কলকাতা, 13 অগাস্ট : ট্যাক্সি ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে বারবার রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে চিঠি দেওয়া সত্ত্বেও মেলেনি কোনও সদুত্তর । তাই এবার ধর্মঘটের পথে হাঁটার সিদ্ধান্ত নিল হলুদ ট্যাক্সি সংগঠন। আগামী 7 সেপ্টেম্বর রাজ্যজুড়ে 24 ঘণ্টার ধর্মঘটের ডাক দিল ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটর কোড ইন অ্যাকশন কমিটি। সেদিন প্রায় 12 হাজার ট্যাক্সি পথে নামবে না বলে জানিয়ে দিয়েছে সংগঠন ।
গত 7 জুন থেকে ঊর্ধ্বমুখী জ্বালানির দাম । রেকর্ড মাত্রায় বেড়েছে ডিজ়েলের দাম । AITUC অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক ও কোনভেইনার নাবাল কিশর শ্রীবাস্তব বলেন, "আমরা বহুবার রাজ্য সরকার তথা কেন্দ্র সরকারের কাছে ভাড়া বাড়ানোর আবেদন জানিয়েছি । কিন্তু, কোনও লাভ হয়নি । ইতিমধ্যে দু'মাস অতিক্রান্ত হয়ে গেছে । একে তেলের আকাশছোঁয়া দাম অন্যদিকে সংক্রমণের কারণে যাত্রী হচ্ছে না বললেই চলে । এভাবে আমাদের পক্ষে আর গাড়ি চালানো সম্ভব হচ্ছে না । তাই আমরা আগামী 7 সেপ্টেম্বর বেলা 12 থেকে 3 টে পর্যন্ত পরিবহন দপ্তরের সামনে ধরনা কর্মসূচি নিয়েছি । পাশাপাশি সেদিন আমরা পরিবহন সচিবের কাছে আমাদের দাবিদাওয়াগুলি নিয়ে একটি ডেপুটেশন জমা দেব ।"
তিনি আরও বলেন, "কেন্দ্রে BJP সরকার আসার পর থেকেই পরিবহনশিল্প ধীরে ধীরে শেষ হতে বসেছে । লাগাম ছাড়া তেলের দামের বৃদ্ধির কারণে মালিক ও চালকরা আর্থিক অনটনের মধ্যে দিয়ে দিন গুজরান করছে । এমনিতেই লকডাউন ও কোরোনা আতঙ্কে যাত্রীরা গণপরিবহন আর ব্যবহার করতে চাইছে না । এমনকী বহু মানুষ বাড়ি থেকেই বেরোচ্ছে না খুব প্রয়োজন না পড়লে । শুধু তেলের দামই নয় বেড়েছে যন্ত্রাংশের দামও । তাই তেল খরচ ও গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য যে টাকা খরচ হচ্ছে তা বর্তমান পরিস্থিতিতে মালিকদের বিপাকে ফেলেছে ।"
প্রসঙ্গত, সংগঠনের তরফে প্রস্তাবিত ভাড়ার তালিকা আগেই পরিবহন দপ্তরের কাছে জমা দিয়েছে ট্যাক্সি মালিক সংগঠন । তাদের দাবি, প্রথম দু কিলোমিটারে 50 টাকা ও পরের কিলোমিটার প্রতি 25 টাকা ভাড়া ধার্য করতে হবে ।