ETV Bharat / state

মুখ ফসকালেন মুকুল, তরজা জারি ঘাস-পদ্মে - তৃণমূল বিজেপি চাপান উতোর

এ-হেন ভুল কি কোনও রাজনৈতিক কৌশল ? নাকি নিছক ভুল করে এমন বলেছেন মুকুল ? তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা । রাজনীতিতে চাণক্য বলে খ্যাত মুকুল রায়ের কাছে এমন ভুল অপ্রত্যাশিত । আর তাই প্রশ্ন উঠছে, এ কি জেনে শুনে ভুল !

মুকুল রায়
মুকুল রায়
author img

By

Published : Aug 7, 2021, 6:45 AM IST

কলকাতা, 7 অগস্ট : এমনিতেই মুকুল রায়ের অবস্থান নিয়ে বিধানসভায় ঘোর ধোঁয়াশা । তিনি বিজেপিতে নেই তা প্রমাণ করতে গিয়ে দলিল-দস্তাবেজ নিয়ে কখনও অধ্যক্ষের ঘরে, আবার কখনও আদালতে দৌড়চ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মুকুল যে এই মুহূর্তে তৃণমূলে রয়েছেন, তা প্রমাণ করতে রীতিমতো আদা-জল খেয়ে নেমেছেন শুভেন্দু । কিন্তু এসবের মধ্যেই বিরোধী দলনেতার জন্য সমস্যা আরও বাড়ালেন মুকুল ।

কৃষ্ণনগরের মাটিতে বসেই বিজেপির প্রশংসা করে তিনি শুভেন্দুকে বেকায়দায় ফেললেন । যদিও ঘটনাটিকে যত সহজ ভাবে দেখা হচ্ছে, ততটা সহজ নয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা । আসলে দীর্ঘদিন ধরে অসুস্থ মুকুল গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ ফসকে বিজেপি নেতার মত বক্তব্য রাখতে শুরু করেন । পরে অবশ্য তিনি নিজের ভুল শুধরে নেন । কিন্তু এই ভুল নিয়েই তৈরি হয়েছে জল্পনা । আসলে সাংবাদিকদের সামনে এ-হেন ভুল কি কোনও রাজনৈতিক কৌশল ? নাকি নিছক ভুল করে এমন বলেছেন মুকুল ? তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা । রাজনীতিতে চাণক্য বলে খ্যাত মুকুল রায়ের কাছে এমন ভুল অপ্রত্যাশিত । আর তাই প্রশ্ন উঠছে, এ কি জেনে শুনে ভুল !

কি বলেছেন মুকুল ? রাজ্যের উপনির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে মুকুল রায় বলেন, "ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি যে তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে । এখানে ভারতীয় জনতা পার্টি নিজেকে প্রতিষ্ঠা করবে ।"

আরও পড়ুন : Mukul Roy : কৃষ্ণনগরে বেফাঁস মুকুল, উপনির্বাচনে পর্যুদস্ত হবে তৃণমূল !

এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই অবশ্য নতুন করে মুকুল বলেন, "এখানে তৃণমূল কংগ্রেস নিজের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠা করবে । বিজেপির অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না ।" উপনির্বাচনে সাধারণ মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে এবং বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ।"

এই নিয়ে তৃণমূল বিধায়ক তথা দলের মুখপাত্র তাপস রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "অহেতুক বিষয়টিকে নিয়ে জলঘোলা করছে সংবাদ মাধ্যম । মুকুল রায় কি বলতে চেয়েছেন সকলেই জানেন এবং বুঝতে পারছেন । তারপরেও কেন এসব কথা বলা হচ্ছে তাই বুঝতে পারছি না ।" তিনি এও বলেন, "নরেন্দ্র মোদি - অমিত শাহরা যা করুক, যতই স্বপ্ন দেখুক বাংলায় তাঁদের কোনও ভবিষ্যৎ নেই ।"

অন্যদিকে, এই নিয়ে বিজেপির সাধারণত সম্পাদক সায়ন্তন বসু বলেন, "আমার মনে হয় তৃণমূল ওনাকে মাথায় বন্দুক ঠেকিয়ে দলে যোগদান করিয়েছে । তাই উনি এটা মেনে নিতে পারছেন না । তাই আজ সুযোগ পেয়ে সত্য কথাটা বলেছেন । আর মুকুল রায় যেটা বলেছেন সেটা তো ঠিকই বলেছেন । উনি চানক্য। তাই সত্যিটা বলেছেন । কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলে বিজেপি জিতবে । তৃণমূল জিততে পারবে না । এটাই বাস্তব । তাই সত্যি কথাটা উনি বলেছেন । তবে এটা পাপের ফল ।"

কলকাতা, 7 অগস্ট : এমনিতেই মুকুল রায়ের অবস্থান নিয়ে বিধানসভায় ঘোর ধোঁয়াশা । তিনি বিজেপিতে নেই তা প্রমাণ করতে গিয়ে দলিল-দস্তাবেজ নিয়ে কখনও অধ্যক্ষের ঘরে, আবার কখনও আদালতে দৌড়চ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মুকুল যে এই মুহূর্তে তৃণমূলে রয়েছেন, তা প্রমাণ করতে রীতিমতো আদা-জল খেয়ে নেমেছেন শুভেন্দু । কিন্তু এসবের মধ্যেই বিরোধী দলনেতার জন্য সমস্যা আরও বাড়ালেন মুকুল ।

কৃষ্ণনগরের মাটিতে বসেই বিজেপির প্রশংসা করে তিনি শুভেন্দুকে বেকায়দায় ফেললেন । যদিও ঘটনাটিকে যত সহজ ভাবে দেখা হচ্ছে, ততটা সহজ নয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা । আসলে দীর্ঘদিন ধরে অসুস্থ মুকুল গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ ফসকে বিজেপি নেতার মত বক্তব্য রাখতে শুরু করেন । পরে অবশ্য তিনি নিজের ভুল শুধরে নেন । কিন্তু এই ভুল নিয়েই তৈরি হয়েছে জল্পনা । আসলে সাংবাদিকদের সামনে এ-হেন ভুল কি কোনও রাজনৈতিক কৌশল ? নাকি নিছক ভুল করে এমন বলেছেন মুকুল ? তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা । রাজনীতিতে চাণক্য বলে খ্যাত মুকুল রায়ের কাছে এমন ভুল অপ্রত্যাশিত । আর তাই প্রশ্ন উঠছে, এ কি জেনে শুনে ভুল !

কি বলেছেন মুকুল ? রাজ্যের উপনির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে মুকুল রায় বলেন, "ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি যে তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে । এখানে ভারতীয় জনতা পার্টি নিজেকে প্রতিষ্ঠা করবে ।"

আরও পড়ুন : Mukul Roy : কৃষ্ণনগরে বেফাঁস মুকুল, উপনির্বাচনে পর্যুদস্ত হবে তৃণমূল !

এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই অবশ্য নতুন করে মুকুল বলেন, "এখানে তৃণমূল কংগ্রেস নিজের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠা করবে । বিজেপির অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না ।" উপনির্বাচনে সাধারণ মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে এবং বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ।"

এই নিয়ে তৃণমূল বিধায়ক তথা দলের মুখপাত্র তাপস রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "অহেতুক বিষয়টিকে নিয়ে জলঘোলা করছে সংবাদ মাধ্যম । মুকুল রায় কি বলতে চেয়েছেন সকলেই জানেন এবং বুঝতে পারছেন । তারপরেও কেন এসব কথা বলা হচ্ছে তাই বুঝতে পারছি না ।" তিনি এও বলেন, "নরেন্দ্র মোদি - অমিত শাহরা যা করুক, যতই স্বপ্ন দেখুক বাংলায় তাঁদের কোনও ভবিষ্যৎ নেই ।"

অন্যদিকে, এই নিয়ে বিজেপির সাধারণত সম্পাদক সায়ন্তন বসু বলেন, "আমার মনে হয় তৃণমূল ওনাকে মাথায় বন্দুক ঠেকিয়ে দলে যোগদান করিয়েছে । তাই উনি এটা মেনে নিতে পারছেন না । তাই আজ সুযোগ পেয়ে সত্য কথাটা বলেছেন । আর মুকুল রায় যেটা বলেছেন সেটা তো ঠিকই বলেছেন । উনি চানক্য। তাই সত্যিটা বলেছেন । কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলে বিজেপি জিতবে । তৃণমূল জিততে পারবে না । এটাই বাস্তব । তাই সত্যি কথাটা উনি বলেছেন । তবে এটা পাপের ফল ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.