কলকাতা, 30 নভেম্বর: জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে 12 জন বিজেপি বিধায়কদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধানসভার উপ-মুখ্যসচেতক তাপস রায়। 1971 সালের আইন মেনে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তাঁরা।
তৃণমূলের উপ-মুখ্যসচেতক তাপস রায় বলেন, "জাতীয় সঙ্গীতের অবমাননায় 1971 আইন মেনে তিন বছর জেল ও জরিমানা শাস্তির ব্যবস্থা আছে। বিজেপি যতই জাতীয়তাবাদী কথা বলুক ওরা কিন্তু জাতীয় সঙ্গীতের অবমাননা করেছে। এর জবাব দেশের মানুষ দেবেন। আগামী 3 তারিখ পাঁচ রাজ্যের মানুষ রায় দেবেন। পরে গোটা দেশের মানুষ দেবেন।" জাতীয় সঙ্গীতের পাশাপাশি জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তুলে তাপস রায়ের বক্তব্য, "উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং মারা যাওয়ার পর আমরা নাড্ডা জিকে দেখেছি জাতীয় পতাকার উপর বিজেপির পতাকা দিয়ে দিতে। এটা জাতীয় পতাকার অবমাননা নয় ?"
কুণাল ঘোষ বলেন, "আগাম কর্মসূচি ছিল। তিন দিনের ঘোষিত কর্মসূচি পালনের সময় অসভ্যতা করা হয়েছে। হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়েছে। পুলিশ ব্যবস্থা গ্রহণ করছে। আদালতের কাছে আবেদন করব, দেশের জাতীয় সঙ্গীতের অবমাননাকারী শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ দেবেন না।" অন্যদিকে তাপস রায় আরও বলেন, "জাতীয় সঙ্গীতের অবমাননা করে প্রভোকেটিভ অসভ্য বর্বর গান গেয়েছেন। ভারতের প্রাচীন বিধানসভার ঐতিহ্য আছে। সেটাকে শুভেন্দুর নেতৃত্বে অবমাননা করা হয়েছে। এখন দেখার সব শোনা বা জানার পর আদালত তাদের ইমিউনিটি দেয় কি না !"
তবে, তৃণমূলের ওই অভিযোগে একাধিক ভুল রয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় পাগল। তাঁর সঙ্গে যারা আছেন তারাও পাগল। কারণ, যে 12 জন বিধায়কের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, তাঁদের মধ্যে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক শোভন কাঞ্জিলালেরও নাম রয়েছে। শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ির নাম ভুল লেখা হয়েছে। নাম চন্দ্রানী লেখা হয়েছে। হিরণ চট্টোপাধ্যায়ের নাম লেখা রয়েছে। অথচ তিনি বুধবার বিধানসভায় ছিলেন না।"
অন্যদিকে, 'দ্য গ্রেট ক্যালকাটা কিলিং' নিয়ে বিজেপির সিনেমা তৈরির বিষয়ে তাপস রায় বলেন, "ভারত জুড়ে যা করতে চাইছেন তা সফল হবে না। ইডি-সিবিআই 2024 পর্যন্ত চলবে। ধর্মীয় উস্কানিও 2024 পর্যন্ত চলবে। তারপর আর চলবে না।" বিভিন্ন মনীষীদের নিয়ে বিজেপির নানা কর্মসূচির বিরুদ্ধে তৃণমূল নেতা তাপস রায়ের দাবি, "নেতাজির নামে থাকা ডকের নাম বদল করে শ্যামাপ্রসাদের নামে করা হয়েছে। তাদের থেকে বাঙালি মনীষীদের বিষয়ে শুনবে না।"
আরও পড়ুন