বিধাননগর, 25 জুন : জয় শ্রীরাম শুনে গাড়ি থেকে নেমে BJP সমর্থকদের রীতিমতো তাড়া করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । পুলিশ তাদের মধ্যে কয়েকজনকে আটকও করে । মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের নেতা-মন্ত্রীরা যেখানেই যাচ্ছেন, তাঁদের শুনতে হচ্ছে 'জয় শ্রীরাম' । তৃণমূল নেতারা এই ধ্বনি শুনলেই কখনও অভিযোগ করছেন গালিগালাজ করা হয়েছে । কখনও বা বলছেন হামলা হয়েছে । কিন্তু 180 ডিগ্রি ঘুরে সোমবার সল্টলেকের উন্নয়ন ভবনে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে ফিরহাদ হাকিম বললেন 'জয় শ্রীরাম'- এ তাঁর কোনও আপত্তি নেই ।
'জয় শ্রীরাম' বিতর্কে ফিরহাদের যুক্তি, "এখনকার দিনে জয় শ্রীরাম বলছেন দু'চার জন । কিন্তু সেটার মধ্যে কোনও অন্যায় নেই । তার কারণ আপনার যেটা ইচ্ছে মানুষ হিসেবে আপনার অধিকার আছে তা বলার । কিন্তু আপত্তিটা সেখানে যখন রামের নামে, আল্লার নামে কাউকে খোঁচা দেওয়া উদ্দেশ্য থাকে । তখন সেটা অন্যায় । যাঁরা এটা করছেন তাঁরা নিজের ধর্মের অবমাননা করছেন । ধর্মকে নিয়ে ঠাট্টা করলে সেটাতে আপত্তি আছে ।"
আজ সল্টলেকের উন্নয়ন ভবনে KMD আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম । সেখানে জয় শ্রীরাম সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও বলেন, "কেউ মসজিদে গিয়ে আল্লা-হো-আকবর বলেন । সেটা অত্যন্ত পবিত্র কাজ । কিন্তু সেই আল্লা-হো-আকবর বলে যখন তালিবানরা নিরীহ মানুষকে গুলি করে, তখন সেটা সব থেকে বেশি অন্যায় । কারণ ধর্মীয় আবেগের বশে মানুষকে হত্যা করা হচ্ছে । এভাবে আল্লা-হো-আকবরের গরিমা নষ্ট করা হচ্ছে ।"