ETV Bharat / state

Durga puja 2021 : নগর দর্পণের এক টুকরো ক্যানভাস সল্টলেক এ ই ব্লক পার্ট ওয়ানের পুজোয় - পুজোর থিম

সল্টলেক এ ই ব্লক পার্ট ওয়ানের পুজো মানেই ভাবনা এবং শিল্পের মেলবন্ধন । বছর দুয়েক আগে একটি আস্ত বাস ঘিরে তৈরি হয়েছিল মণ্ডপ ভাবনা। এবারের ভাবনাতেও সমসাময়িক সময়কে ধরার চেষ্টা । লুকিয়ে থাকা রঙিন মনের তথ্যতলাশ ।

saltlake AE block part 1
saltlake AE block part 1
author img

By

Published : Oct 9, 2021, 9:14 AM IST

কলকাতা, 9 অক্টোবর : নগর দর্পণ । অতিমারিতে বিধ্বস্ত নগর জীবনের রং আজ ধূসর, সাদাকালো । রঙিন আলখাল্লা মনের গভীরে লুকিয়ে । আগের সেই রং, সেই উচ্ছ্বাস, হাসি, উৎসব আমরা দেখতে চাই । আমাদের মন চাতক পাখির মত সেইদিনের প্রতিক্ষায় । আস্বাদিত মনের ছবি এবার ফুটে উঠেছে সল্টলেক এ ই ব্লক পার্ট ওয়ানের (Saltlake AE block Part 1 Durga Puja) পুজোয় ।

সল্টলেকে বেশ কয়েকটি ভালো পুজো (Durga Puja 2021) হয় । সেই তালিকায় উপরের দিকে থাকবে সল্টলেক এ ই ব্লক পার্ট ওয়ানের পুজো । চার নম্বর জলের ট্যাঙ্ক বাস স্টপেজে নেমে তিনশো মিটার হাঁটলেই কেয়ারি করা সবুজ মাঠের পাশে এই পুজোর আয়োজন । শহরের পুজোর প্রতিফলন এবার আয়নায় ফুটিয়ে তুলতে ক্লাব কর্তারা উদয়াস্ত পরিশ্রম করে চলেছেন । সম্পাদক সুপ্রিয় চক্রবর্তী, অনুপমবাবুরা তাদের দৈনন্দিন ব্যস্ততা সামলে কার্যত পুজো নিয়ে পড়ে রয়েছেন ।

এখানকার পুজো মানেই ভাবনা এবং শিল্পের মেলবন্ধন । বছর দুয়েক আগে একটি আস্ত বাস ঘিরে তৈরি হয়েছিল মণ্ডপ ভাবনা। এবারের ভাবনাতেও সমসাময়িক সময়কে ধরার চেষ্টা । লুকিয়ে থাকা রঙিন মনের তথ্যতলাশ । প্রায় একশো ফুট লম্বা মণ্ডপ । আর তাতেই ভেসে উঠবে শহরের পুজোর প্রতিচ্ছবি । ধুনুচি নাচ, ফুচকা খাওয়া, সেলফি তোলা, প্যান্ডেল হপিং সবকিছুই একেবারে জীবন্ত হয়ে উঠবে এই পুজো মণ্ডপে । প্যান্ডেলের প্রবেশদ্বারের মাথার উপরে লাল-সাদা চাঁদোয়া । মণ্ডপের বাঁহাতের দেওয়াল জুড়ে কাঠের ব্লকে কাপড়ের ক্যানভাসে জলরঙে ফুটিয়ে তোলা হয়েছে উৎসবের চালচিত্র । চোখধাঁধানো নয়, মন ভরানো এই ভাবনার রূপায়ণে শিল্পী পার্থ ঘোষ পরিশ্রম করে চলেছেন । শুধু নির্দেশ দিয়েই ক্ষান্ত থাকছেন না যোধপুর বয়েজের প্রাক্তনী ৷ রীতিমতো তদারকি করে চলেছেন ।

মণ্ডপে থাকছে বিরাট আয়না
মণ্ডপে থাকছে বিরাট আয়না

আরও পড়ুন : Barisha Sarbajanin Puja: জোরকদমে বড়িশা সর্বজনীনের 300 কোটির পুজো প্রস্তুতি

এবারের শিল্প ভাবনার কথা বলতে গিয়ে শিল্পী পার্থ ঘোষ বললেন, "মণ্ডপের ডানদিকে বিরাট আয়না বসানো হচ্ছে । ব্লক করে সেই আয়না রাখা হচ্ছে । যাতে উলটো দিকের দেওয়ালে চিত্রের প্রতিচ্ছবি ফুটে ওঠে । নগর দর্পণ আমাদের এবারের থিম। মাতৃ প্রতিমাকে নতুন আঙ্গিকে দেখার চেষ্টা করা হচ্ছে । যেখানে শিল্প এবং ভক্তি একসঙ্গে হাত ধরাধরি করে হাঁটবে ।" তাঁর কথায়, "পুজোর সময় মানেই প্রকৃতির কোলে অন্য ছবি ধরা পড়ে । আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘের আনাগোনা, কাশফুল, শিউলির গন্ধ মিলিয়ে মনটা দূষণ মুক্ত হয় । গত দুই বছর ধরে আমাদের জীবনটা সাদাকালো হয়ে গিয়েছে । মনের কোণে লুকিয়ে থাকা রঙিন উৎসবের ছবিটা আগের মতো বেরিয়ে আসতে চায় । তাই আগের সেই দুর্গাপূজার মণ্ডপের ছবি তুলে ধরার চেষ্টা হচ্ছে । সেই জন্য একটি একচালার প্রতিমাও মূল মণ্ডপের উলটো দিকে রাখা হবে ৷"

মণ্ডপের প্রতিমার আঙ্গিকে শিল্পভাবনার ফসল । যেখানে সাবেকিয়ানাকে নতুন ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে । মণ্ডপের অন্দর সজ্জায় মন্দিরের আবহ থাকবে ।

পুজো কমিটির সম্পাদক সুপ্রিয় চক্রবর্তী বলছেন, "কোভিড বিধি মেনে চলার ক্ষেত্রে সচেষ্ট আমরা । যাতে প্রতিমা দর্শনে কোভিড বিধি লঙ্ঘন না হয় তাই মণ্ডপে প্রবেশ এবং প্রস্থানের জায়গা বড় করা হয়েছে ।"

সল্টলেক এ ই ব্লক পার্ট ওয়ানের পুজো

আরও পড়ুন : Dumdum Park Bharat Chakra : লখিমপুরের ঘটনা তুলে ধরল দমদমের পুজো প্যান্ডেল

সল্টলেক এ ই পার্ট ওয়ানের বাসিন্দাদের পুজোর তিনদিন ধরে খাওয়ানোর ব্যবস্থা করেন উদ্যোক্তারা । তাই সব মিলিয়ে এই পুজো সুন্দর প্রতিমা, মণ্ডপ এবং এলাকার মানুষের মিলনমেলা । তাই সল্টলেকের ভালো পুজোর সন্ধানে প্যান্ডেল হপারদের প্রথম স্টপ এ ই ব্লক পার্ট ওয়ান ।

আরও পড়ুন : Durga Puja : প্যানডেমিক পরিস্থিতিতে দেবীদুর্গার নিরাপদ ছত্রছায়া চোরবাগান সর্বজনীন মণ্ডপে

কলকাতা, 9 অক্টোবর : নগর দর্পণ । অতিমারিতে বিধ্বস্ত নগর জীবনের রং আজ ধূসর, সাদাকালো । রঙিন আলখাল্লা মনের গভীরে লুকিয়ে । আগের সেই রং, সেই উচ্ছ্বাস, হাসি, উৎসব আমরা দেখতে চাই । আমাদের মন চাতক পাখির মত সেইদিনের প্রতিক্ষায় । আস্বাদিত মনের ছবি এবার ফুটে উঠেছে সল্টলেক এ ই ব্লক পার্ট ওয়ানের (Saltlake AE block Part 1 Durga Puja) পুজোয় ।

সল্টলেকে বেশ কয়েকটি ভালো পুজো (Durga Puja 2021) হয় । সেই তালিকায় উপরের দিকে থাকবে সল্টলেক এ ই ব্লক পার্ট ওয়ানের পুজো । চার নম্বর জলের ট্যাঙ্ক বাস স্টপেজে নেমে তিনশো মিটার হাঁটলেই কেয়ারি করা সবুজ মাঠের পাশে এই পুজোর আয়োজন । শহরের পুজোর প্রতিফলন এবার আয়নায় ফুটিয়ে তুলতে ক্লাব কর্তারা উদয়াস্ত পরিশ্রম করে চলেছেন । সম্পাদক সুপ্রিয় চক্রবর্তী, অনুপমবাবুরা তাদের দৈনন্দিন ব্যস্ততা সামলে কার্যত পুজো নিয়ে পড়ে রয়েছেন ।

এখানকার পুজো মানেই ভাবনা এবং শিল্পের মেলবন্ধন । বছর দুয়েক আগে একটি আস্ত বাস ঘিরে তৈরি হয়েছিল মণ্ডপ ভাবনা। এবারের ভাবনাতেও সমসাময়িক সময়কে ধরার চেষ্টা । লুকিয়ে থাকা রঙিন মনের তথ্যতলাশ । প্রায় একশো ফুট লম্বা মণ্ডপ । আর তাতেই ভেসে উঠবে শহরের পুজোর প্রতিচ্ছবি । ধুনুচি নাচ, ফুচকা খাওয়া, সেলফি তোলা, প্যান্ডেল হপিং সবকিছুই একেবারে জীবন্ত হয়ে উঠবে এই পুজো মণ্ডপে । প্যান্ডেলের প্রবেশদ্বারের মাথার উপরে লাল-সাদা চাঁদোয়া । মণ্ডপের বাঁহাতের দেওয়াল জুড়ে কাঠের ব্লকে কাপড়ের ক্যানভাসে জলরঙে ফুটিয়ে তোলা হয়েছে উৎসবের চালচিত্র । চোখধাঁধানো নয়, মন ভরানো এই ভাবনার রূপায়ণে শিল্পী পার্থ ঘোষ পরিশ্রম করে চলেছেন । শুধু নির্দেশ দিয়েই ক্ষান্ত থাকছেন না যোধপুর বয়েজের প্রাক্তনী ৷ রীতিমতো তদারকি করে চলেছেন ।

মণ্ডপে থাকছে বিরাট আয়না
মণ্ডপে থাকছে বিরাট আয়না

আরও পড়ুন : Barisha Sarbajanin Puja: জোরকদমে বড়িশা সর্বজনীনের 300 কোটির পুজো প্রস্তুতি

এবারের শিল্প ভাবনার কথা বলতে গিয়ে শিল্পী পার্থ ঘোষ বললেন, "মণ্ডপের ডানদিকে বিরাট আয়না বসানো হচ্ছে । ব্লক করে সেই আয়না রাখা হচ্ছে । যাতে উলটো দিকের দেওয়ালে চিত্রের প্রতিচ্ছবি ফুটে ওঠে । নগর দর্পণ আমাদের এবারের থিম। মাতৃ প্রতিমাকে নতুন আঙ্গিকে দেখার চেষ্টা করা হচ্ছে । যেখানে শিল্প এবং ভক্তি একসঙ্গে হাত ধরাধরি করে হাঁটবে ।" তাঁর কথায়, "পুজোর সময় মানেই প্রকৃতির কোলে অন্য ছবি ধরা পড়ে । আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘের আনাগোনা, কাশফুল, শিউলির গন্ধ মিলিয়ে মনটা দূষণ মুক্ত হয় । গত দুই বছর ধরে আমাদের জীবনটা সাদাকালো হয়ে গিয়েছে । মনের কোণে লুকিয়ে থাকা রঙিন উৎসবের ছবিটা আগের মতো বেরিয়ে আসতে চায় । তাই আগের সেই দুর্গাপূজার মণ্ডপের ছবি তুলে ধরার চেষ্টা হচ্ছে । সেই জন্য একটি একচালার প্রতিমাও মূল মণ্ডপের উলটো দিকে রাখা হবে ৷"

মণ্ডপের প্রতিমার আঙ্গিকে শিল্পভাবনার ফসল । যেখানে সাবেকিয়ানাকে নতুন ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে । মণ্ডপের অন্দর সজ্জায় মন্দিরের আবহ থাকবে ।

পুজো কমিটির সম্পাদক সুপ্রিয় চক্রবর্তী বলছেন, "কোভিড বিধি মেনে চলার ক্ষেত্রে সচেষ্ট আমরা । যাতে প্রতিমা দর্শনে কোভিড বিধি লঙ্ঘন না হয় তাই মণ্ডপে প্রবেশ এবং প্রস্থানের জায়গা বড় করা হয়েছে ।"

সল্টলেক এ ই ব্লক পার্ট ওয়ানের পুজো

আরও পড়ুন : Dumdum Park Bharat Chakra : লখিমপুরের ঘটনা তুলে ধরল দমদমের পুজো প্যান্ডেল

সল্টলেক এ ই পার্ট ওয়ানের বাসিন্দাদের পুজোর তিনদিন ধরে খাওয়ানোর ব্যবস্থা করেন উদ্যোক্তারা । তাই সব মিলিয়ে এই পুজো সুন্দর প্রতিমা, মণ্ডপ এবং এলাকার মানুষের মিলনমেলা । তাই সল্টলেকের ভালো পুজোর সন্ধানে প্যান্ডেল হপারদের প্রথম স্টপ এ ই ব্লক পার্ট ওয়ান ।

আরও পড়ুন : Durga Puja : প্যানডেমিক পরিস্থিতিতে দেবীদুর্গার নিরাপদ ছত্রছায়া চোরবাগান সর্বজনীন মণ্ডপে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.