ETV Bharat / state

App Cab Meeting With Transport Department: অ্যাপ ক্যাব নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক, এগ্রিগেটর আইন বলবৎ হতে পারে - aggregator law may take effect on May 3

অ্যাপ ক্যাব সংস্থাগুলি যাত্রীদের থেকে যাতে ইচ্ছেমতো ভাড়া না নিতে পারে, সেই কারণে ইতিমধ্যেই এগ্রিগেটর আইন এনেছে রাজ্য পরিবহণ দফতর। তবে তা এখনও চালু হয়নি রাজ্যে। অবশেষে আগামী 3 মে সেই আইন বলবৎ করা হবে, এমনটাই জানালেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (aggregator law may take effect on May 3)।

Meeting With App Cab at Transport Department
পরিবহন ভবনে অ্যাপ ক্যাব নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক
author img

By

Published : Apr 7, 2022, 11:39 AM IST

কলকাতা, 7 এপ্রিল: রাজ্যে অ্যাপ ক্যাব সংস্থাগুলির উপরে রাশ টানতে রাজ্য সরকার যে 'এগ্রিগেটর আইন'-এর কথা ঘোষণা করেছিল, অবশেষে তা কার্যকর হতে পারে আগামী 3 মে থেকে (aggregator law may take effect on May 3)। অ্যাপ ক্যাব সংস্থাগুলি যাত্রীদের থেকে যাতে ইচ্ছেমতো ভাড়া না নিতে পারে সেই কারণে ইতিমধ্যেই এগ্রিগেটর আইন এনেছে রাজ্য পরিবহণ দফতর। তবে তা এখনও চালু হয়নি রাজ্যে। ফলে যাত্রী এবং অ্যাপ ক্যাব মালিক ও চালক উভয়েই ধোঁয়াশার মধ্যে ছিলেন। অবশেষে আগামী 3 মে সেই আইন বলবৎ করা হবে, এমনটাই জানিয়েছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।

বুধবার সংস্থার প্রতিনিধি-সহ 5টি অ্যাপ ক্যাব সংগঠনের সঙ্গে বৈঠক করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ও পরিবহণ সচিব রাজেশ কুমার সিনহা। মূলত নতুন যে এগ্রিগেটর আইন আনা হয়েছে, সেই আইনটিকে ঘিরেই আলোচনা চলে। বর্ধিত ভাড়া নেওয়ার কারণ হিসেবে পেট্রোপণ্যের অত্যাধিক মূল্য বৃদ্ধিকে সামনে আনে ক্যাব সংস্থা। তবে মালিক সংগঠনগুলি পাল্টা বলে, সম্প্রতি যে অ্যাপ ক্যাবের বেস ফেয়ার বাড়ানো হয়েছে, তাতে আখেরে আর্থিক মুনাফা হবে সংস্থারই । কারণ বারবার বলা সত্ত্বেও সংস্থা কমিশনের অঙ্ক বাড়াচ্ছে না। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এগ্রিগেটের আইন অনুসারে ভাড়ার 80 শতাংশ টাকা মালিকপক্ষকে দিতে হবে। এছাড়াও তাঁদের দাবি, রাজ্য সরকারকেই ভাড়া বেঁধে দিতে হবে।

আরও পড়ুন : Meeting on Price Hike : লক্ষ্মীবারে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে নবান্নের বৈঠক বসছেন মুখ্যমন্ত্রী

এছাড়াও এদিন ট্যাক্সি সংগঠনগুলিও তাদের বক্তব্যে জানায়, 2018 সালে শেষবারের মত ট্যাক্সির ভাড়া বেড়েছিল। 25 টাকা থেকে বেড়ে 30 টাকা হয়েছিল। এরপর এতগুলো বছর কেটে গিয়েছে। তেলের দাম 115 টাকা পার করে গেল। তবুও ভাড়া বাড়ানো হল না ট্যাক্সির। তাই তাঁদের দাবি, অবিলম্বে ট্যাক্সি ভাড়া বাড়িয়ে রাজ্য সরকারকে নোটিফিকেশন জারি করতে হবে। পাশাপাশি দাবি ওঠে, দুই চাকার বাইক ট্যাক্সি বা দু'চাকা গাড়ি যেগুলি বাণিজ্যিক কাজের জন্য ব্যবহার করা হয়, সেগুলিতে হলুদ নম্বর প্লেট নেই। অবিলম্বে তাদের কমার্শিয়াল নম্বর প্লেট দিতে হবে। তাদের 15 টাকা বেস ফেয়ার ও প্রতি কিলোমিটার 12 টাকা হিসেবে ভাড়া বেঁধে নোটিফিকেশন জারি করতে হবে। এছাড়া চালকদের ক্ষেত্রে 5 লাখ টাকা মেডিক্য়াল বেনিফিট এবং 10 লাখ টাকা ইনসুরেন্সের যে কথা বলা হয়েছে, তা কিভাবে দেওয়া হবে সেই বিষয়টি পরিষ্কার করতে হবে বলে বৈঠকে দাবি ওঠে।

কলকাতা, 7 এপ্রিল: রাজ্যে অ্যাপ ক্যাব সংস্থাগুলির উপরে রাশ টানতে রাজ্য সরকার যে 'এগ্রিগেটর আইন'-এর কথা ঘোষণা করেছিল, অবশেষে তা কার্যকর হতে পারে আগামী 3 মে থেকে (aggregator law may take effect on May 3)। অ্যাপ ক্যাব সংস্থাগুলি যাত্রীদের থেকে যাতে ইচ্ছেমতো ভাড়া না নিতে পারে সেই কারণে ইতিমধ্যেই এগ্রিগেটর আইন এনেছে রাজ্য পরিবহণ দফতর। তবে তা এখনও চালু হয়নি রাজ্যে। ফলে যাত্রী এবং অ্যাপ ক্যাব মালিক ও চালক উভয়েই ধোঁয়াশার মধ্যে ছিলেন। অবশেষে আগামী 3 মে সেই আইন বলবৎ করা হবে, এমনটাই জানিয়েছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।

বুধবার সংস্থার প্রতিনিধি-সহ 5টি অ্যাপ ক্যাব সংগঠনের সঙ্গে বৈঠক করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ও পরিবহণ সচিব রাজেশ কুমার সিনহা। মূলত নতুন যে এগ্রিগেটর আইন আনা হয়েছে, সেই আইনটিকে ঘিরেই আলোচনা চলে। বর্ধিত ভাড়া নেওয়ার কারণ হিসেবে পেট্রোপণ্যের অত্যাধিক মূল্য বৃদ্ধিকে সামনে আনে ক্যাব সংস্থা। তবে মালিক সংগঠনগুলি পাল্টা বলে, সম্প্রতি যে অ্যাপ ক্যাবের বেস ফেয়ার বাড়ানো হয়েছে, তাতে আখেরে আর্থিক মুনাফা হবে সংস্থারই । কারণ বারবার বলা সত্ত্বেও সংস্থা কমিশনের অঙ্ক বাড়াচ্ছে না। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এগ্রিগেটের আইন অনুসারে ভাড়ার 80 শতাংশ টাকা মালিকপক্ষকে দিতে হবে। এছাড়াও তাঁদের দাবি, রাজ্য সরকারকেই ভাড়া বেঁধে দিতে হবে।

আরও পড়ুন : Meeting on Price Hike : লক্ষ্মীবারে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে নবান্নের বৈঠক বসছেন মুখ্যমন্ত্রী

এছাড়াও এদিন ট্যাক্সি সংগঠনগুলিও তাদের বক্তব্যে জানায়, 2018 সালে শেষবারের মত ট্যাক্সির ভাড়া বেড়েছিল। 25 টাকা থেকে বেড়ে 30 টাকা হয়েছিল। এরপর এতগুলো বছর কেটে গিয়েছে। তেলের দাম 115 টাকা পার করে গেল। তবুও ভাড়া বাড়ানো হল না ট্যাক্সির। তাই তাঁদের দাবি, অবিলম্বে ট্যাক্সি ভাড়া বাড়িয়ে রাজ্য সরকারকে নোটিফিকেশন জারি করতে হবে। পাশাপাশি দাবি ওঠে, দুই চাকার বাইক ট্যাক্সি বা দু'চাকা গাড়ি যেগুলি বাণিজ্যিক কাজের জন্য ব্যবহার করা হয়, সেগুলিতে হলুদ নম্বর প্লেট নেই। অবিলম্বে তাদের কমার্শিয়াল নম্বর প্লেট দিতে হবে। তাদের 15 টাকা বেস ফেয়ার ও প্রতি কিলোমিটার 12 টাকা হিসেবে ভাড়া বেঁধে নোটিফিকেশন জারি করতে হবে। এছাড়া চালকদের ক্ষেত্রে 5 লাখ টাকা মেডিক্য়াল বেনিফিট এবং 10 লাখ টাকা ইনসুরেন্সের যে কথা বলা হয়েছে, তা কিভাবে দেওয়া হবে সেই বিষয়টি পরিষ্কার করতে হবে বলে বৈঠকে দাবি ওঠে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.