কলকাতা, 10 জুন : এখনই দেখা মিলছে না বর্ষার । আগামী তিনদিন পশ্চিমের জেলাগুলিতে আরও বাড়বে তাপমাত্রা । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপপ্রবাহ চলবে । এর পাশাপাশি কলকাতার তাপমাত্রা বেড়ে 37-38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে আদ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম থাকবে কলকাতায় ।
আগামী তিনদিন দক্ষিণবঙ্গের মধ্যে বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে অস্বস্তিকর গরম থাকবে । কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ ও বর্ধমানে তাপমাত্রা বাড়বে । কেরালার পর আজ মিজোরামের সীমানা ছুঁয়েছে বর্ষা। আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে । বর্ষা আসতে প্রায় 10 দিন অপেক্ষা করতে হবে । তবে উত্তরবঙ্গের প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে । উত্তরবঙ্গের 5 জেলায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ।
আলিপুর আবহাওয়া অফিসের সহ অধিকর্তা গণেশ দাস বলেন, "আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে । যা আগামী 6 ঘণ্টায় অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে । আগামী 24 ঘণ্টায় যা ঘূর্ণিঝড়ে পরিণত হবে । এই মুহূর্তে নিম্নচাপটি লাক্ষাদ্বীপের কাছাকাছি অবস্থান করছে ।" তবে, এর কোনও প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস ।