ETV Bharat / state

রাজ্যে আরও 3 কোরোনা আক্রান্তের হদিশ - Corona in Kolkata

রাজ্যে আরও তিন কোরোনা আক্রান্তের হদিশ । এই তিনজন বালিগঞ্জের কোরোনা আক্রান্তের বাবা-মা ও তাঁদের বাড়ির এক পরিচারিকা ৷

কোরোনা আক্রান্ত
কোরোনা আক্রান্ত
author img

By

Published : Mar 22, 2020, 8:26 PM IST

Updated : Mar 22, 2020, 9:27 PM IST

কলকাতা, 22 মার্চ : রাজ্যে আরও তিন কোরোনা আক্রান্তের হদিশ মিলল । বালিগঞ্জের বাসিন্দা যে যুবক আক্রান্ত হয়েছেন, এই তিন জনের দুইজন তাঁর মা-বাবা এবং অন্যজন তাঁদের পরিচারিকা । এই তিনজনকেই কলকাতার ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে । এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত ৷

20 মার্চ সকালে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ এলাকার বাসিন্দা 22 বছরের এক যুবক COVID-19-এ আক্রান্ত বলে জানা যায় । তিনিও ইংল্যান্ড থেকে ফিরেছিলেন । তারপর থেকেই বালিগঞ্জে ওই আক্রান্ত যুবকের আবাসনে চলে যান স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ৷ একগুচ্ছ নির্দেশিকা চালু করা হয় সেখানে ৷ আজ সন্ধ্যায় জানা যায়, ওই যুবকের বাবা-মা ও তাঁদের বাড়ির এক পরিচারিকাও কোরোনাতে আক্রান্ত ৷ নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত বিষয়টি নিয়ে বলেন, "আরও তিনটি COVID-19 পজ়িটিভ পাওয়া গিয়েছে ৷"

বালিগঞ্জ আবাসনের ওই যুবক কোরোনা আক্রান্ত জানার পর থেকেই তাঁর বাড়ির 11জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল ৷ তাঁদের মধ্যে চারজনের জ্বর, সর্দি-কাশির সমস্যা দেখা দেওয়ায় গতকাল তাঁদের বেলেঘাটা ID হাসপাতালে ভরতি করা হয় ৷ তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহও করা হয় ৷ আজ সেই রিপোর্টে জানা যায়, তিনটি পজ়িটিভ ৷ এই তিনজনকে বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ৷ এই ওয়ার্ডেই কলকাতার আরও তিনজন আক্রান্ত রয়েছেন ৷ বাকি একজনের চিকিৎসা চলছে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ৷

17 মার্চ রাতে এ রাজ্যে প্রথম কোরোনা আক্রান্তের হদিশ পাওয়া যায় । 18 বছরের আক্রান্ত এই যুবক দক্ষিণ কলকাতার বাসিন্দা । তিনি লন্ডন থেকে ফিরেছিলেন । তারপর 20 মার্চ সকালে বালিগঞ্জের এই যুবক কোরোনা আক্রান্ত বলে জানা যায় । গতকাল, 21 মার্চ সকালে তৃতীয় আক্রান্তের হদিশ মেলে । বছর 23-এর আক্রান্ত এই যুবতি উত্তর 24 পরগনার হাবড়ার বাসিন্দা । এই যুবতি স্কটল্যান্ড থেকে ফিরেছিলেন । আর গতকাল সন্ধ্যার পরে চতুর্থ আক্রান্তের হদিশ মেলে । 57 বছর বয়সি এই ব্যক্তি দমদমের বাসিন্দা ।

কলকাতা, 22 মার্চ : রাজ্যে আরও তিন কোরোনা আক্রান্তের হদিশ মিলল । বালিগঞ্জের বাসিন্দা যে যুবক আক্রান্ত হয়েছেন, এই তিন জনের দুইজন তাঁর মা-বাবা এবং অন্যজন তাঁদের পরিচারিকা । এই তিনজনকেই কলকাতার ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে । এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত ৷

20 মার্চ সকালে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ এলাকার বাসিন্দা 22 বছরের এক যুবক COVID-19-এ আক্রান্ত বলে জানা যায় । তিনিও ইংল্যান্ড থেকে ফিরেছিলেন । তারপর থেকেই বালিগঞ্জে ওই আক্রান্ত যুবকের আবাসনে চলে যান স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ৷ একগুচ্ছ নির্দেশিকা চালু করা হয় সেখানে ৷ আজ সন্ধ্যায় জানা যায়, ওই যুবকের বাবা-মা ও তাঁদের বাড়ির এক পরিচারিকাও কোরোনাতে আক্রান্ত ৷ নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত বিষয়টি নিয়ে বলেন, "আরও তিনটি COVID-19 পজ়িটিভ পাওয়া গিয়েছে ৷"

বালিগঞ্জ আবাসনের ওই যুবক কোরোনা আক্রান্ত জানার পর থেকেই তাঁর বাড়ির 11জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল ৷ তাঁদের মধ্যে চারজনের জ্বর, সর্দি-কাশির সমস্যা দেখা দেওয়ায় গতকাল তাঁদের বেলেঘাটা ID হাসপাতালে ভরতি করা হয় ৷ তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহও করা হয় ৷ আজ সেই রিপোর্টে জানা যায়, তিনটি পজ়িটিভ ৷ এই তিনজনকে বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ৷ এই ওয়ার্ডেই কলকাতার আরও তিনজন আক্রান্ত রয়েছেন ৷ বাকি একজনের চিকিৎসা চলছে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ৷

17 মার্চ রাতে এ রাজ্যে প্রথম কোরোনা আক্রান্তের হদিশ পাওয়া যায় । 18 বছরের আক্রান্ত এই যুবক দক্ষিণ কলকাতার বাসিন্দা । তিনি লন্ডন থেকে ফিরেছিলেন । তারপর 20 মার্চ সকালে বালিগঞ্জের এই যুবক কোরোনা আক্রান্ত বলে জানা যায় । গতকাল, 21 মার্চ সকালে তৃতীয় আক্রান্তের হদিশ মেলে । বছর 23-এর আক্রান্ত এই যুবতি উত্তর 24 পরগনার হাবড়ার বাসিন্দা । এই যুবতি স্কটল্যান্ড থেকে ফিরেছিলেন । আর গতকাল সন্ধ্যার পরে চতুর্থ আক্রান্তের হদিশ মেলে । 57 বছর বয়সি এই ব্যক্তি দমদমের বাসিন্দা ।

Last Updated : Mar 22, 2020, 9:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.