ETV Bharat / state

এবার গোটা পশ্চিমবঙ্গই রেড জ়োনে চলে যাবে : দিলীপ ঘোষ - রেড জ়োন ইশুতে মন্তব্য দিলীপ ঘোষের

রাহুল সিনহার পর রেড জ়োন নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

Dilip Ghosh
দিলীপ ঘোষ
author img

By

Published : May 1, 2020, 10:51 PM IST

Updated : May 2, 2020, 1:03 AM IST

কলকাতা , 1 মে : এবার গোটা পশ্চিমবঙ্গই রেড জ়োনে চলে যাবে । রাহুল সিনহার পর এবার রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।


রেড জ়োন ইশুতে কেন্দ্র ও রাজ্য সংঘাতের মধ্যেই দিলীপবাবু ঘোষ বলেন , "রেড, অরেঞ্জ ,গ্রিন জ়োন নিয়ে খুব বির্তক চলছে । সরকার চারটি জেলাকে রেড জ়োন করে বাকি জেলাগুলিকে গ্রিন ও অরেঞ্জ জ়োন করেছিল । আমাদের কাছে যে তথ্য এসেছিল , সেই তথ্য অনুযায়ী বিভাজন কোনওভাবেই ঠিক ছিল না । পশ্চিম বর্ধমান ও মালদাকে গ্রিন জ়োন করেছিল ৷ কিন্তু সেখানেও কোরোনা ধরা পড়ে । আমাদের সন্দেহ হচ্ছিল । কেন্দ্রীয় সরকার এই তথ্যের উপর ভিত্তি করে চারটির সঙ্গে আরও ছয়টি জেলাকে রেড জ়োনে নিয়ে গেছে । আমার সবার কাছে আবেদন আপনারা সতর্ক থাকুন । যাতে সংক্রমণ না হয় সেই চেষ্টা করুন । সরকারও যেন সব তথ্য সবার সামনে নিয়ে আসে ।"

আলিপুরদুয়ারে BJP-র দলীয় কার্যালয়ে চাল মজুত নিয়ে যে অভিযোগ উঠছে , সেটা সম্পূর্ণ মিথ্যা বলে জানান দিলীপ ঘোষ । তাঁর বক্তব্য , "চাল চুরি তৃণমূলের পেশা । এটা নিয়ে তৃণমূল মিথ্যে প্রচার করছে । লোকসভা নির্বাচনের সময় ওই অফিসটা BJP ভাড়া নিয়েছিল । অনেক আগেই সেটা ছেড়ে দিয়েছে ।"

তিনি আরও বলেন , "লকডাউনের ফলে রাজ্যের অনেক মানুষই ভিনরাজ্যে আটকে আছে । আজ কেন্দ্রীয় সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে তাদের আনার ব্যবস্থা করেছে । কেন্দ্রীয় সরকার স্পেশাল ট্রেন চালু করছে । ছাত্রছাত্রী, পরিযায়ী শ্রমিক ও পর্যটকরা লকডাউনে ভিন রাজ্যে আটকে ছিল । কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের বাড়ি ফেরানোর জন্য যে উদ্যোগ নিয়েছে , তার জন্য ধন্যবাদ জানাচ্ছি ৷ আর রাজস্থানের কোটা থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আসার জন্য রাজ্য প্রশাসন বাসের ব্যবস্থা করেছে । কিন্ত তাদের নিয়ে আসার জন্য যে ধরনের ব্যবস্থা করার দরকার ছিল , সেটাও করা হয়নি । পানীয় জল ও খাবারের ব্যবস্থা নিয়ে বিস্তর অভিযোগ এসেছে । সেটা নিয়ে প্রশাসনের ভাবনাচিন্তা করা দরকার । "

কলকাতা , 1 মে : এবার গোটা পশ্চিমবঙ্গই রেড জ়োনে চলে যাবে । রাহুল সিনহার পর এবার রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।


রেড জ়োন ইশুতে কেন্দ্র ও রাজ্য সংঘাতের মধ্যেই দিলীপবাবু ঘোষ বলেন , "রেড, অরেঞ্জ ,গ্রিন জ়োন নিয়ে খুব বির্তক চলছে । সরকার চারটি জেলাকে রেড জ়োন করে বাকি জেলাগুলিকে গ্রিন ও অরেঞ্জ জ়োন করেছিল । আমাদের কাছে যে তথ্য এসেছিল , সেই তথ্য অনুযায়ী বিভাজন কোনওভাবেই ঠিক ছিল না । পশ্চিম বর্ধমান ও মালদাকে গ্রিন জ়োন করেছিল ৷ কিন্তু সেখানেও কোরোনা ধরা পড়ে । আমাদের সন্দেহ হচ্ছিল । কেন্দ্রীয় সরকার এই তথ্যের উপর ভিত্তি করে চারটির সঙ্গে আরও ছয়টি জেলাকে রেড জ়োনে নিয়ে গেছে । আমার সবার কাছে আবেদন আপনারা সতর্ক থাকুন । যাতে সংক্রমণ না হয় সেই চেষ্টা করুন । সরকারও যেন সব তথ্য সবার সামনে নিয়ে আসে ।"

আলিপুরদুয়ারে BJP-র দলীয় কার্যালয়ে চাল মজুত নিয়ে যে অভিযোগ উঠছে , সেটা সম্পূর্ণ মিথ্যা বলে জানান দিলীপ ঘোষ । তাঁর বক্তব্য , "চাল চুরি তৃণমূলের পেশা । এটা নিয়ে তৃণমূল মিথ্যে প্রচার করছে । লোকসভা নির্বাচনের সময় ওই অফিসটা BJP ভাড়া নিয়েছিল । অনেক আগেই সেটা ছেড়ে দিয়েছে ।"

তিনি আরও বলেন , "লকডাউনের ফলে রাজ্যের অনেক মানুষই ভিনরাজ্যে আটকে আছে । আজ কেন্দ্রীয় সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে তাদের আনার ব্যবস্থা করেছে । কেন্দ্রীয় সরকার স্পেশাল ট্রেন চালু করছে । ছাত্রছাত্রী, পরিযায়ী শ্রমিক ও পর্যটকরা লকডাউনে ভিন রাজ্যে আটকে ছিল । কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের বাড়ি ফেরানোর জন্য যে উদ্যোগ নিয়েছে , তার জন্য ধন্যবাদ জানাচ্ছি ৷ আর রাজস্থানের কোটা থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আসার জন্য রাজ্য প্রশাসন বাসের ব্যবস্থা করেছে । কিন্ত তাদের নিয়ে আসার জন্য যে ধরনের ব্যবস্থা করার দরকার ছিল , সেটাও করা হয়নি । পানীয় জল ও খাবারের ব্যবস্থা নিয়ে বিস্তর অভিযোগ এসেছে । সেটা নিয়ে প্রশাসনের ভাবনাচিন্তা করা দরকার । "

Last Updated : May 2, 2020, 1:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.