ETV Bharat / state

গণ টিকা করণের জন্য প্রস্তুত কলকাতা পৌরনিগম, জানালেন ফিরহাদ

author img

By

Published : Dec 4, 2020, 3:10 PM IST

Updated : Dec 4, 2020, 3:23 PM IST

গত পরশু দেশীয় ভ্যাকসিনের পরীক্ষামূলক টিকা নিয়েছেন ফিরহাদ হাকিম । ভ্যাকসিন নেওয়ার 48 ঘণ্টা পর সম্পূর্ণ সুস্থ আছেন বলে আজ জানিয়েছেন তিনি ।

ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম

কলকাতা, 4 ডিসেম্বর : ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার ব্যক্তিদের নামের তালিকা ইতিমধ্যেই তৈরি করেছে কলকাতা পৌরনিগম ৷ রাজ্য সরকারের অনুমতি মিললেই শুরু হবে শহরে গণ টিকাকরণের কাজ ৷ কো-মর্বিডিটি ব্যক্তিদের আগে ভ্যাকসিন দিতে চায় কলকাতা পৌরনিগম ৷ বললেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷

গত পরশু দেশীয় ভ্যাকসিনের পরীক্ষামূলক টিকা নিয়েছেন ফিরহাদ হাকিম । ভ্যাকসিন নেওয়ার 48 ঘণ্টা পর সম্পূর্ণ সুস্থ আছেন বলে আজ জানিয়েছেন তিনি । রাজ্যেবাসীকে ভ্যাকসিন দেওয়ার প্রসঙ্গে তিনি আজ বলেন, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অনুমতি মিললেই শুরু হবে গণ টিকাকরণ ৷

রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করে নামের তালিকা তৈরি করেছে কলকাতা পৌরনিগম । এখনও পর্যন্ত 30 লাখ মানুষের নাম সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ তার মধ্যে যাঁদের কো-মর্বিডিটি আছে তাঁদের নামের আলাদা তালিকা তৈরি করা হবে বলেও এদিন জানান তিনি । তিনি আরও জানান, এখনও প্রায় 20 লাখ মানুষের সমীক্ষা বাকি রয়েছে । দ্রুত সেই সমীক্ষা সম্পূর্ণ করে নামের তালিকায় সংযুক্ত করা হবে। প্রসঙ্গত, কলকাতায় গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছে 774 জন। মৃত্যু হয়েছে 12 জনের । সুস্থ হয়েছেন 899 জন ।

কলকাতা, 4 ডিসেম্বর : ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার ব্যক্তিদের নামের তালিকা ইতিমধ্যেই তৈরি করেছে কলকাতা পৌরনিগম ৷ রাজ্য সরকারের অনুমতি মিললেই শুরু হবে শহরে গণ টিকাকরণের কাজ ৷ কো-মর্বিডিটি ব্যক্তিদের আগে ভ্যাকসিন দিতে চায় কলকাতা পৌরনিগম ৷ বললেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷

গত পরশু দেশীয় ভ্যাকসিনের পরীক্ষামূলক টিকা নিয়েছেন ফিরহাদ হাকিম । ভ্যাকসিন নেওয়ার 48 ঘণ্টা পর সম্পূর্ণ সুস্থ আছেন বলে আজ জানিয়েছেন তিনি । রাজ্যেবাসীকে ভ্যাকসিন দেওয়ার প্রসঙ্গে তিনি আজ বলেন, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অনুমতি মিললেই শুরু হবে গণ টিকাকরণ ৷

রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করে নামের তালিকা তৈরি করেছে কলকাতা পৌরনিগম । এখনও পর্যন্ত 30 লাখ মানুষের নাম সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ তার মধ্যে যাঁদের কো-মর্বিডিটি আছে তাঁদের নামের আলাদা তালিকা তৈরি করা হবে বলেও এদিন জানান তিনি । তিনি আরও জানান, এখনও প্রায় 20 লাখ মানুষের সমীক্ষা বাকি রয়েছে । দ্রুত সেই সমীক্ষা সম্পূর্ণ করে নামের তালিকায় সংযুক্ত করা হবে। প্রসঙ্গত, কলকাতায় গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছে 774 জন। মৃত্যু হয়েছে 12 জনের । সুস্থ হয়েছেন 899 জন ।

Last Updated : Dec 4, 2020, 3:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.