কলকাতা, ১১ মার্চ : BJP ও তৃণমূলকে হারাতে হবে। বাম ও কংগ্রেস জোট নিয়ে একথা বলেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী।
আজ AICC-র তরফ থেকে ১৮-২৪ সিট ভাগের কথা বলা হয়েছে। কিন্তু রাজ্য কংগ্রেসের তরফে এই অনুপাত মানতে অস্বীকার করা হয়েছে। আজ এবিষয়ে সুজন চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, "BJP ও তৃণমূলকে হারাতে হবে। যারা বিষয়টি বুঝবে তারা ঠিকমতো চলবে। আমি মনে করি, এমন কোনও কথা বলা উচিত নয় যা অবাস্তব, অসঙ্গত ও অযৌক্তিক।"
আজ পাশাপাশি তৃণমূল ও BJP-কে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, "মোদিভাই- দিদিভাই বন্ধু। সামনে লোকসভা নির্বাচন তাই তাঁরা লড়াই লড়াই ভাব দেখাচ্ছে। আসলে এগুলো বাহানা। যদি তাঁদের মধ্যে বন্ধুত্ব নাই থাকে, তাহলে নারদ কাণ্ডের পরও কেন রাজ্য সরকারের বিরুদ্ধে কোনও আইনসম্মত ব্যবস্থা নেওয়া হল না। কারণ রাজ্য সরকারকে বাঁচাতে চায়। কেন্দ্র চেয়েছিল লালু প্রসাদকে গ্রেপ্তার করতে। তাই গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য সরকারের ক্ষেত্রে তা চায়নি। তাই এখনও অনেকে গাড়িতে লাল আলো লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে।"
তিনি নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে মিডিয়াকেও আক্রমণ করেন। তিনি বলেন, "২০১৪ সালের মতো এবছরও তিন 'ম' অর্থাৎ মোদি-মমতা-মিডিয়া উঠে পড়ে লেগেছে প্রমাণ করতে মোদি আর মমতা ছাড়া কেন্দ্র ও রাজ্যে কোনও উন্নয়ন হয়নি। এবছরও কোনও মিডিয়া অঙ্ক দেখাবে ৩৪-৬। কেউ অঙ্ক দেখাবে ৩০-১২। কিন্তু যাই অঙ্ক দেখাক। মিডিয়া এবারেও প্রমাণ করতে চাইবে মোদি আর মমতাই উন্নয়নের আসল কাণ্ডারি। আসলে এগুলো মিডিয়ার ষড়যন্ত্র।"