ETV Bharat / state

যোগ্যতম ব্যক্তিরাই নোবেল পেয়েছেন : অমর্ত্য সেন - অমর্ত্য সেন

অভিজিৎ ব্যানার্জি অর্থনীতিতে নোবেল জেতায় আমি খুব খুশি ও আনন্দিত ৷ আমি মনে করি যোগ্যতম ব্যক্তিই এবারের নোবেল পেয়েছেন ৷ বললেন অর্থনীতিতে আর এক নোবেলজয়ী অমর্ত্য সেন ৷

অমর্ত্য সেন
author img

By

Published : Oct 15, 2019, 11:19 AM IST

Updated : Oct 15, 2019, 6:17 PM IST

কলকাতা, 15 অক্টোবর : 2019 সালে অর্থনীতিতে নোবেল জিতেছেন অভিজিৎ বিনায়ক ব্যানার্জি ৷ অভিজিৎবাবুর এই সাফল্যে খুব খুশি ও আনন্দিত আর এক নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ 1998 সালে অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য তিনি নোবেল পেয়েছিলেন ৷

অমর্ত্য সেন বলেন , " অন্যদের সঙ্গে অভিজিৎ ব্যানার্জি অর্থনীতিতে নোবেল জেতায় আমি খুব খুশি ও আনন্দিত ৷ আমি মনে করি যোগ্যতম ব্যক্তিরাই এবারের নোবেল পেয়েছেন ৷"

অভিজিৎ ব্যানার্জি বর্তমানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির অর্থনীতির ফোর্ড ফাউন্ডেশন আন্তর্জাতিক অধ্যাপক ৷ 58 বছর বয়সি অভিজিৎ ব্যানার্জি, তাঁর স্ত্রী এস্থার ডুফলো এবং আর এক অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার এবছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন ৷ বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ পরীক্ষা মূলক পন্থার জন্য তাঁরা নোবেল পান ৷

এদিকে 86 বছর বয়সি অমর্ত্য সেন বর্তমানে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও দর্শনের অধ্যাপক ৷ 1988 সালে হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে Ph.D করেন অভিজিৎ ব্যানার্জি ৷

কলকাতা, 15 অক্টোবর : 2019 সালে অর্থনীতিতে নোবেল জিতেছেন অভিজিৎ বিনায়ক ব্যানার্জি ৷ অভিজিৎবাবুর এই সাফল্যে খুব খুশি ও আনন্দিত আর এক নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ 1998 সালে অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য তিনি নোবেল পেয়েছিলেন ৷

অমর্ত্য সেন বলেন , " অন্যদের সঙ্গে অভিজিৎ ব্যানার্জি অর্থনীতিতে নোবেল জেতায় আমি খুব খুশি ও আনন্দিত ৷ আমি মনে করি যোগ্যতম ব্যক্তিরাই এবারের নোবেল পেয়েছেন ৷"

অভিজিৎ ব্যানার্জি বর্তমানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির অর্থনীতির ফোর্ড ফাউন্ডেশন আন্তর্জাতিক অধ্যাপক ৷ 58 বছর বয়সি অভিজিৎ ব্যানার্জি, তাঁর স্ত্রী এস্থার ডুফলো এবং আর এক অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার এবছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন ৷ বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ পরীক্ষা মূলক পন্থার জন্য তাঁরা নোবেল পান ৷

এদিকে 86 বছর বয়সি অমর্ত্য সেন বর্তমানে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও দর্শনের অধ্যাপক ৷ 1988 সালে হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে Ph.D করেন অভিজিৎ ব্যানার্জি ৷

Freetown (Sierra Leone), Oct 15 (ANI): Vice President M Venkaiah Naidu departed for national capital from Sierra Leone's Freetown on October 14. Vice President was on a five-day visit to Union of Comoros and Sierra Leone. The vice president's visit to African continent was aimed to intensify India's bilateral ties.
Last Updated : Oct 15, 2019, 6:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.