ETV Bharat / state

স্বাস্থ্য কমিশনের অনুরোধ, মৃত চিকিৎসকের চিকিৎসার বিল কমাল বেসরকারি হাসপাতাল

বিল পুনর্বিবেচনা করা হবে বলে কমিশনের চেয়ারপার্সনকে গতকালই জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ । সেই মতো আজ 3 লাখ 60 হাজার টাকা কম করে মোট 14 লাখ 74 হাজার 952 টাকা বিল করা হয় ৷

স্বাস্থ্য কমিশন
স্বাস্থ্য কমিশন
author img

By

Published : Aug 13, 2020, 6:22 PM IST

Updated : Aug 13, 2020, 9:03 PM IST

কলকাতা, 13 অগাস্ট : কোরোনায় আক্রান্ত হয়ে সোমবার মৃত্যু হয় শ্যামনগরের এক চিকিৎসকের । ওই চিকিৎসকের চিকিৎসার খরচ হিসেবে 18 লাখ 34 হাজার টাকা বিল করেছিল বেসরকারি হাসপাতাল । এরপর বিল পুনর্বিবেচনার জন্য বুধবার হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)-এর চেয়ারপার্সন জাস্টিস অসীমকুমার বন্দ্যোপাধ্যায় । বিল পুনর্বিবেচনা করা হবে বলে গতকালই জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ । সেই মতো আজ 3 লাখ 60 হাজার টাকা কম করে মোট 14 লাখ 74 হাজার 952 টাকা বিল করা হয় ৷

গতকাল অসীমকুমার বন্দোপাধ্যায় বলেছিলেন, ‘‘শ্যামনগরের চিকিৎসকের মৃত্যুতে আমরা শোকাহত । সোশাল মিডিয়ায় একটি পোস্ট থেকে দেখতে পাই যে চিকিৎসার জন্য 18 লাখ 34 হাজার টাকার মতো বিল হয়েছে । এই বিলটি আবার রিভিউ করার জন্য ওই হাসপাতালকে অনুরোধ জানিয়েছি ।’’ তাঁর অনুরোধের পর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি দেখে বিলটি পুনর্বিবেচনা করার আশ্বাস দেয় ৷ সেইমতো আজ বিল কমানোর কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ ।

একইসঙ্গে কমিশনের চেয়ারপার্সন আজ জানিয়েছেন, ‘‘বেসরকারি ওই হাসপাতাল থেকে জানানো হয়েছে, ওই চিকিৎসকের চিকিৎসার জন্য বিল হয়েছিল 18 লাখ 34 হাজার 952 টাকা । এর মধ্যে ওষুধের জন্য খরচ হয়েছিল 6 লাখ 90 হাজার টাকা । এই চিকিৎসককে 23 দিন ICU-তে রাখতে হয়েছিল । চিকিৎসার খরচের মধ্যে 3 লাখ টাকা TPA হিসাবে অ্যাপ্রুভ হয়েছে । চিকিৎসকের আত্মীয়রা 11 লাখ 75 হাজার টাকা হাসপাতালে দিয়েছেন । বেসরকারি ওই হাসপাতাল মোট বিল থেকে 3 লাখ 60 হাজার টাকা ছাড় দিয়েছে ।’’ অর্থাৎ ওই চিকিৎসকের পরিজনদের আর কোনও টাকা দিতে হবে না ৷

10 অগাস্ট কোরোনায় আক্রান্ত শ্যামনগরের বাসিন্দা ওই চিকিৎসকের মৃত্যু হয় মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে । বছর 55-র এই চিকিৎসক একজন ফ্যামিলি ফিজ়িশিয়ান ছিলেন ।

কলকাতা, 13 অগাস্ট : কোরোনায় আক্রান্ত হয়ে সোমবার মৃত্যু হয় শ্যামনগরের এক চিকিৎসকের । ওই চিকিৎসকের চিকিৎসার খরচ হিসেবে 18 লাখ 34 হাজার টাকা বিল করেছিল বেসরকারি হাসপাতাল । এরপর বিল পুনর্বিবেচনার জন্য বুধবার হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)-এর চেয়ারপার্সন জাস্টিস অসীমকুমার বন্দ্যোপাধ্যায় । বিল পুনর্বিবেচনা করা হবে বলে গতকালই জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ । সেই মতো আজ 3 লাখ 60 হাজার টাকা কম করে মোট 14 লাখ 74 হাজার 952 টাকা বিল করা হয় ৷

গতকাল অসীমকুমার বন্দোপাধ্যায় বলেছিলেন, ‘‘শ্যামনগরের চিকিৎসকের মৃত্যুতে আমরা শোকাহত । সোশাল মিডিয়ায় একটি পোস্ট থেকে দেখতে পাই যে চিকিৎসার জন্য 18 লাখ 34 হাজার টাকার মতো বিল হয়েছে । এই বিলটি আবার রিভিউ করার জন্য ওই হাসপাতালকে অনুরোধ জানিয়েছি ।’’ তাঁর অনুরোধের পর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি দেখে বিলটি পুনর্বিবেচনা করার আশ্বাস দেয় ৷ সেইমতো আজ বিল কমানোর কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ ।

একইসঙ্গে কমিশনের চেয়ারপার্সন আজ জানিয়েছেন, ‘‘বেসরকারি ওই হাসপাতাল থেকে জানানো হয়েছে, ওই চিকিৎসকের চিকিৎসার জন্য বিল হয়েছিল 18 লাখ 34 হাজার 952 টাকা । এর মধ্যে ওষুধের জন্য খরচ হয়েছিল 6 লাখ 90 হাজার টাকা । এই চিকিৎসককে 23 দিন ICU-তে রাখতে হয়েছিল । চিকিৎসার খরচের মধ্যে 3 লাখ টাকা TPA হিসাবে অ্যাপ্রুভ হয়েছে । চিকিৎসকের আত্মীয়রা 11 লাখ 75 হাজার টাকা হাসপাতালে দিয়েছেন । বেসরকারি ওই হাসপাতাল মোট বিল থেকে 3 লাখ 60 হাজার টাকা ছাড় দিয়েছে ।’’ অর্থাৎ ওই চিকিৎসকের পরিজনদের আর কোনও টাকা দিতে হবে না ৷

10 অগাস্ট কোরোনায় আক্রান্ত শ্যামনগরের বাসিন্দা ওই চিকিৎসকের মৃত্যু হয় মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে । বছর 55-র এই চিকিৎসক একজন ফ্যামিলি ফিজ়িশিয়ান ছিলেন ।

Last Updated : Aug 13, 2020, 9:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.