ETV Bharat / state

বুদ্ধিজীবীদের চিঠি লেখার পিছনে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ রয়েছে : তথাগত রায় - kolkata

প্রধানমন্ত্রীকে চিঠি লেখা প্রসঙ্গে বুদ্ধিজীবীদের আক্রমণ করলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় ৷ বলেন, বুদ্ধিজীবীদের লেখা চিঠিতে একপেশে মনোভাব প্রকাশিত ৷ এর পিছনে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ রয়েছে ৷

ফাইল ফোটো
author img

By

Published : Jul 26, 2019, 11:33 PM IST

কলকাতা, 26 জুলাই : বুদ্ধিজীবীদের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানো নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি ৷ এই পরিস্থিতিতে বুদ্ধিজীবীদের চিঠি লেখার পিছনে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ দেখছেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় ৷ আজ কলকাতার রাসবিহারীর বাসভবনে তথাগত রায় বলেন, "গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রীকে যে কেউ চিঠি লিখতে পারে ৷ কিন্তু তথাকথিত বুদ্ধিজীবী যখন এইরকম চিঠি লেখেন তখন তাঁদের চিঠির মধ্যে একটা ভারসাম্য থাকবে ৷ এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে ৷ অর্থনৈতিক কারণও থাকতে পারে ৷"

তথাগত রায় বুদ্ধিজীবীদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন ৷ বলেন, "49 জন বুদ্ধিজীবীর চিঠিতে সব থেকে আপত্তিজনক ব্যাপারটা হচ্ছে, তাঁরা জয়শ্রীরামকে খুব নিন্দা করেছেন । জয়শ্রীরাম একটা যুদ্ধের ধ্বনি হয়ে উঠেছে । কিন্তু এই একপেশে মন্তব্য কাম্য নয় । একজন রাজনৈতিক ব্যক্তি এই ধরনের কথা বলতেই পারেন । কিন্তু এরা তো সাধারণ রাজনৈতিক কর্মী নন । রাজনৈতিক কর্মী বলে পরিচয়ও দেন না । তাহলে এই একপেশে মনোভাব কেন ? এর পিছনে অবশ্যই রাজনৈতিক কারণ রয়েছে ৷ অর্থনৈতিক কারণও থাকতে পারে ৷" তিনি আরও বলেন, "কয়েকমাস ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ধরনের কথা চলছে ৷ যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল ৷ আমি তো প্রবল বিরোধী ছিলাম ৷ তখন তারা খুনখারাপি, ধর্ষণ, মিথ্যা সাক্ষ্য অনেক কিছু করেছে ৷ তবে ইদানিং কুকথার রাজনীতি শুরু হয়েছে ৷ এটি অত্যন্ত নিন্দনীয় ৷ একজন হাতের ভঙ্গিমায় দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার বাঁশ দিয়েছে ৷ এগুলো কী ?"

ভিডিয়োয় শুনুন তথাগত রায়ের বক্তব্য

মেঘালয়ের রাজ্যপালের সংযোজন, "এটি একটি গণতান্ত্রিক দেশ । উত্তর কোরিয়া বা সৌদি আরব নয় । যে কেউ প্রধানমন্ত্রীকে চিঠি লিখতেই পারে ৷ তবে তার একটা ভারসাম্য থাকবে ৷ যারা একটি নিরপেক্ষতার ভেক ধরে আছেন, তাঁদের এই ডবল স্ট্যান্ডার্ড বিষয়টি বাদ দিতে হবে ৷ জয়শ্রীরাম স্লোগানের থেকে দশলাখ গুণ বেশি খুন হয়েছে অন্য এক ধ্বনিতে ৷ আমরা সবাই তার শরিক ৷ আমার পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে ধর্মীয় কারণে বিতাড়িত হয়েছি৷ তাই সব বিষয়ে কথা বলা দরকার ৷ একদিক বলা ঠিক নয় ৷"

কলকাতা, 26 জুলাই : বুদ্ধিজীবীদের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানো নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি ৷ এই পরিস্থিতিতে বুদ্ধিজীবীদের চিঠি লেখার পিছনে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ দেখছেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় ৷ আজ কলকাতার রাসবিহারীর বাসভবনে তথাগত রায় বলেন, "গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রীকে যে কেউ চিঠি লিখতে পারে ৷ কিন্তু তথাকথিত বুদ্ধিজীবী যখন এইরকম চিঠি লেখেন তখন তাঁদের চিঠির মধ্যে একটা ভারসাম্য থাকবে ৷ এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে ৷ অর্থনৈতিক কারণও থাকতে পারে ৷"

তথাগত রায় বুদ্ধিজীবীদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন ৷ বলেন, "49 জন বুদ্ধিজীবীর চিঠিতে সব থেকে আপত্তিজনক ব্যাপারটা হচ্ছে, তাঁরা জয়শ্রীরামকে খুব নিন্দা করেছেন । জয়শ্রীরাম একটা যুদ্ধের ধ্বনি হয়ে উঠেছে । কিন্তু এই একপেশে মন্তব্য কাম্য নয় । একজন রাজনৈতিক ব্যক্তি এই ধরনের কথা বলতেই পারেন । কিন্তু এরা তো সাধারণ রাজনৈতিক কর্মী নন । রাজনৈতিক কর্মী বলে পরিচয়ও দেন না । তাহলে এই একপেশে মনোভাব কেন ? এর পিছনে অবশ্যই রাজনৈতিক কারণ রয়েছে ৷ অর্থনৈতিক কারণও থাকতে পারে ৷" তিনি আরও বলেন, "কয়েকমাস ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ধরনের কথা চলছে ৷ যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল ৷ আমি তো প্রবল বিরোধী ছিলাম ৷ তখন তারা খুনখারাপি, ধর্ষণ, মিথ্যা সাক্ষ্য অনেক কিছু করেছে ৷ তবে ইদানিং কুকথার রাজনীতি শুরু হয়েছে ৷ এটি অত্যন্ত নিন্দনীয় ৷ একজন হাতের ভঙ্গিমায় দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার বাঁশ দিয়েছে ৷ এগুলো কী ?"

ভিডিয়োয় শুনুন তথাগত রায়ের বক্তব্য

মেঘালয়ের রাজ্যপালের সংযোজন, "এটি একটি গণতান্ত্রিক দেশ । উত্তর কোরিয়া বা সৌদি আরব নয় । যে কেউ প্রধানমন্ত্রীকে চিঠি লিখতেই পারে ৷ তবে তার একটা ভারসাম্য থাকবে ৷ যারা একটি নিরপেক্ষতার ভেক ধরে আছেন, তাঁদের এই ডবল স্ট্যান্ডার্ড বিষয়টি বাদ দিতে হবে ৷ জয়শ্রীরাম স্লোগানের থেকে দশলাখ গুণ বেশি খুন হয়েছে অন্য এক ধ্বনিতে ৷ আমরা সবাই তার শরিক ৷ আমার পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে ধর্মীয় কারণে বিতাড়িত হয়েছি৷ তাই সব বিষয়ে কথা বলা দরকার ৷ একদিক বলা ঠিক নয় ৷"

Intro:26-07-19



সুজয় ঘোষ, কলকাতা


কলকাতা: "রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে রাজ্যের বুদ্ধিজীবিরা" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছে। দেশজুড়ে অসহিষ্ণতার প্রশ্নে ৪৯ জন বুদ্ধিজীবি প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন। আজ কলকাতার রাসবিহারীর বাসভবনে মেঘালয় এর রাজ্যপাল তথাগত রায় তাদের নীরপক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। এই সমস্ত বুদ্ধিজীবি কারও পৃষ্টপোষকতা থাকা কোনও অসম্ভব নয়।

বুদ্ধিজীবিদের চিঠি প্রসঙ্গে তথাগত রায় বলেন, " প্রথম ৪৯ জন বুদ্ধিজীবি এর চিঠিতে সব থেকে আপত্তি জনক ব্যাপারটা হচ্ছে। তারা জয়শ্রীরাম কে খুব নিন্দা করেছে। জয়শ্রীরাম একটা যুদ্ধের ধ্বনি হয়ে উঠেছে। কিন্তু এই একপেশে মন্তব্য কোনও কাম্য নয়। একজান রাজনৈতিক ব্যক্তি এই ধরণের কথা বলতেই পারে। কিন্তু এটা তো সাধারণ রাজনৈতিক কর্মী নয়। রাজনৈতিক কর্মী বলে পরিচয় দেয় না।"


তিনি আরও বলেন, " যে একদল তথাকথিত বুদ্ধিজীবি যারা এই ধরণের মন্তব্য করেছে। সাধারণ চোখে পরিস্ফুটিত। সেখানেই আমার মন্তব্য করেছি। সেটা দরকার ছিলও। এটা একটা গনতান্ত্রিক দেশ। উত্তর কোরিয়া বা সৌদি আরব নয়। যে কেউ প্রধানমন্ত্রীকে চিঠি লিখতেই পারে। তথাকথিত বুদ্ধিজীবিরা চিঠি লিখলে অবশ্যই তার একটা ভারসাম্য থাকবে। কিন্তু এখানে সেই ভারসাম্য নেই।"

Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.