কলকাতা, 24 নভেম্বর : টিকিটের চাহিদা ছিল তুঙ্গে । তাই গোলাপি টেস্টের শেষ দিনেও চলল টিকিটের কালোবাজারি । জানাই ছিল আজ টেস্ট ও সিরিজ় জিতবে ভারত । ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে তাই টিকিটের চাহিদা ছিল তুঙ্গে । আর সেটাকে কাজে লাগায় কালোবাজারিরা । চলে টিকিট ব্ল্যাক । আজ ইডেন চত্বরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে টিকিট ব্ল্যাক করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে ।
পুলিশ সূত্রে খবর, লালবাজার গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার আধিকারিকরা বিশেষ নজর রাখছিলেন ইডেন গার্ডেন এবং সংলগ্ন এলাকায় । সেই সূত্রে আজ ফের টিকিট ব্ল্যাক করার সময় গ্রেপ্তার করা হল ১০ জনকে । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০৪ টি তৃতীয় দিনের টিকিট ।
গোলাপি বল ইডেনের সবুজ গালিচায় পড়ার আগেই আজ মাঠে নেমে পড়েছিল কালোবাজারিরা । বৃহস্পতিবার ৬ জন ও গতকাল 9 জনকে একই অপরাধে গ্রেপ্তার করা হয় ইডেনের বাইরে থেকে । এই নিয়ে গত তিন দিনে মোট ৩১ জনকে টিকিট ব্ল্যাক করার অপরাধে গ্রেপ্তার করল পুলিশ ।