বর্ধমান, 16 মে : তৃণমূল কংগ্রেস আভাস পেয়েছে তাদের পরাজয় নিশ্চিত, সেকারণেই নির্বাচনের আগে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে নোংরা রাজনীতি শুরু করেছে, আজ একথা বলেন BJP নেতা জয়প্রকাশ মজুমদার । আজ বর্ধমান লায়ন্স ক্লাবে BJP -র রাঢ়বঙ্গ জ়োনের বিশেষ বৈঠক ছিল । সেখানে একথা বলেন তিনি ।
তিনি বলেন, "বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনাই প্রমাণ করে দিচ্ছে তৃণমূল কতখানি বেপরোয়া হয়ে উঠেছে । ওরা পরাজয়ের গন্ধ পেয়েছে তাই এতখানি নিচে নেমে গিয়েছে । নির্বাচনের আগে বিদ্যাসাগরের মতো মানুষকে জড়িয়ে যদি কিছু ফায়দা তোলা যায় সেই চেষ্টা করে মানুষের কাছে ফেরার চেষ্টা করছে । কিন্তু মানুষ যা বোঝার বুঝতে পেরেছে । তৃণমূল ও পুলিশ চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে । ওই কেন্দ্রে বিপুল ভোটে হারবে সুদীপ বন্দ্যোপাধ্যায় ।" তিনি আরও বলেন, "তৃণমূল CCTV ফুটেজ দেখাতে পারবে না । কারণ মূর্তি ভাঙার পেছনে BJP-র কোনও হাত নেই ।"
তিনি প্রশ্নের সুরে বলেন, "কলেজ চত্বরে দুটি ঘর পেরিয়ে তার ভিতরে বিদ্যাসাগরের মূর্তি ছিল । ভিতরে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি কে কারা বের করে আনল ? ক্যাম্পাসের দরজার তালা ভাঙা হয়নি। দরজাও অক্ষত ছিল। মূর্তির পিছনে CCTV ছিল । তবুও সেই ফুটেজ কেন সামনে আনা হচ্ছে না ? ওই দিন দুপুরে কলেজ ক্যাম্পাসের আশপাশে কালো পতাকা নিয়ে গুন্ডারা জড়ো হয়েছিল । পুলিশ কেন কোনও ব্যবস্থা নেয়নি ? পুলিশ স্টেটমেন্ট দিয়েছে, ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু হলে TMCP -র ছাত্রদের বিদ্যাসাগর কলেজের ভিতর ঢুকিয়ে দেওয়া হয় । এর থেকেই প্রমাণ হচ্ছে তৃণমূলের লোকেরাই কলেজের ভিতরে ছিল । তারাই একাজ করেছে ।"