ETV Bharat / state

দোকান থেকে পাঁচ লাখ চুরি, CCTV ফুটেজ দেখে দুষ্কৃতীকে ধরল পুলিশ - netaji nagar theft case

পুলিশ সূত্রে খবর,  5 ডিসেম্বর নেতাজি নগরের একটি দোকানে চুরি হয় । দোকানের মালিক দাবি করেছিলেন, ক্যাশবাক্স থেকে 5 লাখ 25 হাজার টাকা চুরি গেছে । নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি ।

image
গ্রেপ্তার অভিযুক্ত
author img

By

Published : Dec 10, 2019, 8:59 AM IST

কলকাতা, 10 ডিসেম্বর : 5 ডিসেম্বর নেতাজি নগর থানা এলাকার এক দোকানে চুরি হয় । CCTV ফুটেজের সূত্র ধরে আজ এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 90 হাজার টাকা ।

পুলিশ সূত্রে খবর, 5 ডিসেম্বর নেতাজি নগরের একটি দোকানে চুরি হয় । দোকানের মালিক দাবি করেছিলেন, ক্যাশবাক্স থেকে 5 লাখ 25 হাজার টাকা চুরি গেছে । নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি । সেই সূত্রে পুলিশ তদন্ত শুরু করে । খতিয়ে দেখা হয় দোকানের CCTV ফুটেজ । ফুটেছে সন্দেহভাজন এক ব্যক্তির ছবি পায় পুলিশ । ছবির সূত্র ধরে আজ দক্ষিণ 24 পরগনার রামনগর থানা এলাকার নুরপুর থেকে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে । তার নাম তারক নস্কর (26) । বাড়ি কলকাতার প্রফুল্ল সেন কলোনিতে ।

পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত দোষ স্বীকার করেছে । তার কাছ থেকে 90 হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ । তাকে আরও জেরা করা হচ্ছে । আগামীকাল অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হবে ।

কলকাতা, 10 ডিসেম্বর : 5 ডিসেম্বর নেতাজি নগর থানা এলাকার এক দোকানে চুরি হয় । CCTV ফুটেজের সূত্র ধরে আজ এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 90 হাজার টাকা ।

পুলিশ সূত্রে খবর, 5 ডিসেম্বর নেতাজি নগরের একটি দোকানে চুরি হয় । দোকানের মালিক দাবি করেছিলেন, ক্যাশবাক্স থেকে 5 লাখ 25 হাজার টাকা চুরি গেছে । নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি । সেই সূত্রে পুলিশ তদন্ত শুরু করে । খতিয়ে দেখা হয় দোকানের CCTV ফুটেজ । ফুটেছে সন্দেহভাজন এক ব্যক্তির ছবি পায় পুলিশ । ছবির সূত্র ধরে আজ দক্ষিণ 24 পরগনার রামনগর থানা এলাকার নুরপুর থেকে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে । তার নাম তারক নস্কর (26) । বাড়ি কলকাতার প্রফুল্ল সেন কলোনিতে ।

পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত দোষ স্বীকার করেছে । তার কাছ থেকে 90 হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ । তাকে আরও জেরা করা হচ্ছে । আগামীকাল অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হবে ।

Intro:কলকাতা, 10 ডিসেম্বর: নেতাজি নগর থানা এলাকার এক দোকানে চুরি। ঘটনা 5 ডিসেম্বরের। রহস্যজনক চুরি কিনারা করতে বেগ পেতে হয়েছে পুলিশকে। তবে এক্ষেত্রেও ত্রাতা সিসিটিভি ফুটেজ। সেই সূত্র ধরেই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের কাছে উদ্ধার হয়েছে 90 হাজার টাকা।



Body:পুলিশ সূত্রে খবর, গত 5 ডিসেম্বর নেতাজি নগরের স্নেহলতা বেডিং হাউস নামে একটি দোকানে ঘটে চুরির ঘটনা। দোকানের মালিক দাবি করেন 4/15 নেতাজি নগরের দোকানটিতে চুরি হয়েছে 5 লাখ 25 হাজার টাকা। সেই ঘটনায় অভিযোগ দায়ের হয় নেতাজি নগর থানায়। সেই সূত্রে তদন্ত শুরু করে পুলিশ। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। সেই ফুটেছে সন্দেহভাজন এক ব্যক্তির ছবি পায় পুলিশ। সেই ছবির সূত্র ধরে আজ দক্ষিণ 24 পরগনার রামনগর থানা এলাকার নুরপুরে গ্রেপ্তার করা হয় তারক নস্কর নামে এক যুবককে। বয়স 26। তার বাড়ি কলকাতার প্রফুল্ল সেন কলোনিতে।


Conclusion:পুলিশের দাবি অভিযুক্ত নিজের দোষ স্বীকার করেছে। তবে সে জানিয়েছে 90 হাজার টাকা চুরি করেছে। তার কাছে সেই টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে আরো জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন বলে মনে করছে পুলিশ। সেই সূত্রে আগামীকাল তাকে আলিপুর আদালতে পেশ করে হেফাজতে চাওয়া হবে। সেটি তদন্তের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.