ETV Bharat / state

পুলকার গাড়িকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহারের আর্জি - kolkata

বন্ধ স্কুল ৷ আর তাই লাগাতার 17 মাস বন্ধ পুলকার ব্যবসা । চরম দুর্দশার মধ্যে দিন কাটছে পুলকার মালিক ও চালকদের । রাজ্যে একাধিক ক্ষেত্রে বেশ কিছু শিথিলতা আনা হলেও স্কুল ও কলেজগুলি কবে খুলবে তার কোনও ঠিক নেই । তাই এবার বিকল্প ব্যবসার কথা মাথায় রেখে অল বেঙ্গল পারমিটের অনুমতি ও নিজেদের গাড়িগুলিকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করার পারমিট চাইতে চলেছে পুলকার সংগঠন।

পুলকার গাড়িকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহারের আর্জি পুলকার সংগঠনের
পুলকার গাড়িকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহারের আর্জি পুলকার সংগঠনের
author img

By

Published : Jun 17, 2021, 6:41 PM IST

কলকাতা , 17 জুন : গতবছর মার্চ মাসে পরীক্ষা হওয়ার পর বন্ধ হয়ে যায় সব স্কুল । তারপর 25 মার্চ থেকে সংক্রমণ সামাল দিতে দেশ জুড়ে শুরু হয় লকডাউন । তারপর থেকেই বন্ধ পুলকার গাড়িগুলি । বন্ধ স্কুল আর তাই লাগাতার 17 মাস বন্ধ পুলকার ব্যবসা । চরম দুর্দশার মধ্যে দিন কাটছে পুলকার মালিক ও চালকদের । তাই এবার বিকল্প ব্যবসার কথা মাথায় রেখে অল বেঙ্গল পারমিটের অনুমতি ও নিজেদের গাড়িগুলিকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করার পারমিট চাইতে চলেছে পুলকার সংগঠন । রাজ্যে একাধিক ক্ষেত্রে বেশ কিছু শিথিলতা আনা হলেও স্কুল ও কলেজগুলি কবে খুলবে তার কোনও ঠিক নেই । ইতিমধ্যেই বাতিল হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা । স্কুলের উপর নির্ভরশীল কয়েক হাজার পুলকার ও তার কর্মীরা । এই মানুষগুলির কপালে এখন চিন্তার গভীর ছাপ, সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে ।

2016 সালে তৎকালীন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী পুলকারগুলিকে অল বেঙ্গল পারমিট দিয়েছিলেন অর্থাৎ এই গাড়িগুলি অন্যান্য জেলায় যাতায়াত করতে পারবে । তবে 2018 সালে সেই পারমিট বন্ধ করে দেওয়া হয় ।

আরও পড়ুন...Narada Case : বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ ভিত্তিহীন, দাবি মদনের আইনজীবীর

পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুদীপ দত্ত বলেন যে, "আমাদের আয়ে-উপার্জনের পথ একেবারেই বন্ধ হয়ে গেছে । তার উপরে আমাদের বেশিরভাগ গাড়ি বিভিন্ন বেসরকারি সংস্থার থেকে ধার করে কেনা । সময়মত সেই ইএমআই (EMI) এর অর্থ মেটাতে না পারলে রাস্তার থেকে আমাদের গাড়ি তুলে নিচ্ছে সংস্থা । পাশাপাশি সংসার চালানোও অসম্ভব হয়ে উঠছে । তাই আয়ের বিকল্প পথ হিসেবে আমরা পরিবহন মন্ত্রীর দ্বারস্থ হতে চলেছি । অল বেঙ্গল পারমিট পেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুজোর ছুটি বা শীতের ছুটিতে ভ্রমণের জন্য গাড়িগুলিকে ভাড়ায় দেওয়া যেতে পারে ।

তিনি আরও বলেন, "আমাদের পিঠ একেবারে দেওয়ালে ঠেকে গেছে । আমরা চিঠিতে আমাদের গাড়িগুলিকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করে পরিষেবা দেওয়ার জন্য পারমিটের আবেদন করব ।"

কলকাতা , 17 জুন : গতবছর মার্চ মাসে পরীক্ষা হওয়ার পর বন্ধ হয়ে যায় সব স্কুল । তারপর 25 মার্চ থেকে সংক্রমণ সামাল দিতে দেশ জুড়ে শুরু হয় লকডাউন । তারপর থেকেই বন্ধ পুলকার গাড়িগুলি । বন্ধ স্কুল আর তাই লাগাতার 17 মাস বন্ধ পুলকার ব্যবসা । চরম দুর্দশার মধ্যে দিন কাটছে পুলকার মালিক ও চালকদের । তাই এবার বিকল্প ব্যবসার কথা মাথায় রেখে অল বেঙ্গল পারমিটের অনুমতি ও নিজেদের গাড়িগুলিকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করার পারমিট চাইতে চলেছে পুলকার সংগঠন । রাজ্যে একাধিক ক্ষেত্রে বেশ কিছু শিথিলতা আনা হলেও স্কুল ও কলেজগুলি কবে খুলবে তার কোনও ঠিক নেই । ইতিমধ্যেই বাতিল হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা । স্কুলের উপর নির্ভরশীল কয়েক হাজার পুলকার ও তার কর্মীরা । এই মানুষগুলির কপালে এখন চিন্তার গভীর ছাপ, সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে ।

2016 সালে তৎকালীন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী পুলকারগুলিকে অল বেঙ্গল পারমিট দিয়েছিলেন অর্থাৎ এই গাড়িগুলি অন্যান্য জেলায় যাতায়াত করতে পারবে । তবে 2018 সালে সেই পারমিট বন্ধ করে দেওয়া হয় ।

আরও পড়ুন...Narada Case : বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ ভিত্তিহীন, দাবি মদনের আইনজীবীর

পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুদীপ দত্ত বলেন যে, "আমাদের আয়ে-উপার্জনের পথ একেবারেই বন্ধ হয়ে গেছে । তার উপরে আমাদের বেশিরভাগ গাড়ি বিভিন্ন বেসরকারি সংস্থার থেকে ধার করে কেনা । সময়মত সেই ইএমআই (EMI) এর অর্থ মেটাতে না পারলে রাস্তার থেকে আমাদের গাড়ি তুলে নিচ্ছে সংস্থা । পাশাপাশি সংসার চালানোও অসম্ভব হয়ে উঠছে । তাই আয়ের বিকল্প পথ হিসেবে আমরা পরিবহন মন্ত্রীর দ্বারস্থ হতে চলেছি । অল বেঙ্গল পারমিট পেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুজোর ছুটি বা শীতের ছুটিতে ভ্রমণের জন্য গাড়িগুলিকে ভাড়ায় দেওয়া যেতে পারে ।

তিনি আরও বলেন, "আমাদের পিঠ একেবারে দেওয়ালে ঠেকে গেছে । আমরা চিঠিতে আমাদের গাড়িগুলিকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করে পরিষেবা দেওয়ার জন্য পারমিটের আবেদন করব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.