ETV Bharat / state

রাজ্যে নতুন করে কোরোনায় আক্রান্ত 389 - total covid 19 cases confirmed

আজ আরও 389 জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 11,087 । আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও । এপর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে রাজ্য়ে মোট 475 জনের মৃত্যু হয়েছে ।

কলকাতা
কলকাতা
author img

By

Published : Jun 14, 2020, 8:56 PM IST

কলকাতা, 14 জুন : রাজ্যে নতুন করে 389 জন কোরোনায় আক্রান্ত হলেন । এনিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 11,087 । বেড়েছে মৃতের সংখ্যাও । আজ 12 জনের মৃত্যু হয়েছে । এনিয়ে রাজ্যে কোরোনায় মোট 475 জনের মৃত্যু হল । মৃতদের মধ্যে অনেকে অন্যান্য রোগেও আক্রান্ত ।

আজ সুস্থ হয়ে 518 জন বাড়ি ফিরেছেন । এপর্যন্ত রাজ্যে মোট 5,060 জন সুস্থ হয়ে উঠেছেন । রাজ্যে সুস্থতার হার 45.63 শতাংশ । রাজ্যে গতকাল পর্যন্ত 3,24,707 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । আজ 9,026 জনের নমুনা পরীক্ষা করা হয় । এপর্যন্ত মোট 3,33,733 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । প্রতি 10 লাখে 3,708 জনের পরীক্ষা করা হয়েছে ।

নমুনা পরীক্ষার পর বর্তমানে কোরোনা আক্রান্তের হার বেড়ে দাঁড়িয়েছে 3.32 শতাংশ । রাজ্যে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্য়া 45টি । এই সপ্তাহে আরও দু'টি ল্যাবরেটরি যুক্ত হয়েছে । এর মধ্য়ে একটি ল্য়াবরেটরি এখনও অনুমোদন পায়নি । রাজ্য়ে মোট সরকারি কোয়ারানটিনের সংখ্য়া 582টি । বর্তমানে সেখানে 14,259 জন রয়েছেন । এপর্যন্ত সরকারি কোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছেন 81,930 জন । বর্তমানে হোম কোয়ারানটিনে রয়েছেন 1,57,923 জন । এপর্যন্ত ছাড়া পেয়েছেন 1,19,628 জন ।

ভিনরাজ্য থেকে যাঁরা ফিরছেন, তাঁদের জন্য এই মুহূর্তে রাজ্যে 10,318টি কোয়ারানটিন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে । বর্তমানে সেখানে 94,529 জন রয়েছেন । ছাড়া পেয়েছেন 1,46,965 জন। এই মুহূর্তে রাজ্যে কোরোনা হাসপাতালের সংখ্যা 69টি । এর মধ্যে 16টি সরকারি ও 53টি বেসরকারি হাসপাতাল। কোরোনা হাসপাতাগুলিতে মোট শয্য়ার সংখ্যা 8,785 । ICU যুক্ত শয্যার সংখ্যা 920। এই মুহূর্তে হাসপাতালগুলিতে মোট ভেন্টিলেটরের সংখ্য়া 392 ।

কলকাতা, 14 জুন : রাজ্যে নতুন করে 389 জন কোরোনায় আক্রান্ত হলেন । এনিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 11,087 । বেড়েছে মৃতের সংখ্যাও । আজ 12 জনের মৃত্যু হয়েছে । এনিয়ে রাজ্যে কোরোনায় মোট 475 জনের মৃত্যু হল । মৃতদের মধ্যে অনেকে অন্যান্য রোগেও আক্রান্ত ।

আজ সুস্থ হয়ে 518 জন বাড়ি ফিরেছেন । এপর্যন্ত রাজ্যে মোট 5,060 জন সুস্থ হয়ে উঠেছেন । রাজ্যে সুস্থতার হার 45.63 শতাংশ । রাজ্যে গতকাল পর্যন্ত 3,24,707 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । আজ 9,026 জনের নমুনা পরীক্ষা করা হয় । এপর্যন্ত মোট 3,33,733 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । প্রতি 10 লাখে 3,708 জনের পরীক্ষা করা হয়েছে ।

নমুনা পরীক্ষার পর বর্তমানে কোরোনা আক্রান্তের হার বেড়ে দাঁড়িয়েছে 3.32 শতাংশ । রাজ্যে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্য়া 45টি । এই সপ্তাহে আরও দু'টি ল্যাবরেটরি যুক্ত হয়েছে । এর মধ্য়ে একটি ল্য়াবরেটরি এখনও অনুমোদন পায়নি । রাজ্য়ে মোট সরকারি কোয়ারানটিনের সংখ্য়া 582টি । বর্তমানে সেখানে 14,259 জন রয়েছেন । এপর্যন্ত সরকারি কোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছেন 81,930 জন । বর্তমানে হোম কোয়ারানটিনে রয়েছেন 1,57,923 জন । এপর্যন্ত ছাড়া পেয়েছেন 1,19,628 জন ।

ভিনরাজ্য থেকে যাঁরা ফিরছেন, তাঁদের জন্য এই মুহূর্তে রাজ্যে 10,318টি কোয়ারানটিন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে । বর্তমানে সেখানে 94,529 জন রয়েছেন । ছাড়া পেয়েছেন 1,46,965 জন। এই মুহূর্তে রাজ্যে কোরোনা হাসপাতালের সংখ্যা 69টি । এর মধ্যে 16টি সরকারি ও 53টি বেসরকারি হাসপাতাল। কোরোনা হাসপাতাগুলিতে মোট শয্য়ার সংখ্যা 8,785 । ICU যুক্ত শয্যার সংখ্যা 920। এই মুহূর্তে হাসপাতালগুলিতে মোট ভেন্টিলেটরের সংখ্য়া 392 ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.