ETV Bharat / state

West Bengal BJP: অভিমানী কর্মীদের ফেরাতে মরিয়া বিজেপির রাজ্য নেতৃত্ব - West Bengal BJP

অতীত থেকে শিক্ষা নিয়ে আদি কর্মীদের ঘরে ফেরাতে মরিয়া বিজেপির রাজ্য় নেতৃত্ব ৷ সাংগঠনিক বৈঠকে পুরানো কর্মীদের ফের দলের মুলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করতে শুরু করতে চলেছে রাজ্য বিজেপি ৷

Dilip Ghosh
west bengal BJP
author img

By

Published : Sep 4, 2021, 7:51 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর: ২০২৪-এর লোকসভা নির্বাচন আগে আদি বিজেপি কর্মীদের দলের মুলস্রোতে ফিরিয়ে আনার তৎপরতা শুরু করে দিল রাজ্য নেতৃত্ব। বিজেপির হেস্টিংস অফিসে তিন দিনের বিশেষ সাংগঠনিক বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

সাংগঠনিক বৈঠকে সিদ্ধান্ত হয়, দলের পুরানো বিজেপি কর্মীদের ফিরিয়ে নেওয়া হবে। তার জন্য বিজেপির ৩৯টি সাংগঠনিক জেলাতেই ৬ মাস ধরে বিশেষ কর্মশালা করার নির্দেশও দেওয়া হয়েছে। অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তৃণমূল থেকে লোক বা নেতা ভাঙানোর চেষ্টার রাস্তায় আর হাঁটতে চায় না গেরুয়া বাহিনী। এবার লক্ষ্য অভিমানী আদি বিজেপি কর্মীদের দলের মুলস্রোতে ফিরিয়ে আনা।

আগামী ৬ মাস রাজ্যজুড়ে সেই লক্ষ্যেই দুই ধাপে আদি বিজেপি কর্মীদের ঘরে ঘরে গিয়ে তাঁদের বোঝানোর চেষ্টা করবেন রাজ্য বিজেপি নেতারা। রাজ্য় বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশের নির্দেশেই আদি বিজেপি কর্মীদের ফের দলে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য় নেতৃত্ব। তবে প্রথম ৩ মাস ধরে সব আদি বিজেপি কর্মীদের চিহ্নিতকরণ করতে হবে। তারপর ধাপে ধাপে তাঁদের দলে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে ৷

রাজ্য় বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "পুরানো কর্মীরাই দলের সম্পদ। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এবার সব আদি বিজেপি কর্মীদের আমরা দলে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করছি। যাঁরা অভিমান করে দলের কাজ না-করে ঘরে বসে গিয়েছেন, দল তাঁদের সঙ্গে পুনরায় যোগাযোগ করবে ৷"

2021 বিধানসভা ভোটের আগে অনেক তৃণমূল নেতা-কর্মীই ক্ষমতা পরিবর্তনের ভাবনায় বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷ মুড়িমুড়কির মতো সেই তৃণমূল কর্মীদের দলে নেয় বিজেপি ৷ এমনকি তাঁদের টিকিটও দেয় রাজ্য় নেতৃত্ব ৷ এতে গোঁসা হয় পুরনো বিজেপি কর্মীদের ৷ ফলে অনেক বিজেপি কর্মীই ঘরে বসে যান। শুধু বিজেপি কর্মীরা নন, দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষও ক্ষোভ প্রকাশ করেছিলেন দলবদলুদের গুরুত্ব দেওয়ায়। কারণ একাধিক জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা তৃণমূল থেকে আসা কর্মীদেরই বেশি গুরুত্ব দিচ্ছেন। ফলে পুরানো বিজেপি কর্মীরাই দলে ব্রাত্য় হয়ে পড়েন ৷

কলকাতা, 4 সেপ্টেম্বর: ২০২৪-এর লোকসভা নির্বাচন আগে আদি বিজেপি কর্মীদের দলের মুলস্রোতে ফিরিয়ে আনার তৎপরতা শুরু করে দিল রাজ্য নেতৃত্ব। বিজেপির হেস্টিংস অফিসে তিন দিনের বিশেষ সাংগঠনিক বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

সাংগঠনিক বৈঠকে সিদ্ধান্ত হয়, দলের পুরানো বিজেপি কর্মীদের ফিরিয়ে নেওয়া হবে। তার জন্য বিজেপির ৩৯টি সাংগঠনিক জেলাতেই ৬ মাস ধরে বিশেষ কর্মশালা করার নির্দেশও দেওয়া হয়েছে। অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তৃণমূল থেকে লোক বা নেতা ভাঙানোর চেষ্টার রাস্তায় আর হাঁটতে চায় না গেরুয়া বাহিনী। এবার লক্ষ্য অভিমানী আদি বিজেপি কর্মীদের দলের মুলস্রোতে ফিরিয়ে আনা।

আগামী ৬ মাস রাজ্যজুড়ে সেই লক্ষ্যেই দুই ধাপে আদি বিজেপি কর্মীদের ঘরে ঘরে গিয়ে তাঁদের বোঝানোর চেষ্টা করবেন রাজ্য বিজেপি নেতারা। রাজ্য় বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশের নির্দেশেই আদি বিজেপি কর্মীদের ফের দলে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য় নেতৃত্ব। তবে প্রথম ৩ মাস ধরে সব আদি বিজেপি কর্মীদের চিহ্নিতকরণ করতে হবে। তারপর ধাপে ধাপে তাঁদের দলে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে ৷

রাজ্য় বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "পুরানো কর্মীরাই দলের সম্পদ। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এবার সব আদি বিজেপি কর্মীদের আমরা দলে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করছি। যাঁরা অভিমান করে দলের কাজ না-করে ঘরে বসে গিয়েছেন, দল তাঁদের সঙ্গে পুনরায় যোগাযোগ করবে ৷"

2021 বিধানসভা ভোটের আগে অনেক তৃণমূল নেতা-কর্মীই ক্ষমতা পরিবর্তনের ভাবনায় বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷ মুড়িমুড়কির মতো সেই তৃণমূল কর্মীদের দলে নেয় বিজেপি ৷ এমনকি তাঁদের টিকিটও দেয় রাজ্য় নেতৃত্ব ৷ এতে গোঁসা হয় পুরনো বিজেপি কর্মীদের ৷ ফলে অনেক বিজেপি কর্মীই ঘরে বসে যান। শুধু বিজেপি কর্মীরা নন, দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষও ক্ষোভ প্রকাশ করেছিলেন দলবদলুদের গুরুত্ব দেওয়ায়। কারণ একাধিক জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা তৃণমূল থেকে আসা কর্মীদেরই বেশি গুরুত্ব দিচ্ছেন। ফলে পুরানো বিজেপি কর্মীরাই দলে ব্রাত্য় হয়ে পড়েন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.