ETV Bharat / state

রাজীবের হদিশ পেল না CBI - Rajeev Kumar timeline

আজ সকাল 10টায় তাঁকে তলব করা হয় । কিন্তু, আজও CGO কমপ্লেক্সে আসেননি রাজীব । এরপর দুপুর 3টে নাগাদ বেরিয়ে পড়েন তদন্তকারীরা । সূত্র বলছে, রাজীবের খোঁজে বেরিয়েছেন তাঁরা ।

ফাইল ফোটো
author img

By

Published : Sep 14, 2019, 4:39 PM IST

Updated : Sep 14, 2019, 7:26 PM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর : হাইকোর্ট রক্ষাকবচ তুলে নিয়েছে গতকালই । গ্রেপ্তারির ইঙ্গিত দিয়ে গতকালই রাজীব কুমারের বাড়ি যায় CBI । কিন্তু, তাঁর দেখা মেলেনি । বাধ্য হয়ে নোটিশ দিয়ে আসেন আধিকারিকরা । আজ সকাল 10টায় তাঁকে তলব করা হয় । কিন্তু, আজও CGO কমপ্লেক্সে আসেননি রাজীব । এরপর দুপুর 3টে নাগাদ বেরিয়ে পড়েন তদন্তকারীরা । সূত্র বলছে, রাজীবের খোঁজে বেরিয়েছেন তাঁরা ।

একনজরে দেখুন সকাল থেকে কী হল...

সকাল 10টা - CGO কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা ছিল রাজীবের । তিনি আসেননি । অন্যদিকে, রাজীব কুমারের পার্কস্ট্রিটের আবাসন ঘিরে ফেলে কলকাতা পুলিশ । DC পদমর্যাদার দু'জন অফিসার সেখানে ছিলেন ।

দুপুর 2 টো : তৎপর হতে শুরু করে CBI । বিভিন্ন সূত্রে খবর মেলে, রাজীব কুমারের খোঁজে তল্লাশি অভিযানে নামতে পারেন তদন্তকারীরা । রাজীব কুমার থাকতে পারেন এমন সব জায়গায় তাঁরা হানাও দিতে পারেন ।

দুপুর আড়াইটে : সূত্রের খবর, CBI-কে ই-মেইল করেন রাজীব কুমার । সেখানে তিনি একমাস সময় চেয়ে নেন । জানান, তিনি ছুটিতে আছেন । যদিও CBI আধিকারিকরা সরকারিভাবে মেইল পাওয়ার কথা অস্বীকার করেছেন ।

দুপুর 3টে - CGO কমপ্লেক্স থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একাধিক আধিকারিক গাড়ি নিয়ে বেরোন । তবে, তাঁরা কোথায় যাচ্ছেন কাউকেই জানাননি । মা ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি চলে যায় নিজ়াম প্যালেসে ।

দুপুর 3টে 45 - নিজ়াম প্যালেসে মিনিট 10 থাকার পর CISF ও নিজেদের আরও আধিকারিককে নিয়ে ফের রওনা দেয় CBI-র গাড়ি । এরইমধ্যে সংবাদমাধ্যমকে তাঁদের গাড়ি ফলো করতে নিষেধ করেন এক উচ্চপদস্থ আধিকারিক ।

বিকেল 4টে : নিজ়াম প্যালেস থেকে বন্দেল রোড হয়ে বালিগঞ্জ প্লেসে পৌঁছান তদন্তকারীরা । সেখানে CBI-র আইনজীবী YJ দস্তুরের বাড়ি যান তাঁরা । সূত্রের খবর, এই পরিস্থিতিতে কী করা উচিত সেই সম্পর্কে আইনি পরামর্শের জন্যই আইনজীবীর সঙ্গে বৈঠক শুরু করেন তদন্তকারীরা । আইনজীবীর সঙ্গে পরামর্শ করে রাজীব কুমারের বাড়িতে যাওয়ার সম্ভাবনা প্রবল ।

বিকেল 5টা : আইনজীবী দস্তুরের বাড়ি থেকে বেরিয়ে এলেন CBI-এর জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব । তিনি বললেন, "আমাদের কাজ করতে দিন । কাগজপত্র যা পাওয়া যাবে তা খতিয়ে দেখব ।"

কলকাতা, 14 সেপ্টেম্বর : হাইকোর্ট রক্ষাকবচ তুলে নিয়েছে গতকালই । গ্রেপ্তারির ইঙ্গিত দিয়ে গতকালই রাজীব কুমারের বাড়ি যায় CBI । কিন্তু, তাঁর দেখা মেলেনি । বাধ্য হয়ে নোটিশ দিয়ে আসেন আধিকারিকরা । আজ সকাল 10টায় তাঁকে তলব করা হয় । কিন্তু, আজও CGO কমপ্লেক্সে আসেননি রাজীব । এরপর দুপুর 3টে নাগাদ বেরিয়ে পড়েন তদন্তকারীরা । সূত্র বলছে, রাজীবের খোঁজে বেরিয়েছেন তাঁরা ।

একনজরে দেখুন সকাল থেকে কী হল...

সকাল 10টা - CGO কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা ছিল রাজীবের । তিনি আসেননি । অন্যদিকে, রাজীব কুমারের পার্কস্ট্রিটের আবাসন ঘিরে ফেলে কলকাতা পুলিশ । DC পদমর্যাদার দু'জন অফিসার সেখানে ছিলেন ।

দুপুর 2 টো : তৎপর হতে শুরু করে CBI । বিভিন্ন সূত্রে খবর মেলে, রাজীব কুমারের খোঁজে তল্লাশি অভিযানে নামতে পারেন তদন্তকারীরা । রাজীব কুমার থাকতে পারেন এমন সব জায়গায় তাঁরা হানাও দিতে পারেন ।

দুপুর আড়াইটে : সূত্রের খবর, CBI-কে ই-মেইল করেন রাজীব কুমার । সেখানে তিনি একমাস সময় চেয়ে নেন । জানান, তিনি ছুটিতে আছেন । যদিও CBI আধিকারিকরা সরকারিভাবে মেইল পাওয়ার কথা অস্বীকার করেছেন ।

দুপুর 3টে - CGO কমপ্লেক্স থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একাধিক আধিকারিক গাড়ি নিয়ে বেরোন । তবে, তাঁরা কোথায় যাচ্ছেন কাউকেই জানাননি । মা ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি চলে যায় নিজ়াম প্যালেসে ।

দুপুর 3টে 45 - নিজ়াম প্যালেসে মিনিট 10 থাকার পর CISF ও নিজেদের আরও আধিকারিককে নিয়ে ফের রওনা দেয় CBI-র গাড়ি । এরইমধ্যে সংবাদমাধ্যমকে তাঁদের গাড়ি ফলো করতে নিষেধ করেন এক উচ্চপদস্থ আধিকারিক ।

বিকেল 4টে : নিজ়াম প্যালেস থেকে বন্দেল রোড হয়ে বালিগঞ্জ প্লেসে পৌঁছান তদন্তকারীরা । সেখানে CBI-র আইনজীবী YJ দস্তুরের বাড়ি যান তাঁরা । সূত্রের খবর, এই পরিস্থিতিতে কী করা উচিত সেই সম্পর্কে আইনি পরামর্শের জন্যই আইনজীবীর সঙ্গে বৈঠক শুরু করেন তদন্তকারীরা । আইনজীবীর সঙ্গে পরামর্শ করে রাজীব কুমারের বাড়িতে যাওয়ার সম্ভাবনা প্রবল ।

বিকেল 5টা : আইনজীবী দস্তুরের বাড়ি থেকে বেরিয়ে এলেন CBI-এর জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব । তিনি বললেন, "আমাদের কাজ করতে দিন । কাগজপত্র যা পাওয়া যাবে তা খতিয়ে দেখব ।"

Last Updated : Sep 14, 2019, 7:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.