কলকাতা, 16 এপ্রিল : নববর্ষের দিন শাসক দলের দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে ধুন্ধুমার ৷ এক কাউন্সিলরের অনুগামীদের হাতে আক্রান্ত হলেন আরেক কাউন্সিলরের ভাই । ঘটনাটি পয়লা বৈশাখের রাতে উত্তর কলকাতার জাকারিয়া স্ট্রিটের । শুক্রবার একটি বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে গণ্ডগোল শুরু হয় ঘাসফুলের দুই গোষ্ঠীর মধ্যে । অভিযোগ, এখানে 43 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আয়েশা কনিজের সমর্থকেরা 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিন ও তাঁর ভাইয়ের উপর চড়াও হয় (TMC Inner Clash took place in Zakaria Street over bike accident in Kolkata) ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিনের ভাই রাজ ও তার এক বন্ধু স্কুটার নিয়ে যাওয়ার সময় মীরজ নামের এক ব্যক্তিকে ধাক্কা মারেন । প্রসঙ্গক্রমে বাইকের ধাক্কায় আহত মীরজ আয়েশা কনিজের অনুগামী ৷ এতে দু'পক্ষের মধ্যে ধুন্ধুমার কাণ্ড শুরু হয় ৷ অভিযোগ, এরপর বাইকচালক তথা 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিনের ভাইকে ধরে মারধর করে আয়েশা কনিজের সমর্থকেরা । তাঁকে আটকে রাখা হয় । কোনওমতে প্রাণ বাঁচিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন জসিমউদ্দিনের ভাই । তাঁকে বাঁচাতে কাউন্সিলর দাদা জসিমউদ্দিনকে ফোন করেন রাজ । তাঁকে ছাড়াতে তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন তাঁর এলাকার অনুগামীদের নিয়ে হাজির হন ঘটনাস্থলে ।
আরও পড়ুন : Behala TMC Inner Clash Protest : বেহালায় গোষ্ঠীদ্বন্দ্বের জের, রত্না চট্টোপাধ্যায়ের বাড়িতে বিক্ষোভ
সেখানে দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যে বচসা শুরু হয়, যা হাতাহাতি পর্যন্ত গড়ায় । আয়েশার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ, কাবাব তৈরির লোহার শিক দিয়ে মারা হয়েছে কাউন্সিলরের ভাই রাজকে । কাউন্সিলরকেও আক্রমণের চেষ্টা করা হয়েছে । গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয় । স্থানীয় পুলিশ বাহিনী গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে ।
39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিনের অভিযোগ, পুলিশের সামনেই আয়েশার অনুগামীরা তাঁদের আক্রমণের চেষ্টা করে । গোটাটাই ছিল পরিকল্পিত । আরেক কাউন্সিলর আয়েশার পাল্টা অভিযোগ, দু'টি ছেলে মিলে এই ঘটনা ঘটিয়েছে, যা পরে বড় আকার নেয় । তিনি বলেন, "আমরা সেই দু'টি ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেব । এটা কোনও দলীয় গোষ্ঠী সংঘর্ষ বা পরিকল্পিত কোনও আক্রমণ নয় ।" ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বউবাজার থানার পুলিশ । কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে । এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে বলে খবর । পুলিশি টহল চলছে এলাকায় ।