ETV Bharat / state

শহরজুড়ে শিলাবৃষ্টিতে সাময়িক স্বস্তি - কলকাতা

দক্ষিণবঙ্গের 11 টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ৷

Temporary relief of hail throughout the city
শহরজুড়ে শিলাবৃষ্টিতে সাময়িক স্বস্তি
author img

By

Published : Apr 12, 2020, 6:36 PM IST

Updated : Apr 12, 2020, 7:00 PM IST

কলকাতা, 12এপ্রিল : টানা লকডাউনের জেরে অবসাদে ভুগছে গৃহবন্দী মানুষ । রবিবারের বিকেলে আকাশ ভেঙে বৃষ্টি নামল শহরজুড়ে । শুধু বৃষ্টি নয় শিলাবৃষ্টি । মন খারাপের বিকেলে আনন্দে গা ভাসাল শহরবাসী । মন খারাপ মুছে গেল শিলাবৃষ্টি আনন্দে ।

আলিপুর আবহাওয়া দপ্তর আগেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল গোটা রাজ্য জুড়ে । ভ্যাপসা গরমে ছটফট করছিল দক্ষিণবঙ্গ । সেখানে লকডাউনের মন খারাপের মধ্যে স্বস্তির বৃষ্টিতে খুশির আমেজ । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের 11 টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝারগ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরসহ উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনাতে ।

উত্তরবঙ্গের জেলায় ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলোতে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।

কলকাতায় গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রী বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । আগামী 24 ঘণ্টায় কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 37, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।


কলকাতা, 12এপ্রিল : টানা লকডাউনের জেরে অবসাদে ভুগছে গৃহবন্দী মানুষ । রবিবারের বিকেলে আকাশ ভেঙে বৃষ্টি নামল শহরজুড়ে । শুধু বৃষ্টি নয় শিলাবৃষ্টি । মন খারাপের বিকেলে আনন্দে গা ভাসাল শহরবাসী । মন খারাপ মুছে গেল শিলাবৃষ্টি আনন্দে ।

আলিপুর আবহাওয়া দপ্তর আগেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল গোটা রাজ্য জুড়ে । ভ্যাপসা গরমে ছটফট করছিল দক্ষিণবঙ্গ । সেখানে লকডাউনের মন খারাপের মধ্যে স্বস্তির বৃষ্টিতে খুশির আমেজ । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের 11 টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝারগ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরসহ উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনাতে ।

উত্তরবঙ্গের জেলায় ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলোতে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।

কলকাতায় গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রী বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । আগামী 24 ঘণ্টায় কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 37, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।


Last Updated : Apr 12, 2020, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.