কলকাতা, 19 জুলাই: বৃহস্পতিবার 21 জুলাই ৷ তৃণমূলের শহিদ দিবস উদযাপন ৷ যা নিয়ে রাজ্যজুড়ে প্রচার, মিটিং, মিছিল প্রস্তুতি চলছে জোরকদমে । শহর কলকাতার একাধিক জায়গায় আলো লাগানো, চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে । আর তা নিয়েই মঙ্গলবার তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty slams Bengal Govt)। তাঁর অভিযোগ, মানুষের ট্যাক্সের টাকা, সরকারি টাকা নষ্ট করে শাসকদল তৃণমূলের শহিদ দিবস উদযাপন চলছে । সরকারি টাকায় তৃণমূলের শক্তি প্রদর্শনের ব্যবস্থা হচ্ছে । পুলিশ, সরকারি কর্মচারীরা লোক জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়েছেন ।
সম্প্রতি কলকাতা পৌরনিগম থেকে নোটিশ জারি করে পূর্ত দফতরকে বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে । যেখানে শহরের গাছের ডাল কাটা, বিদ্যুতের স্তম্ভ খোলা, তার ঢাকা, কেসি দাস ও সিএসসি চত্বরে লোহার রেলিং খুলে দেওয়া, একুশে জুলাই সকাল ন'টার মধ্যে যানজট মুক্ত করতে সভামঞ্চের আশপাশে স্যানিটাইজেশনের নির্দেশ দেওয়া হয়েছে । এই ইস্যুতেই মঙ্গলবার সিপিএম নেতা তাঁর প্রতিক্রিয়া জানান । সরকারি টাকা নষ্ট করে শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মসূচি হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি ।
আরও পড়ুন : দক্ষিণ ও উত্তরবঙ্গকে আলাদা করার চক্রান্ত চলছে, দাবি সেলিমের
সুজনবাবু আরও জানান, কলকাতা কর্পোরেশন পিডব্লিউডিকে চিঠি দিয়ে নির্দেশ দিয়েছে কলকাতাকে আলোক উজ্জ্বল করার জন্য ৷ কয়েকটা মাঠের উল্লেখ করে তার চারপাশে আলোর ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে । একুশে জুলাই কী সরকারি কর্মসূচি নাকি তৃণমূল দলের কর্মসূচি ? লোকের পয়সায় তৃণমূলের মহোৎসব ! সরকারি উদ্যোগে তৃণমূলের উৎসব । মানুষের ট্যাক্সের টাকা এইভাবে তৃণমূলের কাজে ব্যবহার করা হবে ? আর সেখানে পুলিশ, হেলথ, বিডিও, পঞ্চায়েত ফোন করে করে গাড়ি জোগাড় করছে । আসলে সরকারি পয়সা ধ্বংস করে, শ্রাদ্ধ করে তৃণমূল ক্ষমতা দেখাতে চায় । তৃণমূলের নিজের ক্ষমতা খুব কমে গিয়েছে ।