ETV Bharat / state

"জয় শ্রীরামে" আপত্তি নেই, বললেন ফিরহাদ - mamata banerjee

মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের নেতা-মন্ত্রীরা যেখানেই যাচ্ছেন, তাঁদের শুনতে হচ্ছে 'জয় শ্রীরাম' । তৃণমূল নেতারা এই ধ্বনি শুনলেই কখনও অভিযোগ করছেন গালিগালাজ করা হয়েছে । কখনও বা বলছেন হামলা হয়েছে । কিন্তু 180 ডিগ্রি ঘুরে ফিরহাদ বললেন 'জয় শ্রীরাম'- এ কোনও আপত্তি নেই ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 25, 2019, 11:11 PM IST

বিধাননগর, 25 জুন : জয় শ্রীরাম শুনে গাড়ি থেকে নেমে BJP সমর্থকদের রীতিমতো তাড়া করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । পুলিশ তাদের মধ্যে কয়েকজনকে আটকও করে । মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের নেতা-মন্ত্রীরা যেখানেই যাচ্ছেন, তাঁদের শুনতে হচ্ছে 'জয় শ্রীরাম' । তৃণমূল নেতারা এই ধ্বনি শুনলেই কখনও অভিযোগ করছেন গালিগালাজ করা হয়েছে । কখনও বা বলছেন হামলা হয়েছে । কিন্তু 180 ডিগ্রি ঘুরে সোমবার সল্টলেকের উন্নয়ন ভবনে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে ফিরহাদ হাকিম বললেন 'জয় শ্রীরাম'- এ তাঁর কোনও আপত্তি নেই ।

'জয় শ্রীরাম' বিতর্কে ফিরহাদের যুক্তি, "এখনকার দিনে জয় শ্রীরাম বলছেন দু'চার জন । কিন্তু সেটার মধ্যে কোনও অন্যায় নেই । তার কারণ আপনার যেটা ইচ্ছে মানুষ হিসেবে আপনার অধিকার আছে তা বলার । কিন্তু আপত্তিটা সেখানে যখন রামের নামে, আল্লার নামে কাউকে খোঁচা দেওয়া উদ্দেশ্য থাকে । তখন সেটা অন্যায় । যাঁরা এটা করছেন তাঁরা নিজের ধর্মের অবমাননা করছেন । ধর্মকে নিয়ে ঠাট্টা করলে সেটাতে আপত্তি আছে ।"

দেখুন ভিডিয়ো

আজ সল্টলেকের উন্নয়ন ভবনে KMD আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম । সেখানে জয় শ্রীরাম সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও বলেন, "কেউ মসজিদে গিয়ে আল্লা-হো-আকবর বলেন । সেটা অত্যন্ত পবিত্র কাজ । কিন্তু সেই আল্লা-হো-আকবর বলে যখন তালিবানরা নিরীহ মানুষকে গুলি করে, তখন সেটা সব থেকে বেশি অন্যায় । কারণ ধর্মীয় আবেগের বশে মানুষকে হত্যা করা হচ্ছে । এভাবে আল্লা-হো-আকবরের গরিমা নষ্ট করা হচ্ছে ।"

বিধাননগর, 25 জুন : জয় শ্রীরাম শুনে গাড়ি থেকে নেমে BJP সমর্থকদের রীতিমতো তাড়া করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । পুলিশ তাদের মধ্যে কয়েকজনকে আটকও করে । মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের নেতা-মন্ত্রীরা যেখানেই যাচ্ছেন, তাঁদের শুনতে হচ্ছে 'জয় শ্রীরাম' । তৃণমূল নেতারা এই ধ্বনি শুনলেই কখনও অভিযোগ করছেন গালিগালাজ করা হয়েছে । কখনও বা বলছেন হামলা হয়েছে । কিন্তু 180 ডিগ্রি ঘুরে সোমবার সল্টলেকের উন্নয়ন ভবনে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে ফিরহাদ হাকিম বললেন 'জয় শ্রীরাম'- এ তাঁর কোনও আপত্তি নেই ।

'জয় শ্রীরাম' বিতর্কে ফিরহাদের যুক্তি, "এখনকার দিনে জয় শ্রীরাম বলছেন দু'চার জন । কিন্তু সেটার মধ্যে কোনও অন্যায় নেই । তার কারণ আপনার যেটা ইচ্ছে মানুষ হিসেবে আপনার অধিকার আছে তা বলার । কিন্তু আপত্তিটা সেখানে যখন রামের নামে, আল্লার নামে কাউকে খোঁচা দেওয়া উদ্দেশ্য থাকে । তখন সেটা অন্যায় । যাঁরা এটা করছেন তাঁরা নিজের ধর্মের অবমাননা করছেন । ধর্মকে নিয়ে ঠাট্টা করলে সেটাতে আপত্তি আছে ।"

দেখুন ভিডিয়ো

আজ সল্টলেকের উন্নয়ন ভবনে KMD আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম । সেখানে জয় শ্রীরাম সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও বলেন, "কেউ মসজিদে গিয়ে আল্লা-হো-আকবর বলেন । সেটা অত্যন্ত পবিত্র কাজ । কিন্তু সেই আল্লা-হো-আকবর বলে যখন তালিবানরা নিরীহ মানুষকে গুলি করে, তখন সেটা সব থেকে বেশি অন্যায় । কারণ ধর্মীয় আবেগের বশে মানুষকে হত্যা করা হচ্ছে । এভাবে আল্লা-হো-আকবরের গরিমা নষ্ট করা হচ্ছে ।"

Intro:


বিধাননগর, ২৫ জুন: জয় শ্রীরাম শুনে গাড়ি থেকে নেমে বিজেপি সমর্থকদের রীতিমতো তাড়া করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেল খাটতে হয়েছে বেশ কয়েকজনকে। তিনি এবং তার দলের নেতা মন্ত্রীরা যেখানেই যাচ্ছেন তাদের শুনতে হচ্ছে জয় শ্রীরাম। তৃণমূল নেতারা জয় শ্রীরাম শুনে কখনও বলছেন তাকে গালিগালাজ করা হয়েছে। কখনো বা বলেছেন তার ওপর হামলা হয়েছে। কিন্তু ১৮০ ডিগ্রি ঘুরে সোমবার সল্টলেকের উন্নয়ন ভবনের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে ফিরহাদ হাকিম বললেন জয় শ্রীরাম এ তার কোন আপত্তি নেই।

Body:জয় শ্রী রাম বিতর্কে ফিরহাদের যুক্তি, "এখনকার দিনে জয় শ্রীরাম বলছেন দু চার জন। কিন্তু সেটার মধ্যে কোন অন্যায় নেই। তার কারণ আপনার যেটা ইচ্ছে মানুষ হিসেবে আপনার অধিকার আছে বলার। কিন্তু আপত্তিটা সেখানে যখন রামের নামে আল্লাহর নামে কাউকে খোঁচা দেওয়ার উদ্দেশ্যে বলা হচ্ছে। যখন সেটা আমাকে ইচ্ছে করে আঘাত করার জন্য বলা হয় তখন অন্যায়। এবং এভাবে যিনি বলছেন তিনি নিজের ধর্মকে অবমাননা করছেন। ধর্মকে নিয়ে ইয়ার্কি মারেন সেটাতে আপত্তি আছে। অনেকে মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলেন। মসজিদে আল্লাহু আকবর বলা অত্যন্ত পবিত্র কাজ। কিন্তু সেই আল্লাহু আকবর বলে যখন তালিবানরা নিরীহ মানুষকে গুলি করছে। সেটা সব থেকে বেশি অন্যায় কাজ। কারণ তিনি আল্লাহু আকবারের অবমাননা করছেন ধর্মীয় আবেগের বশে তিনি মানুষকে হত্যা করছেন। তারা আল্লাহু আকবর গরিমার নষ্ট করছে"। সল্টলেকের উন্নয়ন ভবনে কে এম ডি এর আধিকারিক এবং কর্মীদের রক্তদান শিবিরে এসে এ কথা বলেন নগর উন্নয়নমন্ত্রী এবং কে এম ডি এর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

Conclusion:প্রসঙ্গত জয় শ্রী রাম শোনায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় নারাজ তখন ফিরহাদের এবিষয়ে নরম সুর কিসের ইঙ্গিত। তাহলে কি দলের অন্দরেই জয় শ্রী রাম বিতর্কে দুভাগে বিভক্ত তৃণমূল প্রশ্ন উঠছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.