ETV Bharat / state

Tathagata Roy: তৃণমূলের সঙ্গে সেটিংয়ের অভিযোগ এড়াতে সক্রিয় হোক বিজেপি, টুইটে দাবি তথাগতর - ত্রিপুরা রাজনীতি

ত্রিপুরা নির্বাচন নিয়ে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজনীতি ৷ মসনদের লড়াই কি বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে ? নাকি গোপনে জোট বেঁধেছে দুই বিরোধী শিবির ? এবার এ নিয়েই টুইট করলেন তথাগত রায় (Tathagata Roy over BJP TMC Setting) ৷

Tripura Mamata
ত্রিপুরায় মমতা ও অভিষেক
author img

By

Published : Feb 8, 2023, 2:09 PM IST

Updated : Feb 8, 2023, 2:35 PM IST

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: ত্রিপুরায় বিধানসভা নির্বাচন 16 ফেব্রুয়ারি ৷ উত্তর-পূর্বের এই বিজেপি শাসিত রাজ্যের মসনদ ঘিরে চড়ছে পারদ ৷ 2018 সালে দু'দশকেরও বেশি সময় ধরে বাম শাসনাধীন ত্রিপুরা ছিনিয়ে নিয়েছে বিজেপি ৷ বামশক্তিকে পরাজিত করে বিজেপি জমানা শুরু হয় বিপ্লব দেবের হাত ধরে ৷ পরে মুখ্যমন্ত্রী বদলায় বিজেপি । দায়িত্ব আসে ডাঃ মানিক সাহার হাতে ৷ এই প্রথমবার তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে অংশ নিচ্ছে ৷ তাই এবার ত্রিপুরা বিধানসভা ভোটে প্রধান চারটি দল- বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস নজর কাড়ছে ৷

তবে এই প্রধান দু'টি বিরোধী দল হিসেবে বারে বারে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের নাম উঠে আসছে সংবাদ শিরোনামে ৷ রাজনৈতিক মহলের একটি অংশ মনে করছে বর্তমান পরিস্থিতিকতে খানিকটা হলেও ব্যাকফুটে সিপিএম ও কংগ্রেস ৷ সোমবার নির্বাচনী প্রচারে আগরতলা পৌঁছেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গেই আছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বলেন, "আমি অভিষেকদের দায়িত্ব দিয়েছিলাম ৷ ত্রিপুরাবাসীকে অত্যাচারের হাত থেকে উদ্ধার করুক ৷" এই জন্য তিনি ত্রিপুরা নির্বাচনের ভার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন বলে জানান এবং তাঁকে সঙ্গে এনেছেন ৷

আরও পড়ুন: বিজেপি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ, সিপিএম কংগ্রেসের বি টিম, ত্রিপুরায় অভিযোগ মমতার

লড়াইটা কি তবে শুধু বিজেপি বনাম তৃণমূলের ? এ প্রসঙ্গে মঙ্গলবার সিপিএম নেতা সুজন চক্রবর্তী একটু অন্য কথা বলেন, "ভাইপো এখন পিসির পিছন পিছন ঘুরছে ৷ তিনি ত্রিপুরাতে বলেছেন, শান্তি চাইলে সিপিএম বা বিজেপি নয়, তৃণমূল কংগ্রেস তা পারবে ৷ ত্রিপুরায় লড়াই বিজেপি আর তৃণমূলের মধ্যে নয় ৷ ওখানে হারাতে হবে বিজেপিকে ৷ আর জিততে হবে বিজেপি-বিরোধী শক্তিকে ৷ বিজেপি বিরোধী শক্তি হিসেবে সিপিএম-সহ বাকিরা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করছে ৷ তারা সবাই ধর্মনিরপেক্ষ শক্তি ৷ বিজেপি ভয় পেয়ে অভিষেক বাহিনীকে ভাড়া করেছে ৷"

এরপরই সুজন দাবি করেন এই ঐক্যবদ্ধ বিরোধী শক্তিকে ভয় পেয়েছে বিজেপি ৷ তিনি বলেন, "ভয় পেয়ে তারা (বিজেপি) এখন অভিষেকবাহিনীকে ভাড়া করেছে ৷ এদিক ওদিক করে 28টি আসনে তারা (তৃণমূল কংগ্রেস) প্রার্থী দিতে পেরেছে৷ তারা নাকি বিকল্প ৷" তাঁর প্রশ্ন, "তৃণমূল বিজেপি-বিরোধী মনোভাব নিচ্ছে নাকি কংগ্রেস, সিপিএমকে কত কোণঠাসা করা যায়, তার মনোভাব নিচ্ছে ?" সুজন জানান, বিজেপি চায়- কংগ্রেস ও সিপিএমকে কোণঠাসা করো ৷ সেটাই বিজেপির হয়ে পরোক্ষে তৃণমূল কংগ্রেস করে যাচ্ছে ৷ তিনি বলেন, "অভিষেক ব্যানার্জীরা ঘুরপথে বিজেপি ৷"

  • The word in everybody’s mouth in West Bengal today is ‘SETTING’. Which means a secret pact between TMC and BJP. Whereby BJP will give a walk-over to TMC in W Bengal and in exchange TMC will not let the opposition unite. BJP MUST DISABUSE PEOPLE OF THIS NOTION BY ITS ACTIONS.

    — Tathagata Roy (@tathagata2) February 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় । রাজনৈতিক মহলের দাবি, বিরোধী সিপিএম এবং কংগ্রেস বিজেপি এবং তৃণমূলের সমঝোতা নিয়ে যে অভিযোগ তুলছে তারই পালটা দিয়েছেন এই প্রবীণ বিজেপি নেতা । কারও নাম না-করে বুধবার সকালে তিনি টুইট করেন, "এখন পশ্চিমবঙ্গে সবার মুখে একটাই শব্দ শোনা যাচ্ছে, 'সেটিং' ৷ যার মানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা গোপন চুক্তি রয়েছে ৷ কিন্তু বাংলায় তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপি আত্মসমর্পণ করবে ৷ তার বদলে জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস বিরোধী শক্তিকে জোট বাঁধতে দেবে না ৷ বিজেপির উচিত নিজের কাজ দিয়ে এই বক্তব্যকে ভুল প্রমাণ করা ।"

আরও পড়ুন: ত্রিপুরাবাসীকে অত্যাচারের হাত থেকে বাঁচাতে অভিষেকদের দায়িত্ব, আগরতলায় জানালেন মমতা

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: ত্রিপুরায় বিধানসভা নির্বাচন 16 ফেব্রুয়ারি ৷ উত্তর-পূর্বের এই বিজেপি শাসিত রাজ্যের মসনদ ঘিরে চড়ছে পারদ ৷ 2018 সালে দু'দশকেরও বেশি সময় ধরে বাম শাসনাধীন ত্রিপুরা ছিনিয়ে নিয়েছে বিজেপি ৷ বামশক্তিকে পরাজিত করে বিজেপি জমানা শুরু হয় বিপ্লব দেবের হাত ধরে ৷ পরে মুখ্যমন্ত্রী বদলায় বিজেপি । দায়িত্ব আসে ডাঃ মানিক সাহার হাতে ৷ এই প্রথমবার তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে অংশ নিচ্ছে ৷ তাই এবার ত্রিপুরা বিধানসভা ভোটে প্রধান চারটি দল- বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস নজর কাড়ছে ৷

তবে এই প্রধান দু'টি বিরোধী দল হিসেবে বারে বারে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের নাম উঠে আসছে সংবাদ শিরোনামে ৷ রাজনৈতিক মহলের একটি অংশ মনে করছে বর্তমান পরিস্থিতিকতে খানিকটা হলেও ব্যাকফুটে সিপিএম ও কংগ্রেস ৷ সোমবার নির্বাচনী প্রচারে আগরতলা পৌঁছেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গেই আছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বলেন, "আমি অভিষেকদের দায়িত্ব দিয়েছিলাম ৷ ত্রিপুরাবাসীকে অত্যাচারের হাত থেকে উদ্ধার করুক ৷" এই জন্য তিনি ত্রিপুরা নির্বাচনের ভার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন বলে জানান এবং তাঁকে সঙ্গে এনেছেন ৷

আরও পড়ুন: বিজেপি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ, সিপিএম কংগ্রেসের বি টিম, ত্রিপুরায় অভিযোগ মমতার

লড়াইটা কি তবে শুধু বিজেপি বনাম তৃণমূলের ? এ প্রসঙ্গে মঙ্গলবার সিপিএম নেতা সুজন চক্রবর্তী একটু অন্য কথা বলেন, "ভাইপো এখন পিসির পিছন পিছন ঘুরছে ৷ তিনি ত্রিপুরাতে বলেছেন, শান্তি চাইলে সিপিএম বা বিজেপি নয়, তৃণমূল কংগ্রেস তা পারবে ৷ ত্রিপুরায় লড়াই বিজেপি আর তৃণমূলের মধ্যে নয় ৷ ওখানে হারাতে হবে বিজেপিকে ৷ আর জিততে হবে বিজেপি-বিরোধী শক্তিকে ৷ বিজেপি বিরোধী শক্তি হিসেবে সিপিএম-সহ বাকিরা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করছে ৷ তারা সবাই ধর্মনিরপেক্ষ শক্তি ৷ বিজেপি ভয় পেয়ে অভিষেক বাহিনীকে ভাড়া করেছে ৷"

এরপরই সুজন দাবি করেন এই ঐক্যবদ্ধ বিরোধী শক্তিকে ভয় পেয়েছে বিজেপি ৷ তিনি বলেন, "ভয় পেয়ে তারা (বিজেপি) এখন অভিষেকবাহিনীকে ভাড়া করেছে ৷ এদিক ওদিক করে 28টি আসনে তারা (তৃণমূল কংগ্রেস) প্রার্থী দিতে পেরেছে৷ তারা নাকি বিকল্প ৷" তাঁর প্রশ্ন, "তৃণমূল বিজেপি-বিরোধী মনোভাব নিচ্ছে নাকি কংগ্রেস, সিপিএমকে কত কোণঠাসা করা যায়, তার মনোভাব নিচ্ছে ?" সুজন জানান, বিজেপি চায়- কংগ্রেস ও সিপিএমকে কোণঠাসা করো ৷ সেটাই বিজেপির হয়ে পরোক্ষে তৃণমূল কংগ্রেস করে যাচ্ছে ৷ তিনি বলেন, "অভিষেক ব্যানার্জীরা ঘুরপথে বিজেপি ৷"

  • The word in everybody’s mouth in West Bengal today is ‘SETTING’. Which means a secret pact between TMC and BJP. Whereby BJP will give a walk-over to TMC in W Bengal and in exchange TMC will not let the opposition unite. BJP MUST DISABUSE PEOPLE OF THIS NOTION BY ITS ACTIONS.

    — Tathagata Roy (@tathagata2) February 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় । রাজনৈতিক মহলের দাবি, বিরোধী সিপিএম এবং কংগ্রেস বিজেপি এবং তৃণমূলের সমঝোতা নিয়ে যে অভিযোগ তুলছে তারই পালটা দিয়েছেন এই প্রবীণ বিজেপি নেতা । কারও নাম না-করে বুধবার সকালে তিনি টুইট করেন, "এখন পশ্চিমবঙ্গে সবার মুখে একটাই শব্দ শোনা যাচ্ছে, 'সেটিং' ৷ যার মানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা গোপন চুক্তি রয়েছে ৷ কিন্তু বাংলায় তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপি আত্মসমর্পণ করবে ৷ তার বদলে জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস বিরোধী শক্তিকে জোট বাঁধতে দেবে না ৷ বিজেপির উচিত নিজের কাজ দিয়ে এই বক্তব্যকে ভুল প্রমাণ করা ।"

আরও পড়ুন: ত্রিপুরাবাসীকে অত্যাচারের হাত থেকে বাঁচাতে অভিষেকদের দায়িত্ব, আগরতলায় জানালেন মমতা

Last Updated : Feb 8, 2023, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.