কলকাতা, 17 জুলাই: রবিবার কলকাতায় এক অটিস্টিক যুবককে হেনস্তা ও মারধরের অভিযোগে তিন অভিযুক্ত যুবককে আটক করেছে টালিগঞ্জ থানায় পুলিশ ৷ তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, রাস্তার সিসিটিভি ফুটেজ এবং পারিপার্শ্বিক তথ্য ও প্রমাণ জোগাড় করে আপাতত এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা । টালিগঞ্জ থানায় একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিকও উপস্থিত আছেন বলে খবর। রবিবার সন্ধ্যায় ঠিক কী ঘটনা ঘটেছিল এবং কেন ওই অটিস্টিক যুবককে মারধর করা হল, তা জানার চেষ্টা চলছে ৷
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় টালিগঞ্জ থানা এলাকার চেতলার সেন্ট্রাল পার্কের কাছে অনভিপ্রেত ঘটনাটি ঘটে। অভিযোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান সেরে যখন বাড়ি ফিরছিলেন বিশেষভাবে সক্ষম ওই যুবক তখন তাঁর পথ আটকায় চার যুবক ৷ তাঁকে নাচতে বলে তারা। বিশেষভাবে সক্ষম সেই যুবক তাঁর পথ ছাড়তে বললে, ওই অভিযুক্তরা ব্যঙ্গ-বিদ্রূপ শুরু করে। এরপর সেই যুবক পুলিশের কাছে অভিযোগ জানানোর কথা বললে তাঁকে বেধড়ক মারধর করে ওই চার যুবক ।
এরপর আক্রান্ত যুবককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । মাথায় আঘাত পেয়েছেন অটিজম আক্রান্ত ওই যুবক ৷ তাঁর শরীরের অন্যান্য জায়গাতেও চোট রয়েছে ৷ ঘটনার পর আহতের পরিবারের তরফে টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ চেতলা এলাকাতেই বাড়ি ওই আক্রান্ত যুবকের ৷
আরও পড়ুন: স্কুলের পঠনপাঠনেই অটিজম নিয়ে সচেতনতা থাকা উচিত, বলছেন মনোবিদ সন্দীপ্তা
আক্রান্ত যুবকের পরিবারের সদস্যদের অভিযোগ, গত এক মাস ধরে ওই এলাকায় বেশ কয়েকজন যুবক মাঝে মধ্যেই তাঁর পথ আটকাচ্ছিল ৷ মাঝেমধ্যেই তাঁকে নিয়ে ঠাট্টা-ইয়ার্কি করতো অভিযুক্তরা ৷ প্রথম দিকে এই ঘটনাকে এতটা গুরুত্ব দেয়নি আক্রান্তের পরিবার ৷ তবে রবিবার অভিযুক্তরা সরাসরি গায়ে হাত তোলে ওই বিশেষভাবে সক্ষম ওই যুবকের গায়ে ৷