কলকাতা, 30 অগস্ট: সাড়ে তিনশো কোটি টাকার বরাত পেল টিটাগড় রেল সিস্টেমস বা টিআরএল ৷ এই কারখানা আগে টিটাগড় ওয়াগনস নামে পরিচিত ছিল ৷ বুধবার সংস্থার তরফে এই খবর জানানো হয়েছে ৷ তারা জানিয়েছে, গুজরাত মেট্রো রেল কর্পোরেশন বা জিএমআরসি-র তরফে তাদের এই সাড়ে তিনশো কোটি টাকার এই বরাত দেওয়া হয়েছে ৷ জিএমআরসির জন্য তারা 30টি গেজ কার তৈরি করবে ৷ এই প্রকল্পে মেট্রো রেকের নকশা তৈরি থেকে তা নির্মাণ, সরবরাহ, পরীক্ষা ও চালু করা এবং প্রশিক্ষণ দেওয়ার কাজ করতে হবে টিটাগড় রেল সিস্টেমসকে ৷ তৈরি হওয়া গেজ কারগুলি আমেদাবাদ মেট্রো রেলের ফেজ-2 প্রকল্পের জন্য ব্য়বহার করা হবে ৷ বুধবার দু’পক্ষের মধ্যে লেটার অফ একসেপ্টেন্স গৃহীত হয় ৷
ওই সংস্থার মার্কিটিং ও বিজনেস ডেভেলপমেন্টের সিস্টেম ডিরেক্টর প্রীতীশ চৌধুরী সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, "প্রোটোটাইপ গেজ কারগুলি 70 সপ্তাহের মধ্যে তৈরি করতে হবে এবং পুরো চুক্তি অনুযায়ী 94 সপ্তাহের মধ্যে পুরোটা সরবরাহ করতে হবে । এগুলি হুগলি জেলার উত্তরপাড়া প্ল্যান্টে তৈরি করা হবে ।" এটি তিনটি কামরার 10টি ট্রেন হবে বলে জানা গিয়েছে ।
উল্লেখ্য, আমেদাবাদ মেট্রো রেল ফেজ-২ প্রকল্প 13 হাজার 500 কোটি টাকা ব্যয়ে তৈরি করছে জিএমআরসি ৷ এই প্রকল্পের মাধ্যমে শহরের মেট্রো রেল নেটওয়ার্কে 28.2 কিলোমিটার মেট্রো লাইন যুক্ত করবে ।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের এই টিটাগড় রেল সিস্টেমস নামের সংস্থাটি সম্প্রতি গুজরাত মেট্রো রেল কর্পোরেশন থেকে প্রায় 850 কোটি টাকার আরও বরাত পেয়েছে ৷ ওই বরাতে তারা সুরাত মেট্রোর প্রথম ধাপের জন্য 24টি গেজ কার সরবরাহ করবে ৷ এছাড়াও দেশের একাধিক মেট্রো প্রকল্পের জন্য কাজ করছে টিটাগড় রেল সিস্টেমস ৷
সাম্প্রতিক সময়ে টিটাগড় রেল সিস্টেমস একটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে । চলতি মাসের প্রথম দিকেই যাত্রীবান্ধব বন্দে ভারতের বরাত পেয়েছিল । অন্যদিকে আমেদাবাদ মেট্রো নয়, পুনে মেট্রো, বেঙ্গালুরু মেট্রো, সুরাত মেট্রোরও, বরাত পেয়েছে এই রেল সংস্থা । ফলে মনে করা হচ্ছে আগামী দিনে গোটা দেশের মেট্রো রেক তৈরিতে সহায়ক হবে এই টিটাগড় রেল সিস্টেমস ৷
আরও পড়ুন: আরও যাত্রীবান্ধব বন্দে ভারত, ‘স্লিপার’ ট্রেন তৈরির বরাত পেল বাংলা