ETV Bharat / state

Tata Power in Kolkata: শহরে ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন গড়ছে টাটা পাওয়ার

কলকাতাজুড়ে ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন তৈরি করবে টাটা পাওয়ার ৷ সৌরবিদ্যুৎ চালিত হবে এই পাওয়ার স্টেশনগুলি ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Apr 7, 2023, 4:32 PM IST

Updated : Apr 7, 2023, 6:38 PM IST

কলকাতা, 7 এপ্রিল: সিঙ্গুরে ন্যানো কারখানার কাজ প্রায় শেষ করে এনেও তৃণমূলের জমি বিরোধী আন্দোলনের জেরে সেই কারখানা বন্ধ করে রাজ্য ছেড়ে চলে যেতে হয়েছিল টাটাদের ৷ সেই উত্তাল পর্ব সকলেরই জানা । তবে পর্ব পেরিয়ে এবার কলকাতায় টাটা গোষ্ঠীর একটি সংস্থা লগ্নির সিদ্ধান্ত নিয়েছে ৷ এবার টাটা পাওয়ার কলকাতায় ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ৷ শহরজুড়ে 40টিরও বেশি এরকম চার্জিং স্টেশন টাটা পাওয়ার তৈরি করবে বলে কলকাতা কর্পোরেশন সূত্রে খবর । কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে বলেন, "ইলেকট্রিক গাড়ি রাস্তায় নামলে দূষণ কমবে এবং এক্ষেত্রে টাটা পাওয়ার বিনিয়োগ করছে ৷ টাটা পাওয়ার ছাড়াও আরও দুটি সংস্থা এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে ৷"

পরিবেশ দূষণ ঠেকাতে, গাড়ির ধোঁয়া থেকে উৎপন্ন কার্বনকণা নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব জ্বালানি ও ইলেকট্রিক গাড়ি ব্যবহারের তোড়জোড় শুরু করেছে রাজ্য । পরিবহণ দফতর ইলেকট্রিক ব্যাটারি চালিত একাধিক বাস কিনেছে । পাশাপাশি, ব্যাক্তিগত গাড়ির মালিকদের উৎসাহিত করা হচ্ছে ইলেকট্রিক গাড়ি ব্যাবহারে জন্য । তবে এই ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশনের অভাব রয়েছে শহরে ৷ সেই সমস্যার সমাধান পদক্ষেপ নিয়েছে কলকাতা পৌরনিগম ৷ টাটা পাওয়ারের সঙ্গে এই সংক্রান্ত চুক্তির সিদ্ধান্ত নিয়েছে কর্পোরেশন । পাইলট প্রোজেক্টে শহরের 40টি জায়গায় এই চার্জিং স্টেশন করবে টাটা পাওয়ার । পরবর্তী সময় এই চার্জিং স্টেশনের সংখ্যা আরও বাড়বে ৷ সম্প্রতি কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ বৈঠকে এই চুক্তির অনুমতি মিলেছে ।

সিঙ্গুরের জমি আন্দোলনকে ঘিরে বেশ কয়েক বছর উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি । তৎকালীন বিরোধীদল তৃণমূল কংগ্রেস আজ রাজ্যের শাসক । সেই সময়ের উত্তাল আন্দোলনের কারণে গাড়ির তৈরির কারখানা তৈরির পরেও গাড়ি উৎপাদন করা যায়নি । সিঙ্গুর ছেড়ে টাটাদের ন্যানো গাড়ির কারখানা চলে গিয়েছিল গুজরাতের সানন্দে ৷ তারপর এই রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে শিল্পপতিদের মধ্যে উৎসাহের অভাব দেখা গিয়েছিল ৷ নতুন কোনও বিনিয়োগও টাটাদের তরফে সেভাবে এরাজ্যে দেখা যায়নি দীর্ঘ কয়েক বছর ৷ তবে সময় সঙ্গে বরফ গলেছে । পালটেছে দৃষ্টিভঙ্গি । সম্প্রতি খড়গপুরে টাটা-হিতাচি কারখানা সম্প্রসারণ করা হয়েছে ৷

আরও পড়ুন: আগামী শনি ও রবিবার 22 ঘণ্টা পাওয়ার ব্লকে শিয়ালদা শাখায় বাতিল একাধিক ট্রেন

এবার কলকাতায় সৌর বিদ্যুৎ সংযোগে ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন তৈরির জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে টাটা গোষ্ঠী ৷ আপাতত আগামী 5 বছরের জন্য চুক্তি । পরে সব ঠিক চললে পুনর্নবীকরণ হবে চুক্তি । পাশাপাশি, ইলেকট্রিক গাড়ি সংখ্যা বাড়লে সেই মত চার্জিং স্টেশনের সংখ্যাও বাড়াবে । এক একটি চার্জিং স্টেশনে চারটি করে চার্জিং পয়েন্ট থাকবে । সেখানে ইলেকট্রিক গাড়ি চার্জ হবে আর এই বিদ্যুৎ গোটাটাই সৌর বিদ্যুৎ । ফলে পরিবেশ দূষণের একটুও আশঙ্কা থাকছে না । টাটা পাওয়ার ছাড়া আরও অন্য আরও একটি সংস্থা এরকম 13টি স্টেশন তৈরি করছে । জানা গিয়েছে, হরিশ মুখার্জি রোড, বিটি রোড, পার্ক স্ট্রিট, গড়িয়াহাট-সহ ৪০টি জায়গায় টাটা পাওয়ার চার্জিং স্টেশন করবে । 150টির বেশি গাড়ি চার্জ দেওয়া যাবে একদিনে । উচ্চক্ষমতা সম্পন্ন চার্জিং পয়েন্ট হলে ঘণ্টা খানেকের মধ্যে গাড়ির ব্যাটারি চার্জ হয়ে যাবে । স্কুটার, বাইক, চারচাকার গাড়ি চার্জ দেওয়া যাবে এই পয়েন্টগুলি থেকে ৷

কলকাতা, 7 এপ্রিল: সিঙ্গুরে ন্যানো কারখানার কাজ প্রায় শেষ করে এনেও তৃণমূলের জমি বিরোধী আন্দোলনের জেরে সেই কারখানা বন্ধ করে রাজ্য ছেড়ে চলে যেতে হয়েছিল টাটাদের ৷ সেই উত্তাল পর্ব সকলেরই জানা । তবে পর্ব পেরিয়ে এবার কলকাতায় টাটা গোষ্ঠীর একটি সংস্থা লগ্নির সিদ্ধান্ত নিয়েছে ৷ এবার টাটা পাওয়ার কলকাতায় ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ৷ শহরজুড়ে 40টিরও বেশি এরকম চার্জিং স্টেশন টাটা পাওয়ার তৈরি করবে বলে কলকাতা কর্পোরেশন সূত্রে খবর । কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে বলেন, "ইলেকট্রিক গাড়ি রাস্তায় নামলে দূষণ কমবে এবং এক্ষেত্রে টাটা পাওয়ার বিনিয়োগ করছে ৷ টাটা পাওয়ার ছাড়াও আরও দুটি সংস্থা এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে ৷"

পরিবেশ দূষণ ঠেকাতে, গাড়ির ধোঁয়া থেকে উৎপন্ন কার্বনকণা নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব জ্বালানি ও ইলেকট্রিক গাড়ি ব্যবহারের তোড়জোড় শুরু করেছে রাজ্য । পরিবহণ দফতর ইলেকট্রিক ব্যাটারি চালিত একাধিক বাস কিনেছে । পাশাপাশি, ব্যাক্তিগত গাড়ির মালিকদের উৎসাহিত করা হচ্ছে ইলেকট্রিক গাড়ি ব্যাবহারে জন্য । তবে এই ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশনের অভাব রয়েছে শহরে ৷ সেই সমস্যার সমাধান পদক্ষেপ নিয়েছে কলকাতা পৌরনিগম ৷ টাটা পাওয়ারের সঙ্গে এই সংক্রান্ত চুক্তির সিদ্ধান্ত নিয়েছে কর্পোরেশন । পাইলট প্রোজেক্টে শহরের 40টি জায়গায় এই চার্জিং স্টেশন করবে টাটা পাওয়ার । পরবর্তী সময় এই চার্জিং স্টেশনের সংখ্যা আরও বাড়বে ৷ সম্প্রতি কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ বৈঠকে এই চুক্তির অনুমতি মিলেছে ।

সিঙ্গুরের জমি আন্দোলনকে ঘিরে বেশ কয়েক বছর উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি । তৎকালীন বিরোধীদল তৃণমূল কংগ্রেস আজ রাজ্যের শাসক । সেই সময়ের উত্তাল আন্দোলনের কারণে গাড়ির তৈরির কারখানা তৈরির পরেও গাড়ি উৎপাদন করা যায়নি । সিঙ্গুর ছেড়ে টাটাদের ন্যানো গাড়ির কারখানা চলে গিয়েছিল গুজরাতের সানন্দে ৷ তারপর এই রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে শিল্পপতিদের মধ্যে উৎসাহের অভাব দেখা গিয়েছিল ৷ নতুন কোনও বিনিয়োগও টাটাদের তরফে সেভাবে এরাজ্যে দেখা যায়নি দীর্ঘ কয়েক বছর ৷ তবে সময় সঙ্গে বরফ গলেছে । পালটেছে দৃষ্টিভঙ্গি । সম্প্রতি খড়গপুরে টাটা-হিতাচি কারখানা সম্প্রসারণ করা হয়েছে ৷

আরও পড়ুন: আগামী শনি ও রবিবার 22 ঘণ্টা পাওয়ার ব্লকে শিয়ালদা শাখায় বাতিল একাধিক ট্রেন

এবার কলকাতায় সৌর বিদ্যুৎ সংযোগে ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন তৈরির জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে টাটা গোষ্ঠী ৷ আপাতত আগামী 5 বছরের জন্য চুক্তি । পরে সব ঠিক চললে পুনর্নবীকরণ হবে চুক্তি । পাশাপাশি, ইলেকট্রিক গাড়ি সংখ্যা বাড়লে সেই মত চার্জিং স্টেশনের সংখ্যাও বাড়াবে । এক একটি চার্জিং স্টেশনে চারটি করে চার্জিং পয়েন্ট থাকবে । সেখানে ইলেকট্রিক গাড়ি চার্জ হবে আর এই বিদ্যুৎ গোটাটাই সৌর বিদ্যুৎ । ফলে পরিবেশ দূষণের একটুও আশঙ্কা থাকছে না । টাটা পাওয়ার ছাড়া আরও অন্য আরও একটি সংস্থা এরকম 13টি স্টেশন তৈরি করছে । জানা গিয়েছে, হরিশ মুখার্জি রোড, বিটি রোড, পার্ক স্ট্রিট, গড়িয়াহাট-সহ ৪০টি জায়গায় টাটা পাওয়ার চার্জিং স্টেশন করবে । 150টির বেশি গাড়ি চার্জ দেওয়া যাবে একদিনে । উচ্চক্ষমতা সম্পন্ন চার্জিং পয়েন্ট হলে ঘণ্টা খানেকের মধ্যে গাড়ির ব্যাটারি চার্জ হয়ে যাবে । স্কুটার, বাইক, চারচাকার গাড়ি চার্জ দেওয়া যাবে এই পয়েন্টগুলি থেকে ৷

Last Updated : Apr 7, 2023, 6:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.