড়ুন : Nagaland Civilian Deaths : নাগাল্যান্ড গণহত্যার জন্য অমিত-রাজনাথকেই দায়ী করলেন সুস্মিতা

অসম, ত্রিপুরা, মেঘালয়ের পর এবার নাগাল্যান্ডেও নিজেদের উপস্থিতি জাহির করতে চাইছে তৃণমূল নেতৃত্ব। নাগাল্যান্ড বিজেপির একটি সূত্র বলছে, শাসক দল হলেও জোট সরকারের আভ্যন্তরীণ বোঝাপড়ার অভাব ও দলীয় শীর্ষ নেতৃত্বের বক্তব্যকে গুরুত্ব না দেওয়ায় দলের অন্দরে ক্ষোভের পরিবেশ তৈরি করেছে ৷ সম্ভবত সে কারণেই নাগাল্যান্ডের ক্ষমতাসীন জোটের বিধায়কদের একাংশ যোগাযোগ রাখছেন তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে ৷ এমনকি একথাও শোনা যাচ্ছে, ইতিমধ্যেই তাঁদের কয়েকজন কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে কথা বলে গিয়েছেন ৷ এই তালিকায় রয়েছে নাগাল্যান্ডের উপমুখ্যমন্ত্রী এবং স্পিকারের নামও।

যদিও নাগাল্যান্ডের বিজেপি নেতৃত্ব সরাসরি এই জল্পনাকে খারিজ করে দিয়েছে ৷ নাগাল্যান্ড বিজেপির রাজ্য সভাপতি টেমজেন ইমনা এলং বলেন, "এই ধরনের জল্পনার কোনও ভিত্তি নেই ৷ কোনও বিজেপি নেতাই কলকাতায় গিয়ে ঘাঁটি গাড়েননি ।" মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার তৃণমূলে যোগদান নিয়েও প্রথমে কংগ্রেসের মধ্যে এই মনোভাব দেখা গিয়েছিল ৷ কিন্তু পরবর্তীতে দেখা যায় সত্যিই সদলবলে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার নাগাল্যান্ডেও তৃণমূলের ঘাসফুল ফুটবে কি না, তা সময় বলবে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.