ETV Bharat / state

বেহালায় পুকুর থেকে উদ্ধার ঝাড়খণ্ডের শ্রমিকের দেহ - বেহালা বিদ্যাসাগর হাসপাতাল

ঝাড়খণ্ড থেকে আসা নিখোঁজ শ্রমিকের দেহ ভেসে উঠল বেহালার নিউ বঙ্গশ্রী পল্লির সদর পুকুরে ৷ খবর দেওয়া হয় বেহালা থানায় ৷ এই ঘটনা নেহাৎই দুর্ঘটনা , নাকি খুন ? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ।

Keshar Mahato-died worker
ঝাড়খন্ড থেকে আসা শ্রমিকের দেহ
author img

By

Published : Feb 18, 2020, 12:08 AM IST

কলকাতা , 17 ফেব্রুয়ারি : বেহালার নিউ বঙ্গশ্রী পল্লির সদর পুকুরে হঠাৎ ভেসে ওঠে একটি দেহ । ভিড় করতে শুরু করেন স্থানীয় মানুষজন । এরপর স্থানীয় বাসিন্দারা বেহালা থানায় খবর দেন । বেহালা থানার পুলিশ খবর দেয় ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে । এরই মাঝে পুকুরে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় কয়েকজন যুবক । যদি দেহে প্রাণ থাকে ৷ যদি বাঁচানো যায় মানুষটিকে । ডিজ়াস্টার ম্যানেজমেন্টের সদস্যরা আসার আগেই জল থেকে তোলা হয় ওই ব্যক্তির নিথর দেহ । তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বেহালা বিদ্যাসাগর হাসপাতালে । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

প্রাথমিকভাবে অবশ্য মৃতের পরিচয় জানা যাচ্ছিল না । পরে জানা যায় ওই ব্যক্তির নাম কেশর মাহাত । বয়স 38 বছর । জানা যায় তিনি অন্য 10-12 জন শ্রমিকের সঙ্গে ঝাড়খণ্ড থেকে এখানে এসেছিলেন শ্রমিকের কাজ করতে । বেহালার বিভিন্ন এলাকায় ঠিকা শ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি । স্থানীয় একটি কালচারাল ক্লাবে রাতে থাকতেন তাঁরা । এই দলে কেশরের সম্পর্কিত ভাই এবং ভাইপো রয়েছে । 15 ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন কেশর । সেই সূত্রে বেহালা থানায় একটি মিসিং ডায়েরি করা হয় । সেখান থেকে কেশরের পরিচয় জানতে পারে পুলিশ ।

প্রাথমিকভাবে মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখতে পায়নি পুলিশ । কিন্তু হঠাৎ এই ব্যক্তি জলে পড়লেন কীভাবে? আর সেটা নিয়েই দানা বেঁধেছে রহস্য । এই ঘটনা নেহাৎই দুর্ঘটনা , নাকি খুন ? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । আজ ওই যুবকের দেহের ময়নাতদন্ত করা হয় । তারপরই এই সম্পর্কে কিছু তথ্য পাওয়া যাবে বলে মনে করছে বেহালা থানা । ইতিমধ্যেই মৃতের ছেলে রাহুল মাহাতকে খবর দিয়েছে পুলিশ ।

কলকাতা , 17 ফেব্রুয়ারি : বেহালার নিউ বঙ্গশ্রী পল্লির সদর পুকুরে হঠাৎ ভেসে ওঠে একটি দেহ । ভিড় করতে শুরু করেন স্থানীয় মানুষজন । এরপর স্থানীয় বাসিন্দারা বেহালা থানায় খবর দেন । বেহালা থানার পুলিশ খবর দেয় ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে । এরই মাঝে পুকুরে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় কয়েকজন যুবক । যদি দেহে প্রাণ থাকে ৷ যদি বাঁচানো যায় মানুষটিকে । ডিজ়াস্টার ম্যানেজমেন্টের সদস্যরা আসার আগেই জল থেকে তোলা হয় ওই ব্যক্তির নিথর দেহ । তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বেহালা বিদ্যাসাগর হাসপাতালে । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

প্রাথমিকভাবে অবশ্য মৃতের পরিচয় জানা যাচ্ছিল না । পরে জানা যায় ওই ব্যক্তির নাম কেশর মাহাত । বয়স 38 বছর । জানা যায় তিনি অন্য 10-12 জন শ্রমিকের সঙ্গে ঝাড়খণ্ড থেকে এখানে এসেছিলেন শ্রমিকের কাজ করতে । বেহালার বিভিন্ন এলাকায় ঠিকা শ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি । স্থানীয় একটি কালচারাল ক্লাবে রাতে থাকতেন তাঁরা । এই দলে কেশরের সম্পর্কিত ভাই এবং ভাইপো রয়েছে । 15 ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন কেশর । সেই সূত্রে বেহালা থানায় একটি মিসিং ডায়েরি করা হয় । সেখান থেকে কেশরের পরিচয় জানতে পারে পুলিশ ।

প্রাথমিকভাবে মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখতে পায়নি পুলিশ । কিন্তু হঠাৎ এই ব্যক্তি জলে পড়লেন কীভাবে? আর সেটা নিয়েই দানা বেঁধেছে রহস্য । এই ঘটনা নেহাৎই দুর্ঘটনা , নাকি খুন ? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । আজ ওই যুবকের দেহের ময়নাতদন্ত করা হয় । তারপরই এই সম্পর্কে কিছু তথ্য পাওয়া যাবে বলে মনে করছে বেহালা থানা । ইতিমধ্যেই মৃতের ছেলে রাহুল মাহাতকে খবর দিয়েছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.