ETV Bharat / state

এবার কলকাতা মেট্রোর সবকটি দপ্তরে স্যানিটাইজ়েশন - kolkata metro

সংক্রমণ ছড়িয়েছে মেট্রো ভবন অর্থাৎ মেট্রোর প্রধান দপ্তরে। কয়েকজন RPF কর্মীও কোরোনায় সংক্রমিত হয়েছে । একজন কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর । এরপরই কলকাতা মেট্রোর সবকটি দপ্তরে স্যানিটাইজ়েশনের কাজ শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ ৷

metro
metro
author img

By

Published : Jul 26, 2020, 4:15 AM IST

কলকাতা, 26 জুলাই : ইস্ট-ওয়েস্ট মেট্রোর একাধিক কর্মীর শরীরে আগেই ধরা পড়েছিল কোরোনা ভাইরাসের সংক্রমণ ৷ এবার কোরোনার সংক্রমণ ধরা পড়ল নর্থ-সাউথ মেট্রো পরিষেবার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন কর্মীর শরীরে ৷ এরপরই আতঙ্ক ছড়িয়েছে কর্মীদের মধ্যে ৷ ইতিমধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর কয়েকটি অফিস স্যানিটাইজ় করা হয়েছে ৷ এবার কলকাতা মেট্রোর সবকটি বিল্ডিং স্যানিটাইজ় করার কাজ শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ ৷

কোরোনা সংক্রমণের জেরে বন্ধ রয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর বউবাজারে সুড়ঙ্গ খননের কাজ। সংক্রমণ ছড়িয়েছে মেট্রো ভবন অর্থাৎ মেট্রোর প্রধান দপ্তরে। কয়েকজন RPF কর্মীও কোরোনায় সংক্রমিত হয়েছে । একজন কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর । সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় পার্ক স্ট্রিটের প্রধান দপ্তর, তপন সিনহা মেমোলরিয়াল হাসপাতাল, কার্শেড, মেট্রো কোয়ার্টার কমপ্লেক্স সহ মেট্রোর অন্যান্য অফিসগুলি নিয়মিত স্যায়নিটাইজ় করানো হচ্ছে ।

metro
অফিসের ভিতর চলছে স্যানিটাইজ়েশনের কাজ
কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী মেট্রোরেল হাসপাতাল অর্থাৎ টালিগঞ্জের তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালে তৈরি করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য রাখা হয়েছে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা । হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়োগ করা হয়েছে চিকিৎসক ও প্যারামেডিকেল নার্স। আইসোলেশন ওয়ার্ডগুলিতে রয়েছে হেপা ফিল্টার, লামিনার এয়ার ফ্লো ব্যবস্থা, সেকশন মেশিন, পালস অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার সহ আরও অন্যান্য সরঞ্জাম।

কলকাতা, 26 জুলাই : ইস্ট-ওয়েস্ট মেট্রোর একাধিক কর্মীর শরীরে আগেই ধরা পড়েছিল কোরোনা ভাইরাসের সংক্রমণ ৷ এবার কোরোনার সংক্রমণ ধরা পড়ল নর্থ-সাউথ মেট্রো পরিষেবার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন কর্মীর শরীরে ৷ এরপরই আতঙ্ক ছড়িয়েছে কর্মীদের মধ্যে ৷ ইতিমধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর কয়েকটি অফিস স্যানিটাইজ় করা হয়েছে ৷ এবার কলকাতা মেট্রোর সবকটি বিল্ডিং স্যানিটাইজ় করার কাজ শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ ৷

কোরোনা সংক্রমণের জেরে বন্ধ রয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর বউবাজারে সুড়ঙ্গ খননের কাজ। সংক্রমণ ছড়িয়েছে মেট্রো ভবন অর্থাৎ মেট্রোর প্রধান দপ্তরে। কয়েকজন RPF কর্মীও কোরোনায় সংক্রমিত হয়েছে । একজন কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর । সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় পার্ক স্ট্রিটের প্রধান দপ্তর, তপন সিনহা মেমোলরিয়াল হাসপাতাল, কার্শেড, মেট্রো কোয়ার্টার কমপ্লেক্স সহ মেট্রোর অন্যান্য অফিসগুলি নিয়মিত স্যায়নিটাইজ় করানো হচ্ছে ।

metro
অফিসের ভিতর চলছে স্যানিটাইজ়েশনের কাজ
কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী মেট্রোরেল হাসপাতাল অর্থাৎ টালিগঞ্জের তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালে তৈরি করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য রাখা হয়েছে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা । হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়োগ করা হয়েছে চিকিৎসক ও প্যারামেডিকেল নার্স। আইসোলেশন ওয়ার্ডগুলিতে রয়েছে হেপা ফিল্টার, লামিনার এয়ার ফ্লো ব্যবস্থা, সেকশন মেশিন, পালস অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার সহ আরও অন্যান্য সরঞ্জাম।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.