কলকাতা, 24 সেপ্টেম্বর : দুর্গাপুজোর প্যান্ডেল নিয়ে এর আগে পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখনই জানিয়েছিলেন 25 সেপ্টেম্বর পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করবেন তিনি। একদিন এগিয়ে গেল সেই বৈঠক। আজ (বৃহস্পতিবার) নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করবে প্রশাসন। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের ঠিক হয়ে যাবে এবারের দুর্গাপুজোর রূপরেখা।
এর আগে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, গ্লোবাল অ্যাডভাইজ়ারি বোর্ডের সঙ্গে বৈঠক হয়েছে। নোবেলজয়ী অধ্যাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের অধীনে থাকা এই বোর্ডের সঙ্গে বৈঠকের পর দুর্গাপূজা নিয়ে প্রাথমিকভাবে পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, “দুর্গাপূজা কমিটিগুলিকে বলব, খোলামেলা প্যান্ডেল করার জন্য। কারণ অনেকেই অঞ্জলি দিতে আসেন। তখন প্যান্ডেলে ভিড় হয়ে যায়। প্যান্ডেলের একাংশ খোলা থাকলে বাতাস বইবে। তাতে জীবাণু থাকলে বেরিয়ে যাবে।"
মুখ্যমন্ত্রীর এই অনুরোধের আগে অনেক পুজো কমিটি তাদের পরিকল্পনা সেরে ফেলেছে। অনেক জায়গাতেই শুরু হয়ে গেছে মণ্ডপ তৈরির কাজ। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অনুরোধ কতটা পূজা কমিটিগুলো রাখতে পারবে সে বিষয়ে একটা সংশয় তৈরি হয়েছে।
আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতার ছোটো-বড় সব ক'টি পুজো কমিটি উপস্থিত থাকার কথা। সেখানে উপস্থিত থাকবে কলকাতা পুলিশ, দমকল বিভাগ, পৌরনিগম, বিদ্যুৎ বিভাগের পদস্থ কর্তারা। সম্মিলিতভাবে তৈরি হবে দুর্গাপুজোর রূপরেখা। অন্যান্য বছর এই বৈঠক থেকেই দুর্গাপুজো কমিটিগুলোকে কত টাকা অনুদান দেওয়া হবে তা ঘোষণা করতেন মুখ্যমন্ত্রী। এবছর তেমনটা হবে কি না সে বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। তবে কোরোনা পরিস্থিতিতে বিশেষ আঙ্গিকে দুর্গাপুজো করতে হবে। সকলের সঙ্গে পরামর্শ করেই সরকার একটা নিয়ম তৈরি করতে চাইছে বলে নবান্ন সূত্রে খবর।