ETV Bharat / state

প্রধানমন্ত্রীর রাজ্যসফর ঘিরে কড়া নিরাপত্তা জারি কলকাতা বিমানবন্দরে - narendra modi in Kolkata

কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বিমানবন্দরের সামনের এলাকা । ইতিমধ্যে বিমানবন্দরের ভিতরে নরেন্দ্র মোদির কনভয়ের গাড়িগুলো ঢুকেছে । প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বিমানবন্দর ও বিমানবন্দর সংলগ্ন এলাকায় ।

airport
airport
author img

By

Published : Jan 11, 2020, 3:21 PM IST

কলকাতা, 11 জানুয়ারি : প্রধানমন্ত্রী বাংলা সফরকে কেন্দ্র করে উত্তপ্ত শহর । জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ । পোড়ানো হচ্ছে মোদির কুশপুত্তলিকা । রাজভবন চত্বরে মিছিল আটাকানোর জন্য মোতায়েন কড়া পুলিশ নিরাপত্তা । যাদবপুরে অবরোধ চলছে । 4টে নাগাদ শহরে পৌঁছাবেন মোদি । নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে কড়া নিরাপত্তা ।

কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বিমানবন্দরের সামনের এলাকা । ইতিমধ্যে বিমানবন্দরের ভিতরে নরেন্দ্র মোদির কনভয়ের গাড়িগুলো ঢুকেছে । প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বিমানবন্দর ও বিমানবন্দর সংলগ্ন এলাকায় ।

দেখুন ভিডিয়োয়...

SPG সুরক্ষা রয়েছে । বিধাননগর পুলিশ রয়েছে সেখানে । উপস্থিত বম স্কয়্যাডের প্রতিনিধি দল । CISF এর পাশাপাশি মোতায়েন হয়েছে RAF । আঁটসাঁট নিরাপত্তা গোটা কলকাতা বিমান বন্দরে । যদি সড়ক পথে প্রধানমন্ত্রী যান সেইজন্য ব্যবস্থা রাখা হয়েছে ।

কলকাতা, 11 জানুয়ারি : প্রধানমন্ত্রী বাংলা সফরকে কেন্দ্র করে উত্তপ্ত শহর । জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ । পোড়ানো হচ্ছে মোদির কুশপুত্তলিকা । রাজভবন চত্বরে মিছিল আটাকানোর জন্য মোতায়েন কড়া পুলিশ নিরাপত্তা । যাদবপুরে অবরোধ চলছে । 4টে নাগাদ শহরে পৌঁছাবেন মোদি । নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে কড়া নিরাপত্তা ।

কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বিমানবন্দরের সামনের এলাকা । ইতিমধ্যে বিমানবন্দরের ভিতরে নরেন্দ্র মোদির কনভয়ের গাড়িগুলো ঢুকেছে । প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বিমানবন্দর ও বিমানবন্দর সংলগ্ন এলাকায় ।

দেখুন ভিডিয়োয়...

SPG সুরক্ষা রয়েছে । বিধাননগর পুলিশ রয়েছে সেখানে । উপস্থিত বম স্কয়্যাডের প্রতিনিধি দল । CISF এর পাশাপাশি মোতায়েন হয়েছে RAF । আঁটসাঁট নিরাপত্তা গোটা কলকাতা বিমান বন্দরে । যদি সড়ক পথে প্রধানমন্ত্রী যান সেইজন্য ব্যবস্থা রাখা হয়েছে ।

Intro:কলকাতা বিমানবন্দরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল। বিমানবন্দরের ভিতরে নরেন্দ্র মোদির কনভয়ের গাড়িগুলো ঢুকেছে ইতিমধ্যে। প্রধানমন্ত্রীর আগমনের অন্তিম মুহূর্তের প্রস্তুতি চলছে। Body:আছে SPG ও বিধাননগর পুলিশ এছাড়া বোম স্কয়ার এবং সিআইএসএফ এছাড়া RAF মোতায়েন করা হয়েছে। একেবারে বলা যায় আঁটোসাঁটো নিরাপত্তা গোটা কলকাতা বিমান বন্দরে। যদি সড়ক পথে প্রধানমন্ত্রী যান সেইজন্য ব্যবস্থা রাখা হয়েছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.