ETV Bharat / state

কলকাতায় 14.6 ডিগ্রি সেলসিয়াস, বছর শেষে জাঁকিয়ে শীতের সম্ভাবনা

author img

By

Published : Dec 24, 2020, 10:15 AM IST

Updated : Dec 24, 2020, 10:52 AM IST

নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ করার সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর উপত্যকায় । এর প্রভাবে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । এর প্রভাবে ডিসেম্বর মাসের শেষ কয়েকদিন জাঁকিয়ে শীত পড়বে কলকাতা-সহ গোটা রাজ্যে ।

Kolkata
কলকাতায় বাড়ল তাপমাত্রা

কলকাতা , 24 ডিসেম্বর : কলকাতায় আরও বাড়ল তাপমাত্রা । গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস । 24 ঘণ্টা পর আরও 1.1 ডিগ্রি তাপমাত্রা বেড়ে সর্বনিম্ন তাপমাত্রা গিয়ে পৌঁছাল 14.6 ডিগ্রি সেলসিয়াসে ।

গত তিনদিন ধরে কলকাতায় বাড়ছে তাপমাত্রা । আজও কিছুটা বাড়ল তাপমাত্রার পরিমাণ । সেক্ষেত্রে বড়দিনের আগে আর সেই কনকনে শীতের অনুভূতিতে অনেকটাই ভাটা পড়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-আরব সাগরে মালদ্বীপ সংলগ্ন এলাকার উপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে । সেক্ষেত্রে সপ্তাহ শেষে আন্দামান-নিকোবরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । অন্যদিকে, নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর উপত্যকায় । এর প্রভাবে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । এর প্রভাবে বছর শেষে জাঁকিয়ে শীত পড়বে কলকাতা-সহ গোটা রাজ্যে । আগামী দু'দিন সকালে ও সন্ধেয় পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার ও ঝাড়খণ্ডে কুয়াশার দাপট থাকবে । ঘন কুয়াশায় সর্তকতা জারি করা হয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতেও ।

আরও পড়ুন, আজ বিশ্বভারতীর শতবর্ষ উদযাপনে ভার্চুয়ালি বক্তব্য প্রধানমন্ত্রীর

গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 48 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ 25 ও সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

কলকাতা , 24 ডিসেম্বর : কলকাতায় আরও বাড়ল তাপমাত্রা । গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস । 24 ঘণ্টা পর আরও 1.1 ডিগ্রি তাপমাত্রা বেড়ে সর্বনিম্ন তাপমাত্রা গিয়ে পৌঁছাল 14.6 ডিগ্রি সেলসিয়াসে ।

গত তিনদিন ধরে কলকাতায় বাড়ছে তাপমাত্রা । আজও কিছুটা বাড়ল তাপমাত্রার পরিমাণ । সেক্ষেত্রে বড়দিনের আগে আর সেই কনকনে শীতের অনুভূতিতে অনেকটাই ভাটা পড়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-আরব সাগরে মালদ্বীপ সংলগ্ন এলাকার উপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে । সেক্ষেত্রে সপ্তাহ শেষে আন্দামান-নিকোবরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । অন্যদিকে, নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর উপত্যকায় । এর প্রভাবে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । এর প্রভাবে বছর শেষে জাঁকিয়ে শীত পড়বে কলকাতা-সহ গোটা রাজ্যে । আগামী দু'দিন সকালে ও সন্ধেয় পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার ও ঝাড়খণ্ডে কুয়াশার দাপট থাকবে । ঘন কুয়াশায় সর্তকতা জারি করা হয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতেও ।

আরও পড়ুন, আজ বিশ্বভারতীর শতবর্ষ উদযাপনে ভার্চুয়ালি বক্তব্য প্রধানমন্ত্রীর

গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 48 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ 25 ও সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

Last Updated : Dec 24, 2020, 10:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.