কলকাতা, 17 ডিসেম্বর : বড়দিনে শীতের আমেজ উপভোগ করতে চলেছে বাঙালি । আগামীকাল থেকেই তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণের পারদও বেশ কিছুটা নামতে পারে । স্বাভাবিক ভাবেই আশায় বুঁক বাঁধছে বাঙালি । কারণ, সব কিছু ঠিক থাকলে এ বার শীত বেশ কিছু দিন থাকবে বলেই মনে করা হচ্ছে ।
হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল থেকে পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাবে । সেই সঙ্গেই তাপমাত্রা নিম্নমুখী হবে । তরাই ও ডুয়ার্সের জেলাগুলোতে ইতিমধ্যে শীতের আবহাওয়া তৈরি হয়েছে । ওই জেলাগুলোতে আগামী দু'দিন তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির কিছু অংশে আগামীকাল সকালে ঘন কুয়াশার সম্ভাবনা ৷ সেই কারণে সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । এই জেলাগুলোতে কুয়াশার জেরে দৃশ্যমানতা 200 থেকে 500 মিটারের মধ্যে থাকতে পারে ।
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।