ETV Bharat / state

TMC on Didir Surakhsha Kawach: দিদিকে বলোর পথেই এগোচ্ছে দিদির সুরক্ষা কবচ, বড় সাফল্যের আশা তৃণমূলের - বড় সাফল্যের আশা তৃণমূলের

গতকাল থেকে শুরু হয়েছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি ৷ ওই কর্মসূচি দিদিকে বলোর মতোই সফল হবে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷

TMC on Didir Surakhsha Kawach
TMC on Didir Surakhsha Kawach
author img

By

Published : Jan 12, 2023, 7:03 PM IST

Updated : Jan 12, 2023, 7:39 PM IST

কলকাতা, 12 জানুয়ারি: 2019 সালের লোকসভা নির্বাচনে খারাপ ফলের পর প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল তৃণমূল কংগ্রেস ৷ সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে শুরু হয়েছিল দিদিকে বলো কর্মসূচি ৷ সেই কর্মসূচির সুফল 2021 এর বিধানসভা নির্বাচনে ঘাসফুল শিবির ঘরে তুলেছে বলেই দাবি করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ ঠিকই একই ভাবে গতকাল, বুধবার শুরু হওয়া দিদির সুরক্ষা কবচ কর্মসূচি কি সফল হবে ?

আশাবাদী তৃণমূল: তৃণমূল কংগ্রেস অবশ্য এই বিষয়ে আশাবাদী ৷ তাঁদের আশা, এই কর্মসূচির সাফল্য দিদিকে বলোর চেয়েও বেশি হবে ৷ কারণ, ওই কর্মসূচিতে তৃণমূল নেতাদের সঙ্গে সরাসরি মানুষের যোগাযোগ তৈরির কোনও বিষয় ছিল না ৷ ফোনেই সকলে অভিযোগ জানাতেন ৷ এবার একেবারে মুখোমুখি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের নেতাদের ৷ আর সেই সুযোগই পঞ্চায়েত ভোটে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সাহায্য করবে বলে মত ঘাসফুল শিবিরের নেতাদের ৷

কেন আশাবাদী তৃণমূল: গত 11 জানুয়ারি থেকে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা সরাসরি মানুষের দরজায় যেতে শুরু করেছেন । বেশ কয়েকটি জায়গা থেকে বিক্ষোভের খবরও এসেছে ৷ শাসক দলের নেতাদের সামনে পেয়ে অনেকেই নিজেদের অভাব-অভিযোগ তুলে ধরেছেন ৷ তৃণমূলের দাবি, প্রথম দিনেই ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে দিদির সুরক্ষা কবচ । প্রথম দিন 44টি গ্রাম পঞ্চায়েতে পৌঁছে গিয়েছে এই কর্মসূচি । 35টির বেশি বিধানসভাতে এই কর্মসূচি পালিত হয়েছে । সেই কারণেই আশাবাদী তৃণমূল ৷

দুর্নীতির অভিযোগ: গত কয়েকমাসে যে কয়েকটি দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, সেখানে কোনও না কোনও ভাবে জড়িয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের নাম ৷ কয়লা-গরু-নিয়োগ সহ একাধিক দুর্নীতির অভিযোগে শাসকদলের ভাবমূর্তি প্রশ্নের মুখে ৷ তার সঙ্গে যুক্ত হয়েছে 100 দিনের কাজের টাকা না পাওয়া, আবাস যোজনার ঘর না পাওয়া নিয়ে যখন সাধারণ মানুষের একাংশের ক্ষোভ ৷

শাসক দলের একাংশের মতে, রাজ্যের 10 কোটি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৷ ফলে সরাসরি মানুষের অভিযোগ শোনা যাবে ৷ একেবারে নিচুস্তরে কার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সেটাও স্পষ্ট হয়ে যাবে ৷ যা নির্বাচনী ময়দানে সাংগঠনিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে রাজ্যের শাসক দলকে ৷

তৃণমূল কী চাইছে: ঘাসফুল শিবির চাইছে এই কর্মসূচির মাধ্যমে এলাকার জনপ্রতিনিধিরা আরও মানুষের কাছে যান ৷ তাঁদের সুবিধা ও অসুবিধা সম্পর্কে জানুন ৷ এমনকী, লোকসভা ধরে ধরে মানুষের দাবি-দাওয়া, সমস্যা, লোকাল ইস্যুগুলিকে সনাক্ত করে তালিকাভুক্ত করতে চায় তারা । তার যেগুলির প্রশাসনিক ভাবে সমাধান প্রয়োজন, সেগুলিকে সেভাবে করা হবে ৷ আর সাংগঠনিক সমস্যাও দলের মধ্যে মিটিয়ে দেওয়া যাবে ৷

পরবর্তী পদক্ষেপ: তৃণমূলের একটি সূত্র থেকে জানা গিয়েছে, দিদিকে বলো-তে জাতিগত শংসাপত্র নিয়ে মানুষের অভিযোগ সবচেয়ে বেশি জমা পড়েছিল ৷ একই ভাবে প্রচুর মানুষের চাহিদা ছিল আদিবাসীদের জন্য আলাদা পেনশন । এরপরই সে বিষয়ে সিদ্ধান্ত নেয় শাসক দল । এবার এই জনসংযোগ কর্মসূচির পরও মানুষের নথিভুক্ত অভিযোগগুলির ভিত্তিতে পরে সরকারি প্রকল্পও ঘোষণা করা হতে পারে ৷

কিন্তু এই সব পদক্ষেপে মানুষ আগের মতো তৃণমূলের পাশেই থাকেন কি না, সেই প্রশ্নের উত্তর দেবে নির্বাচনী ফলাফল ৷ যার কিছুটা পাওয়া যাবে আগামী পঞ্চায়েত ভোটে (Panchayat Elections 2023) ৷ পরের বছর লোকসভা নির্বাচনেও এই কর্মসূচির প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷

আরও পড়ুন: দূতেরা যাওয়ার আগেই অভিযোগ শুনতে দুয়ারে হাজির স্বয়ং দিদি

কলকাতা, 12 জানুয়ারি: 2019 সালের লোকসভা নির্বাচনে খারাপ ফলের পর প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল তৃণমূল কংগ্রেস ৷ সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে শুরু হয়েছিল দিদিকে বলো কর্মসূচি ৷ সেই কর্মসূচির সুফল 2021 এর বিধানসভা নির্বাচনে ঘাসফুল শিবির ঘরে তুলেছে বলেই দাবি করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ ঠিকই একই ভাবে গতকাল, বুধবার শুরু হওয়া দিদির সুরক্ষা কবচ কর্মসূচি কি সফল হবে ?

আশাবাদী তৃণমূল: তৃণমূল কংগ্রেস অবশ্য এই বিষয়ে আশাবাদী ৷ তাঁদের আশা, এই কর্মসূচির সাফল্য দিদিকে বলোর চেয়েও বেশি হবে ৷ কারণ, ওই কর্মসূচিতে তৃণমূল নেতাদের সঙ্গে সরাসরি মানুষের যোগাযোগ তৈরির কোনও বিষয় ছিল না ৷ ফোনেই সকলে অভিযোগ জানাতেন ৷ এবার একেবারে মুখোমুখি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের নেতাদের ৷ আর সেই সুযোগই পঞ্চায়েত ভোটে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সাহায্য করবে বলে মত ঘাসফুল শিবিরের নেতাদের ৷

কেন আশাবাদী তৃণমূল: গত 11 জানুয়ারি থেকে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা সরাসরি মানুষের দরজায় যেতে শুরু করেছেন । বেশ কয়েকটি জায়গা থেকে বিক্ষোভের খবরও এসেছে ৷ শাসক দলের নেতাদের সামনে পেয়ে অনেকেই নিজেদের অভাব-অভিযোগ তুলে ধরেছেন ৷ তৃণমূলের দাবি, প্রথম দিনেই ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে দিদির সুরক্ষা কবচ । প্রথম দিন 44টি গ্রাম পঞ্চায়েতে পৌঁছে গিয়েছে এই কর্মসূচি । 35টির বেশি বিধানসভাতে এই কর্মসূচি পালিত হয়েছে । সেই কারণেই আশাবাদী তৃণমূল ৷

দুর্নীতির অভিযোগ: গত কয়েকমাসে যে কয়েকটি দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, সেখানে কোনও না কোনও ভাবে জড়িয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের নাম ৷ কয়লা-গরু-নিয়োগ সহ একাধিক দুর্নীতির অভিযোগে শাসকদলের ভাবমূর্তি প্রশ্নের মুখে ৷ তার সঙ্গে যুক্ত হয়েছে 100 দিনের কাজের টাকা না পাওয়া, আবাস যোজনার ঘর না পাওয়া নিয়ে যখন সাধারণ মানুষের একাংশের ক্ষোভ ৷

শাসক দলের একাংশের মতে, রাজ্যের 10 কোটি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৷ ফলে সরাসরি মানুষের অভিযোগ শোনা যাবে ৷ একেবারে নিচুস্তরে কার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সেটাও স্পষ্ট হয়ে যাবে ৷ যা নির্বাচনী ময়দানে সাংগঠনিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে রাজ্যের শাসক দলকে ৷

তৃণমূল কী চাইছে: ঘাসফুল শিবির চাইছে এই কর্মসূচির মাধ্যমে এলাকার জনপ্রতিনিধিরা আরও মানুষের কাছে যান ৷ তাঁদের সুবিধা ও অসুবিধা সম্পর্কে জানুন ৷ এমনকী, লোকসভা ধরে ধরে মানুষের দাবি-দাওয়া, সমস্যা, লোকাল ইস্যুগুলিকে সনাক্ত করে তালিকাভুক্ত করতে চায় তারা । তার যেগুলির প্রশাসনিক ভাবে সমাধান প্রয়োজন, সেগুলিকে সেভাবে করা হবে ৷ আর সাংগঠনিক সমস্যাও দলের মধ্যে মিটিয়ে দেওয়া যাবে ৷

পরবর্তী পদক্ষেপ: তৃণমূলের একটি সূত্র থেকে জানা গিয়েছে, দিদিকে বলো-তে জাতিগত শংসাপত্র নিয়ে মানুষের অভিযোগ সবচেয়ে বেশি জমা পড়েছিল ৷ একই ভাবে প্রচুর মানুষের চাহিদা ছিল আদিবাসীদের জন্য আলাদা পেনশন । এরপরই সে বিষয়ে সিদ্ধান্ত নেয় শাসক দল । এবার এই জনসংযোগ কর্মসূচির পরও মানুষের নথিভুক্ত অভিযোগগুলির ভিত্তিতে পরে সরকারি প্রকল্পও ঘোষণা করা হতে পারে ৷

কিন্তু এই সব পদক্ষেপে মানুষ আগের মতো তৃণমূলের পাশেই থাকেন কি না, সেই প্রশ্নের উত্তর দেবে নির্বাচনী ফলাফল ৷ যার কিছুটা পাওয়া যাবে আগামী পঞ্চায়েত ভোটে (Panchayat Elections 2023) ৷ পরের বছর লোকসভা নির্বাচনেও এই কর্মসূচির প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷

আরও পড়ুন: দূতেরা যাওয়ার আগেই অভিযোগ শুনতে দুয়ারে হাজির স্বয়ং দিদি

Last Updated : Jan 12, 2023, 7:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.