ETV Bharat / state

গোলাপি টেস্টের শেষ দিনেও টিকিটের কালোবাজারি, গ্রেপ্তার 10 - লালবাজার গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখা

আজ গোলাপি টেস্টের শেষ দিনেও চলল টিকিটের কালোবাজারি । টিকিট ব্ল্যাক করার অভিযোগে পুলিশের হাতে ধরা পড়ল 10 জন । সব মিলিয়ে গত তিনদিনে টিকিট ব্ল্যাক করার অভিযোগে 31 জনকে গ্রেপ্তার করল লালবাজারের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখা ।

টিকিট কালোবাজারি
author img

By

Published : Nov 24, 2019, 5:57 PM IST

কলকাতা, 24 নভেম্বর : টিকিটের চাহিদা ছিল তুঙ্গে । তাই গোলাপি টেস্টের শেষ দিনেও চলল টিকিটের কালোবাজারি । জানাই ছিল আজ টেস্ট ও সিরিজ় জিতবে ভারত । ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে তাই টিকিটের চাহিদা ছিল তুঙ্গে । আর সেটাকে কাজে লাগায় কালোবাজারিরা । চলে টিকিট ব্ল্যাক । আজ ইডেন চত্বরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে টিকিট ব্ল্যাক করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে ।

পুলিশ সূত্রে খবর, লালবাজার গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার আধিকারিকরা বিশেষ নজর রাখছিলেন ইডেন গার্ডেন এবং সংলগ্ন এলাকায় । সেই সূত্রে আজ ফের টিকিট ব্ল্যাক করার সময় গ্রেপ্তার করা হল ১০ জনকে । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০৪ টি তৃতীয় দিনের টিকিট ।

গোলাপি বল ইডেনের সবুজ গালিচায় পড়ার আগেই আজ মাঠে নেমে পড়েছিল কালোবাজারিরা । বৃহস্পতিবার ৬ জন ও গতকাল 9 জনকে একই অপরাধে গ্রেপ্তার করা হয় ইডেনের বাইরে থেকে । এই নিয়ে গত তিন দিনে মোট ৩১ জনকে টিকিট ব্ল্যাক করার অপরাধে গ্রেপ্তার করল পুলিশ ।

কলকাতা, 24 নভেম্বর : টিকিটের চাহিদা ছিল তুঙ্গে । তাই গোলাপি টেস্টের শেষ দিনেও চলল টিকিটের কালোবাজারি । জানাই ছিল আজ টেস্ট ও সিরিজ় জিতবে ভারত । ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে তাই টিকিটের চাহিদা ছিল তুঙ্গে । আর সেটাকে কাজে লাগায় কালোবাজারিরা । চলে টিকিট ব্ল্যাক । আজ ইডেন চত্বরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে টিকিট ব্ল্যাক করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে ।

পুলিশ সূত্রে খবর, লালবাজার গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার আধিকারিকরা বিশেষ নজর রাখছিলেন ইডেন গার্ডেন এবং সংলগ্ন এলাকায় । সেই সূত্রে আজ ফের টিকিট ব্ল্যাক করার সময় গ্রেপ্তার করা হল ১০ জনকে । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০৪ টি তৃতীয় দিনের টিকিট ।

গোলাপি বল ইডেনের সবুজ গালিচায় পড়ার আগেই আজ মাঠে নেমে পড়েছিল কালোবাজারিরা । বৃহস্পতিবার ৬ জন ও গতকাল 9 জনকে একই অপরাধে গ্রেপ্তার করা হয় ইডেনের বাইরে থেকে । এই নিয়ে গত তিন দিনে মোট ৩১ জনকে টিকিট ব্ল্যাক করার অপরাধে গ্রেপ্তার করল পুলিশ ।

Intro:কলকাতা, ২৪ নভেম্বর: গোলাপি টেস্টের শেষ দিনেও চলল টিকিটের কালোবাজারি। জানাই ছিল আজ টেস্ট ও সিরিজ জিতবে ভারত। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। আর সেটাকে কাজে লাগায় কালোবাজারিরা। চলে টিকিট ব্ল্যাক। আজ ইডেন চত্বরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে টিকিটের কালোবাজারি করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে।Body:পুলিশ সূত্রে খবর, লালবাজার গোয়েন্দা বিভাগের অ্যান্টি রাউডি সেকশনের অফিসাররা প্রতিমুহূর্তে নজর রাখছিলেন ইডেন এবং চারপাশের এলাকায়। গোয়েন্দারা ছড়িয়ে ছিল সর্বত্র। সেই সূত্রে আজ ফের টিকিট ব্ল্যাক করার সময় গ্রেপ্তার করা হলো ১০ জনকে। তাদের কাছে উদ্ধার হয়েছে ১০৪ টি তৃতীয় দিনের টিকিট।
Conclusion:গোলাপি বল ইডেনের সবুজ গালিচায় পড়ার আগেই মাঠে নেমে পরে কালোবাজারিরা। শেষ তিন দিনে মোট ৩১ জনকে টিকিট ব্ল্যাক করার অপরাধে গ্রেপ্তার করল পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.