ETV Bharat / state

"ছুরি চালাচালির সময় এটা নয়", কল্যাণকে জবাব রাজ্যপালের - This is not the time for bicker or sharpen knives, governor jagdeep dhankhad worte to kalyan bannerjee

বেশ কয়েকদিন ধরে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর পত্র যুদ্ধ চলছে । তার মধ্যেই রাজ্যপাল BJP-র রাজনৈতিক প্রচারে নেমেছেন অভিযোগ করে মঙ্গল ও বুধবার সকালে রাজ্যপালকে চিঠি পাঠান লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।

Jagdeep Dhankhar
Jagdeep Dhankhar
author img

By

Published : Apr 29, 2020, 11:33 PM IST

কলকাতা, 29 এপ্রিল: ফের চিঠি, ফের একে অপরকে আক্রমণ । তবে এটাই চূড়ান্ত চিঠি । শ্রীরামপুরের সাংসদ তথা লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চিঠির জবাবে পাল্টা পত্র প্রেরণ করে যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । যদিও তার আগে তিনি অনুরোধ করেছেন যে এই সংকটের সময়ে একে অপরের সঙ্গ তর্ক-বিতর্ক বা তীক্ষ্ম ছুরির ফলায় বিদ্ধ না করলেই ভালো হয় ।

বুধবার সকালে রাজ্যপালকে ফের চিঠি পাঠান কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তার পরিপ্রেক্ষিতে দেওয়া উত্তরের চিঠি টুইট করেন ধনকড় । সেখানে তিনি কল্যাণকে উদ্দেশ্য করে লিখেছেন, "সাজিয়ে দেওয়া কথা না বলে রাজ্যের পরিস্থিতির দিকে নজর দিন । মুখ্যমন্ত্রীর হয় বেশি কথা না বলাই ভালো । রাজ্যপালকে ছুরি মারার সময় এটা নয় । এইসময় রাজ্যের জন্য কী কী করা উচিত তা মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন । নিজেদের মধ্যে লড়াই না করে কোরোনা পরিস্থিতির কীভাবে মোকাবিলা করা যায় সেটাই বরং দেখি ।" এর পাশাপাশি কোরোনা মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতার খতিয়ান দিয়েছেন তিনি ।

  • Final response to Kalyan Banerjee. Urged him-listen to ‘conscience’ and call of duty rather than be driven by external ‘script’. Remote controlled steps are unworthy for men of worth

    Time to engage in Covid 19!battle than be part of emerging strategy to combat Governor.(1/2) pic.twitter.com/F7s2gK2lh2

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বেশ কয়েকদিন ধরে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর পত্র যুদ্ধ চলছে । তার মধ্যেই রাজ্যপাল BJP-র রাজনৈতিক প্রচারে নেমেছেন অভিযোগ করে মঙ্গল ও বুধবার সকালে রাজ্যপালকে চিঠি পাঠান লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।

কলকাতা, 29 এপ্রিল: ফের চিঠি, ফের একে অপরকে আক্রমণ । তবে এটাই চূড়ান্ত চিঠি । শ্রীরামপুরের সাংসদ তথা লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চিঠির জবাবে পাল্টা পত্র প্রেরণ করে যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । যদিও তার আগে তিনি অনুরোধ করেছেন যে এই সংকটের সময়ে একে অপরের সঙ্গ তর্ক-বিতর্ক বা তীক্ষ্ম ছুরির ফলায় বিদ্ধ না করলেই ভালো হয় ।

বুধবার সকালে রাজ্যপালকে ফের চিঠি পাঠান কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তার পরিপ্রেক্ষিতে দেওয়া উত্তরের চিঠি টুইট করেন ধনকড় । সেখানে তিনি কল্যাণকে উদ্দেশ্য করে লিখেছেন, "সাজিয়ে দেওয়া কথা না বলে রাজ্যের পরিস্থিতির দিকে নজর দিন । মুখ্যমন্ত্রীর হয় বেশি কথা না বলাই ভালো । রাজ্যপালকে ছুরি মারার সময় এটা নয় । এইসময় রাজ্যের জন্য কী কী করা উচিত তা মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন । নিজেদের মধ্যে লড়াই না করে কোরোনা পরিস্থিতির কীভাবে মোকাবিলা করা যায় সেটাই বরং দেখি ।" এর পাশাপাশি কোরোনা মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতার খতিয়ান দিয়েছেন তিনি ।

  • Final response to Kalyan Banerjee. Urged him-listen to ‘conscience’ and call of duty rather than be driven by external ‘script’. Remote controlled steps are unworthy for men of worth

    Time to engage in Covid 19!battle than be part of emerging strategy to combat Governor.(1/2) pic.twitter.com/F7s2gK2lh2

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বেশ কয়েকদিন ধরে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর পত্র যুদ্ধ চলছে । তার মধ্যেই রাজ্যপাল BJP-র রাজনৈতিক প্রচারে নেমেছেন অভিযোগ করে মঙ্গল ও বুধবার সকালে রাজ্যপালকে চিঠি পাঠান লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.