ETV Bharat / state

ঈদের আগেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর,মিলবে অ্যাড হক বোনাস

ঈদের আগেই অ্যাড হক বোনাস দেবার কথা ঘোষণা করল রাজ্য সরকার ৷ এই দুর্মূল্যের বাজারে রাজ্য সরকারি কর্মীদের কাছে এটা অবশ্যই একটা খুশির খবর । এই টাকা ঈদের আগে দেওয়ায় খুশি রাজ্যের মুসলিম কর্মীরা ।

মিলবে অ্যাড হক বোনাস
মিলবে অ্যাড হক বোনাস
author img

By

Published : May 7, 2021, 9:32 AM IST

কলকাতা, 7মে : করোনা আবহে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার । ঈদের আগেই তাঁদের অ্যাড হক বোনাস দেবে রাজ্য । এক্সগ্রাসিয়া দেওয়া হবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের । এর ফলে যাদের 36 হাজার টাকা বেতন তারা বোনাস পাবেন 4500 টাকা । যাদের 45 হাজার টাকা বেতন তারা বোনাস পাবেন 12 হাজার টাকা । অন্যদিকে পেনশন প্রাপকরা পাবেন 2500 টাকা ।

এই দুর্মূল্যের বাজারে রাজ্য সরকারি কর্মীদের কাছে এটা অবশ্যই একটা খুশির খবর । এই টাকা ঈদের আগে দেওয়ায় খুশি রাজ্যের মুসলিম কর্মীরা । এবার বিধানসভা নির্বাচনে রাজ্যের সরকারি কর্মচারীরা ঢেলে ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় । তাই নির্বাচনে জিতেই সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী ।

উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে । এখনও রাজ্য সরকারি কর্মচারীরা 7% ডিএ পান না । নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে 7% হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেবেন । তবে প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি বাংলার মানুষ গ্রহণ করেননি । ভোটের ফল সেটা প্রমাণ করেছে । তাই ক্ষমতায় এসেই মমতা বন্দ্যোপাধ্যায় সাধ্যের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিছু করলেন ।

আরও পড়ুন : শপথ গ্রহণের পর হিংসা ও ভ্যাকসিন নিয়ে শাসকদলকে বিঁধলেন শুভেন্দু

রাজ্য সরকারি কর্মচারীদের বক্তব্য, তৃতীয় বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি এসেই উৎসব ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন । আমাদের বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বকেয়া ডিএ নিয়ে যে জটিলতা রয়েছে সেটা শীঘ্রই সমাধান করবেন । প্রতি বছরই রাজ্য সরকার মে মাসে উৎসব অ্যাডভান্স দেয় । এ বছরও মহামারীর মধ্যে সেই আর্থিক প্রাপ্তির কথা রাজ্যের অর্থ দফতর ঘোষণা করল ।

কলকাতা, 7মে : করোনা আবহে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার । ঈদের আগেই তাঁদের অ্যাড হক বোনাস দেবে রাজ্য । এক্সগ্রাসিয়া দেওয়া হবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের । এর ফলে যাদের 36 হাজার টাকা বেতন তারা বোনাস পাবেন 4500 টাকা । যাদের 45 হাজার টাকা বেতন তারা বোনাস পাবেন 12 হাজার টাকা । অন্যদিকে পেনশন প্রাপকরা পাবেন 2500 টাকা ।

এই দুর্মূল্যের বাজারে রাজ্য সরকারি কর্মীদের কাছে এটা অবশ্যই একটা খুশির খবর । এই টাকা ঈদের আগে দেওয়ায় খুশি রাজ্যের মুসলিম কর্মীরা । এবার বিধানসভা নির্বাচনে রাজ্যের সরকারি কর্মচারীরা ঢেলে ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় । তাই নির্বাচনে জিতেই সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী ।

উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে । এখনও রাজ্য সরকারি কর্মচারীরা 7% ডিএ পান না । নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে 7% হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেবেন । তবে প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি বাংলার মানুষ গ্রহণ করেননি । ভোটের ফল সেটা প্রমাণ করেছে । তাই ক্ষমতায় এসেই মমতা বন্দ্যোপাধ্যায় সাধ্যের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিছু করলেন ।

আরও পড়ুন : শপথ গ্রহণের পর হিংসা ও ভ্যাকসিন নিয়ে শাসকদলকে বিঁধলেন শুভেন্দু

রাজ্য সরকারি কর্মচারীদের বক্তব্য, তৃতীয় বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি এসেই উৎসব ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন । আমাদের বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বকেয়া ডিএ নিয়ে যে জটিলতা রয়েছে সেটা শীঘ্রই সমাধান করবেন । প্রতি বছরই রাজ্য সরকার মে মাসে উৎসব অ্যাডভান্স দেয় । এ বছরও মহামারীর মধ্যে সেই আর্থিক প্রাপ্তির কথা রাজ্যের অর্থ দফতর ঘোষণা করল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.