কলকাতা, 20 মে : সম্প্রতি করোনামুক্ত হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । মন্ত্রী হওয়ার পর আজই প্রথম বারের জন্য বিকাশ ভবন যাবেন শিক্ষামন্ত্রী । আজ বিকেলেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে বৈঠক ডেকেছেন তিনি ।
সূত্রের খবর, আজকের বৈঠকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন শিক্ষামন্ত্রী । জানা গিয়েছে, আজ সকাল 11 টায় বিকাশ ভবন পৌঁছবেন ব্রাত্য বসু । শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে প্রাথমিক পরিচয় পর্ব সারার পর বিকেল চারটেয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন শিক্ষামন্ত্রী ।
আরও পড়ুন : বাড়িতেই করা যাবে কোভিড পরীক্ষা , অনুমোদন দিল আইসিএমআর
করোনা আবহে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাতে স্বাভাবিক ভাবেই চিন্তিত ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক সকলেই ৷ এই অবস্থায় আজকের বৈঠকে শিক্ষা দফতরের সিদ্ধান্তের দিকে তাকিয়ে সকলেই ৷